মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল (মেইল মার্জ)- ০২

যারা এ পর্বের আগের অংশটুকু পড়েন নি তারা একবার এখান থেকে পড়ে নিন।
আগের পর্বে দেখিয়েছিলাম মেইল মার্জ ব্যবহার করে চিঠি টাইপ করে সেইভ করা পর্যন্ত। আজ বাকী অংশটুকু দেখানো হবে। প্রথমেই আগের সেভ করা ফাইলটি ওপেন করে নিন। তারপর

এরপর tools>mail marge> 3 নং অপশনের merge এ ক্লিক করুন।

তাহলে নিচের মক বক্স আসবে। এখানে খেয়াল রাখবেন যেন merge to>new document , Records to be merged>all এবং when merging record বক্সে প্রথমটা সিলেক্ট করা থাকবে।

এরপর মার্জ এ ক্লিক করুন। তাহলে নিচের মত আপনার ডাটাবেজের সবগুলো টাইপ করা চিঠি আসবে।

তাহলেই কমপ্লিট।

বিঃদ্রঃ এখানে এমএস অফিস ২০০০ নিয়ে লেখা আছে। ২০০৩, এক্সপি, ২০০৭ প্রায় একই রকম। কেউ কোন রকম সমস্যায় পড়লে আমাকে জানাবেন

পোষ্টটির সূত্র

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    শুধু ধন্যবাদ দিলে হবে না কিন্তু। শিখতে পারছে কি না বলবেন। আর কোন কিছু না বুঝলে আমাকে জানাবেন।

    মন্তব্য করার জন্য আপনাকে ও ধন্যবাদ

রাসেল আহমেদ ভাই,
আপনারা yahoo ID টি দিবেন কি ?