আসসালামু আলাইকুম, আশা নয় বিশ্বাস করি আল্লাহ সবাই কে ভালো রেখেছেন (যার যার অবস্থানে)। আমি টেক টিউনস এ প্রায় 2-3 মাস ধরে পড়ি কিন্তু কখনো নিজে টিউন করিনি। শুধু ভাবি যে কি লিখা যায়। তাই আজ আমি আমার প্রথম টিউন টি আপনাদের সবার উদ্দেশ্য উৎসরগ করলাম (যদি এই টিউন টি কেউ করে থাকেন তবে আমাকে তা জানাবেন এবং এই কাজের জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি)।
এবার শুরু করা যাক। আজ আমি দেখাবো এক্সেল এ করা কোন ডাটা এম.এস. ওয়ার্ডে কপি করা থাকলে তা অটোমেটিক আপডেট করে নেয়। যেমন আপনি নিচের মত করে একটি টেবিল বানান বা আপনার পছন্দ মত।
এরপর টেবিল বা আপনার যে অংশটুকু লাগবে তা সিলেক্ট করে কপি করুন। এবং অফিস 2007 হলে নিচের ছবির মত ক্লিক করুন আর না হলে Edit এ ক্লিক Past Special এ ক্লিক করুন।
Ok করে বের হয়ে আসুন। এর পর যখন-ই আপনি কোনো ডাটা এক্সেলে চেঞ্জ করবেন তা আর আপনাকে এম. এস. ওয়ার্ডে চেঞ্জ করতে হবে না। দেখবেন অটোমেটিক এম.এস. ওয়ার্ডের ডাটা চেঞ্জ হয়ে গেছে। আজকে এই পযর্ন্ত। ভালো থাকেবন সবাই। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
*****আমার প্রথম টিউন টি কেমন লাগলো তা জানাতে ভুলবেনা কিন্তু।
আমি Md. Nur Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 150 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thank you very much