windows 7 ভিডিও ওয়ালপেপার/DREAMSCENE (স্ক্রীনশট সহ)

সবাই কে শুভেচ্ছা জানিয়ে  শুরু করছি কেমন আছেন? আশা করি ভালো আপনারা ভালো থাকেন এই প্রত্যাশা সবসময়ের৷আজকে windows ৭  আর একটি চমৎতকার ফিচার, কিন্তু দুঃখের বিষয় microsoft বাবা এই ফিচার টি বাদেই windows ৭  রিলিজ করেছেন ! যাই হোক আমরা এই জন্য বইসা থাকার পাবলিক না ,আমরা এই ফিচার টা add কইরা ছাড়বো৷............ চলেন তাইলে আমার পিছে 🙂
আগেই বলে নেই এটা নিয়ে বোধয় আগে দুই টা টিউন হযেছে....বিশেষ করে রাজ ভাইয়ের টিউন  টি চমৎতকার৷ কিন্তু দুঃখের বিষয় সেটা আর কাজ করছে না , ওই software টি portable ছিল ওই sofware এর নরমাল ভার্সন টি administrator হিসেবে রান করতে হয় সেটাও কিছুটা ঝামেলার এবং pc কে স্লো করেন  যাই হোক আমি আপনাদের জন্য কি এনেছি সেটাই দেখার বিষয় .....
প্রথমে এই software টি ডাউনলোড করে নিন৷
৩২ বিট >>
http://www.twibies.com/wp-content/uploads/2010/11/large_new_twitter_bird.jpg
64 বিট >>

http://www.twibies.com/wp-content/uploads/2010/11/large_new_twitter_bird.jpg
:::::::::::::::::::::::::::::::::::কিভাবে করবেন ?::::::::::::::::::::::::::::::::::::::
(৩২ বীট)
১.ডাউনলোডকৃত ফাইল টি  আনজিপ করুন ৷
২.ডাবল ক্লিক করুন, কমান্ডগুলো ঠিকমত দিন ৷
৩.pc রিস্টার্ট দিন !

----------------------------------------------------------------------------------
(৬৪ বীট )
১.প্রথমে ৬৪ বীট এর ফাইল টি ডাউনলোড করে নিন ৷
২.আনজিপ করার পর চারটি ফাইল পাবেন৷ নিম্নরূপ-

http://thecustomizewindows.com/wp-content/uploads/2010/10/DS1.png
"impotant readme " বাদে বাকি তিন টি ফাইল কপি করুন ৷
৩.local disk(c:)>windows > system ৩২ তে paste করুন ৷ নিম্নরূপ :

http://thecustomizewindows.com/wp-content/uploads/2010/10/DS2.png
একটি security alert আসবে সেটি ok করুন .....
৪.আবার তিনটি ফাইল কপি করুন ....আবার ফাইল গুলি local disk(c:)>windows >  system ৩২ এর en-us এ তে পেস্ট করুন৷ নিম্নরূপ :
http://thecustomizewindows.com/wp-content/uploads/2010/10/DS4.png

৫.আবার তিনটি ফাইল এর মধ্যে "Dscene.reg " টি রান করুন ৷

http://thecustomizewindows.com/wp-content/uploads/2010/10/DS5.png

৬.একটি window আসবে , তাতে "yes" ক্লিক করুন এবং ok করুন ৷

http://thecustomizewindows.com/wp-content/uploads/2010/10/DS6.png

http://thecustomizewindows.com/wp-content/uploads/2010/10/DS7.png

অপনার প্রানপ্রিয় pc মামারে রিস্টার্ট করেন ৷
::::::::::::::::::::::::::::::::: যদি ভিডিও এর সাথে soundও চান:::::::::::::::::::::::
টাস্কবারের সাথে sound আইকন এ ক্লিক করুন mixer এ গেলেই "windows dreamscene এর sound option টি পাবেন সেটা unmute করে দিন ৷
http://www.vistax64.com/attachments/tutorials/2504d1200893908-dreamscene-volume_mixer.jpg

:::::::::::::::::::::::::::::::::কিভাবে/কোন ভিডিও দেওয়া যাবে ::::::::::::::::::::::::::::::::::::

