যেভাবে ডিভি লটারী ২০১১ ফর্ম পূরণ করবেন

সরাসরি কথায় চলে আসি

ডিভি-২০০৯ কর্মসূচীতে আবেদনপত্র পাঠানোর পদ্ধতি

আবেদনপত্র প্রেরণের শর্তসমূহ

  • যে দেশের বাসিন্দা আবেদন করার যোগ্যঃ অধিকাংশ ক্ষেত্রে এর অর্থ হলো আবেদনকারী যে দেশে জন্ম গ্রহণ করেছেন।
  • আবেদনকারীকে অবশ্যই ডিভি প্রোগ্রামের শিক্ষাগত বা পেশাগত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে
    শিক্ষাগত অথবা পেশাগত যোগ্যতাঃ একজন আবেদনকারীর অবশ্যই প্রাথমিক ও উচচ মাধ্যমিক স্ত-রের অথবা এর সমমানের শিক্ষা অর্থাৎ ১২ বছরের শিক্ষাক্রম সাফল্যের সংগে সমাপ্ত করতে হবে।  অথবা তার বিগত পাঁচ বছরে এমন কোন কাজে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যাতে দুই বছরের প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতার দরকার হয়।

ডিভি লটারী ফর্ম পূরণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছবি। ছবি যদি ঠিক না হয় তাহলে আবেদন গ্রহনযোগ্য হবে না সো বি কেয়ারফুল

  • মাথার অবস্হান
    • আবেদনকারী, তার স্বামী/ স্ত্রী, বা সন্তানকে ক্যামেরার দিকে সরাসরি মুখ করে ছবি তুলতে হবে।
    • ছবি তোলার সময় মাথা উপরের দিকে তুলে বা নীচের দিকে নামিয়ে বা ডানে-বামে কাত করা চলবে না।
    • মাথা ছবির ৫০ শতাংশ এলাকা জুড়ে থাকতে হবে।
  • পটভূমি
    • সাদা বা হালকা রঙের পটভুমিতে ছবি তুলতে হবে।
    • কালো অথবা খুব গাঢ়, বা কোন নকশা করা বা জাঁকাল পটভূমিতে তোলা ছবি গ্রহণযোগ্য হবে না।
  • ফোকাস
    • ছবিতে ব্যক্তির মুখ ফোকাসের মধ্যে তাকতে হবে, না থাকলে তা গ্রহণযোগ্য হবে না।
  • সাজসজ্জার উপকরণ
    • গাঢ় রঙের চশমা পরে বা চেহারার মধ্যে অন্য কিছুতে মনোযোগ আকৃষ্ট করে এমন কোন কিছু পরে তোলা ছবি গ্রহণযোগ্য হবে না।
  • মস্তকাবরণী এবং টুপি
    • ধর্মীয় বিশ্বাসের কারণে মাথা ঢাকা বা হ্যাট পরা ছবি গ্রহণযোগ্য; কিন্তু তা কোনক্রমেই আবেদনকারীর মুখমন্ডলের কোন অংশকে আড়াল করলে চলবে না।  উপজাতীয় বা ধর্মীয় নয় এমন কোন মস্তকাবরণীসহ ছবি গ্রহণযোগ্য নয়।  সামরিক বাহিনী, বিমান কোম্পানি বা অন্য কোন প্রকারের হ্যাট পরা ছবি গ্রহণ করা হবে না।
  • ছবি তুলতে পারেন ডিজিটাল ক্যামেরা দিয়ে
  • অথবা আগের তোলা ছবি স্ক্যানার দিয়ে স্ক্যান করে

ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুললে ছবির আকৃতি হবে নিম্নরূপঃ

ছবিটির ফাইলঃ (*.jpeg) Joint Photographic Experts Group (JPEG) হতে হবে।

ছবির ফাইল সাইজঃ ছবির ফাইল সাইজ হতে পারবে সবোর্চ্চ ২৪০ কিলোবাইটস (240 KB)

