কম খরচে পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করুন।যারা এখনো জানেন না বা যারা জানেন তাদের সবার জন্য।সাথে Software Free.

[আমার প্রিয় ভাই ও বোনেরা এটা আমার প্রথম টিউন। কোন ভুল হলে মাফ করবেন।টিউমেন্টের মাধ্যমে টিউনটি কেমন হল জানাবেন।]

যা লাগবে
১. এডোব ফটোশপ সিএস
(আগের ভার্সন দিয়েও হবে, অন্তত ফটোশপ ভার্সন ৮!)।
২. আপনার ছবির একটা স্ক্যন করা / ডিজিটাল কপি।

1. যে ছবিটি থেকে পাসপোর্ট সাইজ ছবি বানবেন তা photoshop দিয়ে open করুন।

2. টুলবার থেকে ক্রপ সিলেক্ট করুন অথবা C চাপুন। এখন কার্সরটি এমনদেখাবে আর মেনুবারে নিচে একটি ক্রপ সিলেকশন বার দেখা যাবে।

3. এখানে Height: 50mm  Width: 40mm Resolution: 300 Pixels/inch ইনপুট করুন।

4. এবার কার্সরটিকে ছবির উপর এনে মাউসের Left Button ধরে রেখে প্রয়োজনীয় অংশ সিলেক্ট করে নিন। সিলেক্টেড অংশে সবদিকেই কমানো/বাড়ানো যাবে। সিলেক্টেড প্যনেলে কর্নার গুলোতে মাউস নিলেই বুঝতে পারবেন।

5. প্রয়োজনীয় ক্রপ সিলেকশন শেষে NumPad এর Enter চাপুন.যদি মনে করেন ক্রপ ঠিক মত হয় নাই, তাহলে Ctrl+Z চেপে আবার চেষ্টা করুন।

6. এ বার ছবিটির Background মুছে দিন। এ জন্য eraser tool select করতে হবে।

7. এবার background color এ ক্লিক করুন

এর পর color picker এ color এর নাম দিন #75c2f8

ok করুন এবং eraser tool ব্যবহার করে background delete শুরু করুন।

Delete শেষে ছবিটি এরকম হবে

8. এবার সেভ করার পালা। তার আগে ক্রপ করা ছবিটি ঠিকভাবে সাইজ হল কিনা দেখে নিন আরেকবার। Image>Image Size

9. এবার ফাইল সেভ করতে হবে JPEG ফরমেটে। সুতরাং Save As এ ক্লিক করে JPEG সিলেক্ট করে save চাপুন। একটা উইন্ডো আসবে। Image Quality 12 দিয়ে দেখুন। Baseline দিন Standard।

এবার ছবি গুলো সাজানোর পালাঃ


১ম ধাপ

৪ টি পাসপোর্ট সাইজ ছবির জন্য

১. নিচের লেখা গুলি হুবহু নোটপ্যাডে কপি পেস্ট করেন।

; line 1, page size
I 3.50 5.00 0

; line 2, description
4pp in 3r

; line 3 - n, drop zones
0.00 0.25  1.73 2.13
1.77 0.25  1.73 2.13
0.00 2.65  1.73 2.13
1.77 2.65  1.73 2.13

২. এবার ফাইলটা সেভ করেন 4pp in 3r.txt নামে।

৩. 4pp in 3r.txt ফাইলটা কপি করে, \Program Files\Adobe\Photoshop CS\Presets\Layouts ফোল্ডারে পেস্ট করেন।

যাদের পোর্টেবল ভার্সন…

আপনার ফটোশপ যেখানে রাখা ওই ফোল্ডারে Presets>Layouts নামে একটা নতুন ফোল্ডার খুলুন। অত:পর ওইখানে .txt ফাইলটি কপি পেস্ট করুন। পোর্টেবলেও হয়।

২য় ধাপ

১. এবার ফটোশপে আপনার আগে edit করে রাখা ছবির ফাইল ওপেন করুন।
২. প্রয়োজনীয় এডিট শেষ করেন। যেমন – ব্রাইট, কনট্রাস্ট, লেভেল, কালার, প্যাচের কাজ ইত্যাদি। তারপর Ctrl+A চেপে সম্পুর্ন ছবিটি select করুন এবং Ctrl+C চেপে copy কারুন।

৩. এবার Ctrl+N চাপুন। নতুন window তে  Height: 54mm  Width: 44mm লিখে ok করুন।

৪. নতুন window select রেখে Ctrl+V চাপুন। তাহলে দেখতে পাবেন আপনার ছবিটি paste হয়েছে এবং চারিদিকে সাদা Border দেখা যাবে।

