কিভাবে Windows 8 এর জন্য USB বুটেবল করবো আসুন দেখি

টিউনের প্রথমেই টেকটিউন্স পরিবারকে জানাই আমার সালাম ও প্রান ঢালা শুভেচ্ছা। বছরের শেষে আমি আপনাদের নতুন একটা টিপস উপহার দিব। পেন ড্রাইভ এখন আমাদের কাছে নিত্য দিনের সঙ্গী। তাই আমি আপনাদের সাথে কিভাবে পেন ড্রাইভ দিয়ে মাইক্রোসফট এর নতুন ভার্সন windows 8 সেটআপ দিতে হয়  সেটা জানাবো । এই windows 8 আমরা সচরাচর ডিভিডি দিয়েও সেটআপ দিতে পারি। কিন্তু যাদের সিডি/ডিভিডি রোম নাই তারা কিভাবে দিবে। আমি ও আমার মামা এই ধরনের সমস্যার সম্মুখিন হয়ে ছিলাম। তাছাড়া আমাকে অনেক জন এই ধরনের সমস্যার কথা জানাইছিল । তাদের কথা চিন্তা করে আমি এই টিউনটি করার চিন্তা মাথায় নেই।

যাই হোক অনেক কথা বললাম এবার কাজের কথায় আসি।

পেন ড্রাইভ বুটেবল করতে হলে আমাদের ছোট্ট একটা সফটওয়ার এর দরকার হবে। এটির নাম Windows 7 USB DVD Download Tool. যদিও এখানে Windows 7 এর জন্য USB DVD লেখা আছে কিন্তু Windows 8 এর জন্য এটিও প্রযোজ্য।  আপনারা সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা এখান থেকে ডাউনলোড করতে পারেন

ডাউনলোড করে সেটআপ দিয়ে ডেক্সটপের শর্টকার্ট থেকে Windows 7 USB DVD Download Tool রান করাই। রান করাল নিজের মত একটা উনডো আসবে।

উপরের মত উনডো আসলে এবার নিচের মত Browse এ ক্লিক করি।

Browse ক্লিক করে আপনার যেখানে ISO ফাইলটা্ আছে সেটা দেখিয়ে দেই।

দেয়ার পর নিচের মত একটা উনডো আসলে সেখানে Next এ ক্লিক করি।

Next এ ক্লিক করলে আরেক টা উ্নডো আসবে। ( এখানে বলা ভাল যে এই সফটওয়ার দিয়ে ডিভিটি ও রাইট করা যাবে।) তাই আমরা এখানে দুইটা অপশন পাব।

তাই আমরা যেহেতু USB বুটেবল করবো তাই USB অপশন টা বেছে নিব। এ জন্য নিচের উনডো টা ফলো করবো।

এবার নিচের উনডোর মত আপনার USB টা সিলেক্ট করে দেব।

এর পর পরের উনডো মত Begin Copying এ ক্লিক করে কপি করা শুরু করে দিব।

এখন যখন আমাদের কিছুক্ষন অপেক্ষা করতে হবে। কারন এখন কপি হচ্ছে কপি হওয়া শুরু হলে নিচের মত দেখাবে।

যখন শেষ হবে তখন নিচের মত দেখাবে -----

উপরের উনডো আসলে আমাদের বুঝতে পারবো যে এখন আমাদের পেনড্রাইভ বা USB ড্রাইভ টা পুরাপুরি বুটেবল।

এখন আমরা অপারেটিং সিস্টেম টা সেটআপ দিব।

এতে বিশেষ কোন দিক নির্দেশনা নেই। সম্পূর্নই Windows 7 এর মতই শুধু  এখানে পাওয়ার্ড এবং ইউজার নেম টা অবশ্যই দিতে হবে। সম্পূর্ন প্রক্রিয়া শেষ হলে আমরা আমরা Windows 8 ব্যবহার করতে পারবো।

সকলের অবগতির জন্য বলছি টেকটিউনস এ যদিও আমি পুরাতন কিন্তু টিউন কোন টিউন করার অভিজ্ঞতা একটু কম আছে। তাই যদি টিউনের ভিতর কোন প্রকার ভুল ভ্রান্তি হয় তাহলে নিজ গুনে ক্ষমা দৃষ্টি দে দেখবেন। আর ভুল গুলো কমেন্টর এর মাধ্যমে ধরিয়ে দিবেন।

ধন্যবাদ

Level 2

আমি নাজমুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রজুক্তি সম্পর্কে জানতে চাই জানাতে চাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ কাজের টিউন

ধন্যবাদ আপনাদের কাজে লাগলে আমি ধন্য হব।

    @নাজমুল ইসলাম: ভাই, আমি windows 8 consumer preview iso ফাইলটি ডাউনলোড করেছি। USB কিভাব বুটেবল করব তাও বুজলাম। এখন সেটআপ কিভাবে দিব তা বুঝলাম না। আপনি লিখেছেন “এখন আমরা অপারেটিং সিস্টেম টা সেটআপ দিব” কিন্তু তা কিভাবে করব আরেকটু বিস্তারিত বললে উপকৃত হতাম।

:mrgreen: ধইন্যা :mrgreen:

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমার এটা কাজে লাগবে

Level 0

করে দেখি কাজ হলে দইন্ন্য দিমুনে! হা……হা………

thanxx a lot

Level 0

Bhai ,amar kache windows8 -er dvd ache ekhon kivabe iso file banabo ,please?

Level 0

valo ekta software pelam…tnx khan :p

Level 0

Thanks for your tune. (I’m writing from my cell phone. So I’m unable to write in Bangla). Please suggest how I can get virus free Win 7 iso file?
Regards

Level 0

ভাইয়া আমি ল্যাপটপে এক্সপি ব্যবহারকরি। আমি এ টা ইনস্টাল করতে পারচ্ছি না একটা ম্যাসেজ দেখাচ্ছে যথা:
This application requires the image Mastering API v2.
Please install the Image Mastering API then run this
installer again.

Level 0

ভাইয়া Iso ফাইল তো পাই না একটু সাহায্য করেন।

    @Prokash: আপনি ব্রাউস করে যেখানে আপনার ISO ফাইলটা রেখেছেন সেটা দেখিয়ে দিন তাহলেই হয়ে যাবে।

vhi xp\ 7 ar disc k usb bootabel banabo bolben plzzzzzz

mana Vhi ultra iso\magic iso software dia windows 8 dvd ta k iso file banan tarpor
নাজমুল ইসলাম vhi ar Windows 7 USB DVD Tool soft dia usb boot banan.

ভাই আপনার কাছে আমার কিছু চাউয়ার আছে…………………
আপনি আমাকে দিলে আমার অনেক উপকার হবে।……….
আপনার ইমেইল ঠিকানাটা দেন ……………………….

Level 0

win 7 or win xp soft gulo ki win 8 e run korbe?

    @Raihan: কিছু কিছু করবে এবং কিছু কিছু করবে না। তবে windows 7 এ যেগুলো কাজ করে সেগুলা কাজ করবে।

Level 0

খুবই ভালো ও কাজের টিউন আপনি শেয়ার করেছেন…. আমার কাজে লাগবে………..শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…