ইন্টারনেটে বিভিন্ন ব্লগ ও সাইট দেখে আমাদের কখনও না কখনও অবশ্যই ইচ্ছা হয়েছে নিজের একটা সাইট বা ব্লগ বানানোর। যেখানে আমি ভিজিটরদের দেখাতে পারতাম আমার প্রতিভা, আমার সৃষ্টি। তবে প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাবে অনেকেরই সেটা করা হয়ে ওঠে না। কিসের মাধ্যমে ব্লগ বা সাইট বানাবো ? কীভাবে বানাবো ? কিভাবে এই ব্লগ বা সাইট ব্যবহার করবো ? এসব প্রশ্নের জবাব দেয়ার মানুষ না থাকায় ব্লগ বা সাইট বানানোর ইচ্ছা মাঠে মারা যায়। এসব সমস্যায় যাতে পড়তে না হয় সেজন্যেই আমার এ প্রচেষ্টা। আমি আপনাদের ব্লগ বা সাইট বানাতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেব। শুরু করা যাক...
ব্লগ বা সাইট যেটাই বানান আমি সাজেস্ট করব WordPress-কে। ব্লগিংয়ে জন্য সঠিক ভাবে ব্লগ ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজ সুবিধা ইত্যাদি খুঁটিনাটি বিষয় দরকার হয়। আর WordPress এগুলোর জন্য একদম পারফেক্ট।
WordPress প্রথম পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল যা পরবর্তীতে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যেকোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে। WordPress একটি Content Management System (CMS) যা মূলতঃ Blog Publishing Application হিসেবে ব্যবহৃত হয়। এই প্লাটফর্ম প্রথম চালু হয় ২০০৩ সালের মে মাসে । এখন প্রশ্ন আসতে পারে Content Management System (CMS) কী জিনিস? Content Management System (CMS) হল আপনার সাইট/ব্লগ এর বিভিন্ন তথ্য ব্যবস্থাপনার একটি সক্রিয় সিস্টেম, তথ্য হতে পারে কোন Image বা কোন Audio বা কোন Text। Content Management System (CMS)-এর মাধ্যমে সাইট/ব্লগ এর যেকোন পরিবর্তন, সংশোধন, সংযোজন বা অপসারণ খুব সহজেই করা যায়। এবং এই শক্তিশালি Content Management System (CMS), WordPress সম্পুর্ন ফ্রী !!!
WordPress-এর ২ প্রকারের সিস্টেম রয়েছে।
এটাতে আপনি পাবেন *.wordpress.com এর অধীনে Sub-Domain, ৩ GB হোস্টিং। এটাতে WordPress.com-এর নির্ধারিত ফিচারগুলা শুধু ব্যবহার করা যাবে। Theme ও অন্যান্য কাস্টোমাইজেশন সুবিধা নাই।
এটা ব্যবহার করতে দরকার হবে নিজের একটা Domain আর Hosting । পাওয়া যাবে ইচ্ছামতো কাস্টোমাইজেশনের সুবিধা। এটাতেই আসল মজা।
WordPress সম্পূর্ণ Open Source। এটা আমরা ব্যবহার করতে পারছি একদম ফ্রীতে। এরপরও এর সুবিধা হলো:
বি দ্র: আমি আপনাদের wordpress সম্পর্কে দারনা দেওয়ার জন্য লেখাটি কপি করিছি এই website থেকে
দাপে দাপে আপনাদের শিখান হবে কিভাবে তৈরি করবেন ফ্রি cpanel এ আপনার ব্লগ। আমি নিজেও একটি তৈরি করব আপনাদের সাথে
লেখাটি সর্বপ্রথম প্রকাশ হেয়েছে
আমি sagorsorkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice Chaila Jan khubi Valo laglo Tune ti Pore