৫. এবার Photoshop উইন্ডোতে File>Automate>Picture Package এখানে যান ।

Page size: 3.5x5 in আছে কিনা দেখেনিন। এবং ok press করুন। তাহলে নিচের ছবির মত দেখতে পারবেন

৬.এবার লাল রঙ select করে paint bucket tool টি দিয়ে চারটি ছবির মাঝে click কারুন।তাহলে এরকম হবে

৭. Save As এ ক্লিক করে JPEG সিলেক্ট করে save চাপুন। একটা উইন্ডো আসবে। Image Quality 12 দিয়ে দেখুন। Baseline দিন Standard।

এবার কাজ শেষ। ছবিটাকে lab থেকে 3R সাইজ print দিয়ে আনুন। তবে অনেক lab ই  print করতে চায় না। তারা কিছুতেই ১ কপি 3R size ছবি print করবে না। তাই আপনার ভাই, বোন,বউ,জামাই, জানটা, প্রাণটা সবার পাসপোর্ট সাইজের ছবি print করে আনুন। ৪ থেকে ৫ কপি হলে print করবে। আমি নিজে মালিবাগের থেকে এই ধরনের ছবি প্রিন্ট করাই।

ছবি কাটার জন্যঃ

১.কাচের উপর রেখে স্টীলের স্কেল দিয়ে সঠিক স্থানে ধরে এন্টিকাটার দিয়ে টান দিন। দেখবেন কত সুন্দর কেটে গেছে ।

২. এত কিছু না থাকলে একটা বড় কাচি দিয়ে কেটে নিন।

আমার এই পদ্ধতি অনুসরন করলে যে সুবিধা আপনারা পাবেনঃ

১.  সস্তায় আপনারা পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করতে পারবেন।

২. ছবির পাশে পর্যাপ্ত Border থাকবে।

৩. ছবি সহজে কেটে আলাদা করতে পারবেন।

এই টিউনে সারা পেলে যে যে টিউন করার ইচ্ছা আছেঃ

১. কম খরচে stamp সাইজ ছবি প্রিন্ট করুন।

২. scanner ছাড়া ছবি থেকে ছবি print.
৩. photoshop এর টিউটোরিয়াল নিয়ে একটি চেইন টিউন।

সবার জন্য Adobe Photoshop 8.0 এর Portable version এর লিঙ্ক দিলাম।  এর সাইজ 40.1MB .

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

[{( সবশেষে আবারও বলছি আমি একজন নতুন টিউনার। যে কোন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারও বুঝতে অসুবিধা হলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন )}]

Level 0

আমি ছোটভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো

Level 0

jotil boss chalie jan

vai jode chalia jan tahole bolbo valo hoyse r jode off koren tahole bolbo valo hoyne coz sobai
bola ja chalia jabo kintu na………………………….!!!!????

    @sabbir ahmed: চেষ্টা করব। তবে একটা টিউন করতে অনেক সময় লাগে।দোয়া করবেন।

রুম্ময় ভাই ও sumon ভাই এর টিউমেন্টে মনে সাহস পাইলাম। দুইজনারে ধইন্ন্যা পাতা।

রুম্ময় ভাই ও sumon ভাই এর টিউমেন্টে মনে সাহস পাইলাম। দুইজনকে ধন্যবাদ।

    Level 0

    @ছোটভাই: ভাই ধন্যবাদ। আমি নিজে লেআঊট তৈরি করে student লাইফে এই কাজটি করতাম, একটি 4R এর মাজেই ৫টি পাসপোর্ট ও ৪ টি স্ট্যাম্প বানাতাম-এটি আমাকে এক ছোট ভাই শিখিয়েছিল-সে স্টুডিও তে চাকরি করত-তার সাথে একটু খাতির ছিল-তাই সে আমাকে এই সিস্তেমটি শিখিয়ে দিল। এখন আমি রিলেটিভ যারা তাদের এই ভাবে করে দেই এবং ৫ থেকে ১০ কপি 4R স্টুডিও থেকে প্রিন্ট করে নেয়।

ধন্যবাদ শেয়ার করার জন্য। Care on.

খুব সুন্দর

Level 0

khub e sundor hoyche. amio ei sob niye tune korbo bhebechilam,but apni jokhon korlen to ok tobe amar 1 ta jigyasya ache j ২. scanner ছাড়া ছবি থেকে ছবি print. eta ki kore sombhob?

ei tune ta agey chai

১. কম খরচে stamp সাইজ ছবি প্রিন্ট করুন। eta pore korun, tar agey scanner ছাড়া ছবি থেকে ছবি

subhecha roilo

    @Jonty: হবে হবে সব হবে। তার আগে একটু ধৈর্য্য ধরতে হবে। জানেনই তো সবুরে মেওয়া ফলে। টিউমেন্টের জন্য ধন্যবাদ।

