সরাসরি কথায় চলে আসি
ডিভি লটারী ফর্ম পূরণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছবি। ছবি যদি ঠিক না হয় তাহলে আবেদন গ্রহনযোগ্য হবে না সো বি কেয়ারফুল
ছবিটির ফাইলঃ (*.jpeg) Joint Photographic Experts Group (JPEG) হতে হবে।
ছবির ফাইল সাইজঃ ছবির ফাইল সাইজ হতে পারবে সবোর্চ্চ ২৪০ কিলোবাইটস (240 KB)
ছবির রেজ্যুলেশন এবং আকৃতিঃ দৈর্ঘ্য ৬০০ পিক্সেল (২ ইঞ্চি) আর প্রস্থ ৬০০ পিক্সেল। দৈর্ঘ্য এবং প্রস্থ সমান
হতে হবে।
ছবির কালার ডেপথঃ ২৪ বিট কালার ডেপথ হতে হবে।
ছবিটি এইভাবে তুলতে হবে
সঠিক ভাবে তোলা ছবি। ছবির ব্যাকগ্রাউন্ড হালকা কালারের হতে হবে
ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে এডিট বা সম্পাদনা করার জন্য এডবি ফটোশপ সফ্টওয়্যার ব্যবহার করতে পারেন।
নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
১. ফটোশপ চালু করুন
২. যেই ছবিটি এডিট করতে চান সেই ছবিটি এডিট করুন File>Open
৩. Crop tool (কী বোর্ড থেকে C চাপুন) সিলেক্ট করুন। ক্রপ টুলের Width এর পাশের বক্স এ
600 px এবং Height 600 px এবং Resolution 300 (নিচের চিত্রের মত)
ক্রপ টুল সিলেক্ট করে Width, Height & Resolution নির্ধারন করে দিন।
৪. Crop tool (কী বোর্ড থেকে C চাপুন) দিয়ে ছবির প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট করার জন্য মাউজ দিয়ে ড্রাগ করুন এবং কার্যকর করার জন্য কীবোর্ড থেকে এন্টার চাপুন।
৫. এখন ছবিটিকে save করার জন্য File>Save As এ ক্লিক করুন। তারপর File Name এ যে
কোন নাম এবং Format: JPEG সিলেক্ট করুন এবং Save এ ক্লিক করুন এবং Ok ক্লিক করুন।
৬. ছবি ঠিক হল কিনা Photo Validator এই লিঙ্ক এ গিয়ে চেক করতে পারেন
এবার ফর্ম ফিলাপ এর জন্য http://www.dvlottery.state.gov/application.aspx অথবা এই লিঙ্ক এ ক্লিক করুন। সরাসরি ফর্ম আসবে
১. পুরো নাম: নামের শেষাংশ/পারিবারিক নাম, প্রথম অংশ, মাঝের অংশ
২. জন্ম তারিখ: দিন, মাস, বছর
৩. লিঙ্গ: পুরুষ অথবা নারী
৪. জন্মস্থান: কোন শহরে জন্ম হয়েছে (সাধারণত জেলা যেমনঃ নরসিংদী)
৫. আবেদনকারী যে দেশে জন্ম গ্রহণ করেছে: আবেদনকারী যে দেশে জন্ম গ্রহণ করেছে সেই দেশের বর্তমানে প্রচলিত নাম উল্লেখ করতে হবে (বাংলাদেশ দিন)।
৬. যে যোগ্য ভৌগোলিক অঞ্চলের দেশের বাসিন্দা তার নামঃ (Country of Eligibility for the DV Program) Yes এ ক্লিক করুন বিশেষ দ্রষ্টব্যঃ (অধিকাংশ ক্ষেত্রে এর অর্থ হলো আবেদনকারী যে দেশে জন্ম গ্রহণ করেছেন।
৭. আবেদনকারীর ছবি: Browse এ ক্লিক করে কম্পিউটারের যেখানে ছবিটি রয়েছে তার লোকেশন নির্বাচন করুন
৮. পূর্ণ ঠিকানা: ঠিকানা, শহর, জেলা/দেশ/প্রদেশ/রাষ্ট্র, পোস্টাল কোড/জিপ কোড, দেশ
৯. যে দেশে এখন বসবাস করছেন তার নাম
১০. ফোন নম্বর: ঐচ্ছিক
১১. ই-মেইল অ্যাড্রেস: ঐচ্ছিক
১২. আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যা আপনি ইতিমধ্যে অর্জন করেছেন তা কোনটি? আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে নিম্নোক্ত কোন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনার জন্য প্রযোজ্য:
[“হাইস্কুলের বা সমমানের শিক্ষা” বলতে যুক্তরাষ্ট্রে প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে ১২ বছরের শিক্ষা সফলভাবে সমাপ্ত করা বা অন্য কোন দেশে যুক্তরাষ্ট্রের হাইস্কুল শিক্ষার সংগে তুলনীয় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করা বোঝায়।]
১. শুধুমাত্র প্রাইমারী শিক্ষা
২. উচ্চমাধ্যমিক শিক্ষা, কিন্তু ডিগ্রী নাই
৩. উচ্চমাধ্যমিক ডিগ্রী
৪. কারিগরী শিক্ষা
৫. বিশ্ববিদ্যালয়ের কিছু কোর্স করেছেন
৬. বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী
৭. স্নাতক পর্যায়ে কিছু কোর্সকরেছেন
৮. স্নাতকোত্তর ডিগ্রী
৯. ডক্টোরেট পর্যায়ে কিছু কোর্স করেছেন
১০. ডক্টোরেট ডিগ্রী
১৩. বৈবাহিক অবস্থা: বিবাহিত,অবিবাহিত, তালাকপ্রাপ্ত, বিধবা/বিপত্নিক, বৈধভাবে বিচেছদ
১৪. সন্তানের সংখ্যা:
১৫. স্বামী/স্ত্রী সংক্রানত তথ্য: নাম, জন্ম তারিখ, লিঙ্গ, জন্মের শহর, জন্মের দেশ, ছবি
১৬. সন্তান সংক্রানত তথ্য: নাম, জন্মের তারিখ, লিঙ্গ, জন্মের দেশ, জন্মের শহর, ছবি
[বিবাহিত অথবা সন্তান থাকিলে তাদের ফর্ম পূরণ করতে হবে]
সবকিছু ঠিকঠাক থাকলে Continue Button এ ক্লিক করুন।
তারপরের গুলো নিচের নির্দেশনা অনুযায়ী করুন, ও হ্যা পেইজটি সেইভ অথবা প্রিন্ট করে রাখতে ভুলবেন না। কারন ডিভি পেলে এটি কাজে লাগবে
আশা করছি বুঝতে পেরেছেন।
কোন ভূল থাকলে মন্তব্য করলে খুশি হব আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
যদি কোন সাহায্যের দরকার থাকে মেইল করতে পারেন আমাকে [email protected] সহযোগিতা করার চেষ্টা করব
মোঃ মাহাবুবুর রহমান মাছুম
http://www.masumitcenter.co.cc
আমি মোঃ মাহাবুবুর রহমান মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়েবের দুনিয়ায় বিচরণ করতে ভালোবাসি [email protected] www.itnews24.blogspot.com
Thanks….. Thanks
Thanks…….Thanks
Thanks………Thanks……….