সকল wmv ফাইল wallpaper হিসেবে দেওয়া যাবে ....... ভিডিওটির উপর রাইট ক্লিক করে  'সেট এস wallpaper ' হিসেবে সেট করুন
http://www.howtogeek.com/wp-content/uploads/2011/03/Set-as-desktop-background.png
যদি ভিডিও pause দিতে চান তবে ডেস্কটপ এ রাইট ক্লিক করে -

http://www.howtogeek.com/wp-content/uploads/2010/06/sshot321.png

দিন ৷
:::::::   dreamscene ভিডিও :::::::
আপনারা বিভিন্ন ভিডিও wmv কনভার্ট করেও দিতে পারবেন ,তবে ১০০ mb উপরে না হওয়াই ভালো ৷ভিডিও নামানোর সময় ভালো quality দেখে নামান কেননা কনভার্ট করার পরে নাহলে দেখতে খারাপ লাগবে ৷ কনভার্ট করার জন্য format factory বেস্ট(আমার অভিমত),এটি ফ্রীবরে-সার্চ দিলেই পাবেন৷ দীর্ঘক্ষণ অন্য কোনো কাজ করলে pause করে রাখুন এতে অপনার লেপটপ এর bettary সাশ্রয় হবে৷
আপনাদের জন্য কিছু dream scene ভিডিও দিলাম নিচের ভিডিও টি 720p এ download করে কনভার্ট করুন (my fvr8 )

আমার কাছে কিছু HD DREAM SCENE ভিডিও আছে। সাইজ একটু বড় 430MB। আপনাদের সারা পেলে আপলোড করে দিব ।

কেমন লাগলো জানাতে ভুললে চলবে না !! আমি আপনাদের মন্তব্যের জন্য অপেক্ষা করছি ..........................
ভালো থাকুন ।

Level 0

আমি নাহিদ রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 334 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শুনেছি সপ্ন যত বড় হয় তা তত তাড়াতাড়ি নাকি ভেঙ্গে যায় .....বোধহয় তাই !!তবুও আমি থেমে থাকি নি .....হোচট খেতে খেতে শিখেছি ,জীবন অনেক কঠিন ....এখানে আবেগের কোনো মুল্য নেই....এখনে প্রতিটা মানুষ তার নিজেকেই সবচেয়ে ভালোবাসে .....!! ............তাই আমি চেষ্টা করছি একটু ভিন্ন হতে ,আর এ জন্য কেউ বলে পাগল...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thnx 🙂

Level 0

apner collection gula den 🙂 r jeta disen seta nice 🙂

কয়েকদিন আগে দিতেন 🙁 উবুন্টুতে মাইগ্রেট কইরা ফালাইছি
টিউনের জন্য ধন্যবাদ

Level 0

অসংখ্য ধন্যবাদ । আমি আগেও এটা ব্যবহার করেছি । অনেক ভাল লাগে । আপনার দেয়া ভিডিও টা ইউটিউব থেকে ডাউনলোড করে কনভার্ট করলে , কোয়ালিটি খুব খারাপ হয়ে যায় । একটু কষ্ট করে WMV ফরম্যাট এ অন্য কোথাও আপলোড করলে উপকৃত হতাম ।

Level 0

HD DREAM SCENE ভিডিও লাগবে please

Level 0

jhakkas jinish disen bro :p congratzzz

Level 0

@Midhath : ভাই নামের শেষে কোন ফরম্যাট লেখা নেই ।

Level 0

@ Nahid RAyhan : ভাই কোন সফটওয়্যার দিয়ে কনভার্ট করছেন ? আমি Format Factory দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু ওখানে WEBM ফরম্যাট সাপোর্ট করে না । তাই কনভার্ট করতে পারি নি ।

Level 0

@ Nahid RAyhan : আপনি বুজতে পারেন নি । ইউটিউব এর যে লিঙ্ক টা দিছেন ওটা ইউটিউব থেকে ডাউনলোড করলে WEBM ফরম্যাট এ নামে, যেটা Format Factory সাপোর্ট করে না । ইউটিউব থেকে নামানো সব ভিডিও আমার এই ফরম্যাট এই নামে । মাঝে মাঝে Mp4 পাই কিন্তু বেশিরভাগ গুলোতে Mp4 থাকে না । আগে FLV ফরম্যাট এ নামত এখন এই ফরম্যাট না নামে ।

Level New

আমার কাজ হয় নাই রে ভাই :'(