Level 0

ভালো লাগলো, খুবই দরকারী, ধন্যবাদ

    @parvej: আপনাকেও ধন্যবাদ। আপনাদের কাজে লাগলে আমার টিউন করা সার্থক হবে

টেকটিউন্স টিউনিং প্যানেলে স্বাগতম। 🙂
১ম টিউনটাই চ্রম এবং অনেক কাজের।
ধন্যবাদ। 🙂

    @নিওফাইটের রাজ্যে: ভাই,আমার টিউনে আপনার মত টিউনারের টিউমেন্ট পাইয়া আমার টিউনার জীবন সার্থক।আপনার জন্য আজকে কাওরান বাজার থেকে দুই টেরাক ধইন্ন্যা পাতা পাঠামু।ভাল থাকবেন।

      @ছোটভাই: ছোটভাই কি কন?! 😳
      আমার মত ছুট খাট ঠিউনারের কমেন্ট পাইয়া টিউনার জীবন সার্থক হবে কেন? 😯 , টপটিউনারগো কমেন্ট পাইলে একটা কথা ছিল। :mrgreen:
      যাই হোক আমি যেই সম্মানের যোগ্য না আপনি আমাকে সেই সম্মান অজান্তে দিলেন, এজন্য আমার উচিৎ কাওরান বাজার থিকা ৫ টেরাক ধইন্না আপনারে দেওয়া। 😀
      ভাল থাকুন। চ্রম টিউন উপহার দিন। 🙂

    @নিওফাইটের রাজ্যে: ভাই আপনে টিউমেন্টে ভেটকি(smiley) গুলা কেমনে দেন? একটু জানাবেন।

    @নিওফাইটের রাজ্যে: আপনারে আর টেরাক দিয়া ধইন্ন্যা পাতা পাঠামু না। তাতে আপনার অসম্মান অয়। আপনের জন্য এক টেরেন ধইন্ন্যা পাতা পাঠামু। আপনে খারান আমি টেরেন চালাইয়া আইতাছি. 🙂

      @ছোটভাই: হুম, টেরেন এরুপ্লেন যা খুশি আইনেন! কোল্ড স্টোরেজ ভাড়া করার টাকাও লগে লইয়া আইনেন। 😆
      এত ধইন্ন্যা রাখার জায়গা ঘরে নাই। 😡
      ভালা থাইকেন। :mrgreen:

nice
vai jodi ai rokom akta soft ar protable dan thahol
a aro valo hoy

kub sundor hoisa. baiya apne ke noiseware professional use coren na corla amr kas taka neta parven. ame akta jinish daklam apnar pic a mukta blur na. apne ai filter use cora shohoja face a smothness anta parve. jode apnar taka to kono cota nai. jak balo takbe.
[email protected]
01840008886.

    @Md. Shafiul Azam Teto: ভাই যে মেয়েটার ছবি আপনি দেখতাচ্ছেন হে আমার কেউ না। তার ছবি আমি google থেকে নিছি। আর আমি noiseware professional ব্যবহার করি না। software টা পারলে দিয়েন।

ভাই File>Automate>Picture Package এই অপশনটা ফটোশপ সিএস-৫ এ পাচ্ছি না । হেল্প করুন কিভাবে পেতে পারি File>Automate>Picture Package

Valo Laglo

Level 0

tnx vai !!!! DARON hoyse..

Level 0

শুধু লেখাপড়া করলে চলবে না সাধারন জ্ঞান থাকতে হবে তাই এখানে উওর দিন জ্ঞান বাড়ান http://www.quick-quichbd.blogspot.com

    @ansar3127: ভাই, লেখা পড়াই করি না আবার সাধারণ জ্ঞান 🙁

অনেক ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ অনেক ভাল হয়েছে।
পরবর্তী টিউনেল অপেক্ষায় রইলাম।

কি ভাবে Preset তৈরী করা যায়। একটু জানালে উপকৃত হব।
A4 সাইজে বাম পাশ দিয়ে 1.54 বাই 1.85 সাইজের 4 কপি Preset লাগবে। অবশ্যই দিবেন কিন্তু

ভালো লাগলো, খুবই দরকারী

Level 0

সুন্দর এবং দরকারী টিউন এর জন্য ধন্যবাদ । চালিয়েযান …

Level 0

Professional user or studio uses preset and picture code/grain surgery2 / DCE tools/noiseware professional plug-ins for design photos

http://allbdjobs4u.blogspot.com/

Level New

আরে ভাই ভালো আছেন ?
চালিয়ে যান ,দেখা দিয়েন ।

awesome tune

Level 0

Superb tune boss

Level 0

vai apne chalaiya jan.Tel ja lage amra dimu! 😀
Dhonnobar sundor tutorial er jonno.