ছবির রেজ্যুলেশন এবং আকৃতিঃ দৈর্ঘ্য ৬০০ পিক্সেল (২ ইঞ্চি) আর প্রস্থ ৬০০ পিক্সেল। দৈর্ঘ্য এবং প্রস্থ সমান

হতে হবে।

ছবির কালার ডেপথঃ ২৪ বিট কালার ডেপথ হতে হবে।

ছবি তুলতে হবে এরকম এবং ব্যাকগ্রাউন্ড হালকা কালারের দিতে হবেছবিটি এইভাবে তুলতে হবে

সঠিক ভাবে তোলা ছবি

সঠিক ভাবে তোলা ছবি। ছবির ব্যাকগ্রাউন্ড হালকা কালারের হতে হবে

ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুলে এডিট করবেন যেভাবেঃ

ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে এডিট বা সম্পাদনা করার জন্য এডবি ফটোশপ সফ্টওয়্যার ব্যবহার করতে পারেন।

নিচের ধাপগুলো অনুসরন করুনঃ

১. ফটোশপ চালু করুন

২. যেই ছবিটি এডিট করতে চান সেই ছবিটি এডিট করুন File>Open

৩. Crop tool (কী বোর্ড থেকে C চাপুন) সিলেক্ট করুন। ক্রপ টুলের Width এর পাশের বক্স এ

600 px এবং Height 600 px এবং Resolution 300  (নিচের চিত্রের মত)

ক্রপ টুল সিলেক্ট করে Width, Height & Resolution নির্ধারন করে নিনক্রপ টুল সিলেক্ট করে Width, Height & Resolution নির্ধারন করে দিন।

৪. Crop tool (কী বোর্ড থেকে C চাপুন) দিয়ে ছবির প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট করার জন্য মাউজ দিয়ে ড্রাগ করুন এবং কার্যকর করার জন্য কীবোর্ড থেকে এন্টার চাপুন।

৫. এখন ছবিটিকে save করার জন্য File>Save As এ ক্লিক করুন। তারপর File Name এ যে

কোন নাম এবং Format: JPEG সিলেক্ট করুন এবং Save এ ক্লিক করুন এবং Ok ক্লিক করুন।

৬. ছবি ঠিক হল কিনা Photo Validator এই লিঙ্ক এ গিয়ে চেক করতে পারেন

এবার ফর্ম ফিলাপ এর জন্য http://www.dvlottery.state.gov/application.aspx অথবা  এই লিঙ্ক এ ক্লিক করুন। সরাসরি ফর্ম আসবে

খুব ধীরে স্থিরে ফর্ম টাইপ করুনঃ

১.  পুরো নাম: নামের শেষাংশ/পারিবারিক নাম, প্রথম অংশ, মাঝের অংশ

২.  জন্ম তারিখ: দিন, মাস, বছর

৩.  লিঙ্গ: পুরুষ অথবা নারী

৪.  জন্মস্থান: কোন শহরে জন্ম হয়েছে  (সাধারণত জেলা যেমনঃ নরসিংদী)

৫.  আবেদনকারী যে দেশে জন্ম গ্রহণ করেছে: আবেদনকারী যে দেশে জন্ম গ্রহণ করেছে সেই দেশের বর্তমানে প্রচলিত   নাম উল্লেখ করতে হবে (বাংলাদেশ দিন)।

৬.  যে যোগ্য ভৌগোলিক অঞ্চলের দেশের বাসিন্দা তার নামঃ (Country of Eligibility for the DV Program) Yes ক্লিক করুন বিশেষ দ্রষ্টব্যঃ (অধিকাংশ ক্ষেত্রে এর অর্থ হলো আবেদনকারী যে দেশে জন্ম গ্রহণ করেছেন

