ফ্লাস শেখার স্কুল (অভিজ্ঞদের প্রবেশ নিষেধ)-০১

ওয়েব বলুন গ্রাফিক্স বলুন, ফ্লাসের প্রয়োজনীয়তা অনেক। আমি নতুন ফ্লাস শিখছি। আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো। তাই শেয়ার করছি। ভুল হলে ধরিয়ে দেবেন।

এই কাজের জন্য প্রথমেই আপনার প্রয়োজন হবে এ্যাডোব ফ্লাস সিএস৪ সফটওয়ারটি। এখান থেকে ডাউনলোড করুন।

অধ্যায়- ১
ফ্লাস এমন কোন কঠিন না। খুব সহজেই আপনি ফ্লাসের এ্যানিমেশন তৈরি করতে পারেন। তা টেক্সট হোক অথবা ইমেজ ই হোক। এজন্য খুব বেশী অভিজ্ঞতার প্রয়োজন হয় না। আশাকরি ফ্লাসের জন্য অ্যাডোবের সফটওয়ারটি ডাউনলোড করতে পেরেছেন। সফটওয়ারটি ইনষ্টল করে ফেলুন। তারপর ওপেন করুন। ফ্লাসের সফটওয়ারটি ওপেন করলে নিচের মত উইন্ডো দেখা যাবে ……

সফটওয়ারটির বিভিন্ন মেনু ও টুলবারের পরিচিতি ….

এখানে সর্বডানে আছে টুল প্যানেল। উপরে প্রথমে প্রোপাইটরি ইনস্পেক্টর, তারপর লাইব্রেরী, মাঝখানে ষ্ট্রেজ বা প্রিভিও, একদম নিচে আছে টাইম বার এবং তার ডানে আছে মুডিফায়ার বা পরিবর্তক।

এখানে সিলেকশন টুল ব্যবহার করে আপনি কোন অবজেক্টকে নড়াতে বা বড়ছোট করতে পারেন। কিবোর্ড থেকে V চাপ দিলে এটা আসে।
কিছু প্রয়োজনীয় বিষয় ………

ফ্রেম রেইট- হয়ত কোন মুভি কনভার্টের সময় আমরা এটা আগে দেখেছি। এটা আসলে এ্যানিমেশনের গতিকে নির্ধারণ করে। আমরা জানি অ্যানিমেশন আসলে ষ্টিল ছবির রুপান্তর অর্থাৎ প্রতি সেকেন্ডে চলমান অনেকগুলো ফ্রেম বা ছবি থাকলে সেটা অ্যানিমেশন হয়ে যায়। এখন প্রতি সেকেন্ডে কতটি ছবি প্রদর্শিত হবে তাই ই ফ্রেম রেইট।

ডিমিনিসন – আমরা ছবি সাইজের ক্ষেত্রে ডিমিনিসন ব্যবহার করে থাকব। এক্ষেত্রে এটি ও অ্যানিমেশন তৈরির ক্ষেত্রে তার সাইজ নির্ধারণের জন্য এটি ব্যবহার করব।

ব্যাকগ্রাউন্ড কালার/ইমেজ- এ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ডে যে কালার/ইমেজ নির্ধারণ হবে তা।

রুলার ইউনিটস- কোন সিস্টেমে রুলার বা সাইজ নির্ধারণ করবেন তা। যেমন- সেন্টিমিটার, ইঞ্চি, পিক্সেল। সাধারণত পিক্সেলই সবচেয়ে বেশী ব্যবহার হয়। কারন এতে আগে থেকেই এ্যানিমেশনের সাইজ জানা যায়। View > Rulers থেকে এটা পরিবর্তন করা যায়।

উপরের চারটি বিষয় আশাকরি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব কিভাবে এগুলোর পরির্বতন করা যায়। প্রথমে Modify > Document এ যান অথবা কিবোর্ড থেকে Ctrl+J চাপুন। নিচের বক্স প্রদর্শিত হবে। এখান থেকে আপনি এ্যানিমেশনের সাইজ নির্ধারণ করেদিন।

চলবে …………..

ভাললাগলে মন্তব্য দিয়ে আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ মনোযোগ দিয়ে পড়ার জন্য।

পোষ্টটির সূত্র

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া কি যেন সমস্যা হচ্ছে ডাউনলোড ত দূরের কথা নিচের ছবি গুলোই দেখা যায় না ।

ডাউনলোড লিংকটা দেওয়া হয়নি। মানে ক্র্যাক করা পোগ্রাম তো তাই ….. ইমেইলে যোগাযোগ করুণ। ছবিগুলো তো এখানে দেখা যায় ………..

শুধু পড়তে পেড়েছি তারপরও ভাল লাগল ।

ভালো টিউন ধন্যবাদ। তবে ভাই আপনার পাওনা কি?

হা হা হা পাওনা কিছুই না রে ভাই ………….

Level 0

রাসেল ভাই, ভাল লাগল, ধন্যবাদ আপনাকে। এগিয়ে যান। আমার মেইল এড্রেস হলঃ masudmitu@yahoo.com
ভাই অপেক্ষায় রইলাল

আর আমারটা কই?? জলদি ভাই পাঠান :-
imranabdurrahim@yahoo.com

Level 0

ধন্যবাদ ভাই, মেইলটা পেয়েছি।

Level 2

BAI AMAR EMAIL (TYPON.009@GMAIL.COM)…..PATHALE KHUSI HOBO…

ভাই, আমাকে দিবেন…
ripon2007_sml@yahoo.com

আপনাকে অনেক অনেক ধন্যবাদ …….. আমি সিরিয়ালগুলো ফলো করার চেষ্টা করব।

Level 2

ভাই আমি লাইনে আছি পাঠালে উপকৃত হতাম masud7827@gmail.com

Level New

ভালো লাগলো … চালিয়ে যান। আর হ্যা আমাকেও পাঠান – moinm4@gmail.com

Level 0

আমাকেও পাঠান। pranto770@gmail.com

    দিয়েছি ভাইয়া। আশাকরি পরের পর্বে থাকবেন ……….. সফটওয়ারটা নিয়ে নিজেই একটু প্র্যাকটিস শুরু করে দিন। ছোটখাট এ্যানিমেশন সহজেই তৈরি করতে পারবেন।

    ধন্যবাদ।

Level 0

পেয়েছি। কষ্ট করে পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। আশা করি ধারাবাহিকতা বজায় রাখবেন। ভালো থাকুন।

আমাকেও একটা পাঠাবেন দয়া করে।আর হ্যাঁ আমাদের মত নতুনদের জন্য একটু সহজ করে লিখবেন যাতে বুঝতে সুবিধা হয়।ধন্যবাদ।
rawnakali@hotmail.it

Level 0

ভাই আমার ইমেল এড্রেস – almaraj121@gmail.com

ভাল টিউন ধন্যবাদ।
আমাকেও পাঠাও ইমেলঃ mamunmck@gmail.com

    ধন্যবাদ ভাই, আপনাকেও পাঠালাম। পরের পর্ব এর দিকে খেয়াল রাখুন।

d.anup93@gmail.com
মোরেও দেন

GREAT!!

Level 0

ডাউনলোড লিংকটা dan

Level 0

atikqur007@gmail.com plz give the download link 🙂

Level 0