৭.  আবেদনকারীর ছবি: Browse এ ক্লিক করে কম্পিউটারের যেখানে ছবিটি রয়েছে তার লোকেশন নির্বাচন করুন

৮.  পূর্ণ ঠিকানা: ঠিকানা, শহর, জেলা/দেশ/প্রদেশ/রাষ্ট্র, পোস্টাল কোড/জিপ কোড, দেশ

৯.  যে দেশে এখন বসবাস করছেন তার নাম

১০.  ফোন নম্বর: ঐচ্ছিক

১১.    ই-মেইল অ্যাড্রেস: ঐচ্ছিক

১২.  আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যা আপনি ইতিমধ্যে অর্জন করেছেন তা কোনটি? আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে নিম্নোক্ত কোন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনার জন্য প্রযোজ্য:

[হাইস্কুলের বা সমমানের শিক্ষাবলতে যুক্তরাষ্ট্রে প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে ১২ বছরের শিক্ষা সফলভাবে সমাপ্ত করা বা অন্য কোন দেশে যুক্তরাষ্ট্রের হাইস্কুল শিক্ষার সংগে তুলনীয় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের  আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করা বোঝায়]

১. শুধুমাত্র প্রাইমারী শিক্ষা

২. উচ্চমাধ্যমিক শিক্ষা, কিন্তু ডিগ্রী নাই

৩. উচ্চমাধ্যমিক ডিগ্রী

৪. কারিগরী শিক্ষা

৫. বিশ্ববিদ্যালয়ের কিছু কোর্স করেছেন

৬. বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী

৭. স্নাতক পর্যায়ে কিছু কোর্সকরেছেন

৮. স্নাতকোত্তর ডিগ্রী

৯. ডক্টোরেট পর্যায়ে কিছু কোর্স করেছেন

১০. ডক্টোরেট ডিগ্রী

১৩.  বৈবাহিক অবস্থা: বিবাহিত,অবিবাহিত, তালাকপ্রাপ্ত, বিধবা/বিপত্নিক, বৈধভাবে বিচেছদ

১৪.    সন্তানের সংখ্যা:

১৫.  স্বামী/স্ত্রী সংক্রানত তথ্য: নাম, জন্ম তারিখ, লিঙ্গ, জন্মের শহর, জন্মের দেশ, ছবি

১৬.  সন্তান সংক্রানত তথ্য: নাম, জন্মের তারিখ, লিঙ্গ, জন্মের দেশ, জন্মের শহর, ছবি

[বিবাহিত অথবা সন্তান থাকিলে তাদের ফর্ম পূরণ করতে হবে]

সবকিছু ঠিকঠাক থাকলে Continue Button এ ক্লিক করুন।

তারপরের গুলো নিচের নির্দেশনা অনুযায়ী করুন, ও হ্যা পেইজটি সেইভ অথবা প্রিন্ট করে রাখতে ভুলবেন না। কারন ডিভি পেলে এটি কাজে লাগবে

আশা করছি বুঝতে পেরেছেন।

কোন ভূল থাকলে মন্তব্য করলে খুশি হব আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

যদি কোন সাহায্যের দরকার থাকে মেইল করতে পারেন আমাকে [email protected] সহযোগিতা করার চেষ্টা করব

মোঃ মাহাবুবুর রহমান মাছুম
http://www.masumitcenter.co.cc

Level 0

আমি মোঃ মাহাবুবুর রহমান মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ওয়েবের দুনিয়ায় বিচরণ করতে ভালোবাসি [email protected] www.itnews24.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks….. Thanks
Thanks…….Thanks
Thanks………Thanks……….

ধন্যবাদ মাছুম ভাই।

মন্তব্য দেখে ভাল লাগছে কারন টিউটোরিয়ালটি লিখতে আমার সারাটি রাত্র ব্যয় করতে হয়েছে তবে ইচ্ছে থাকা সত্ত্বেও ছবি সম্পাদনা করার প্রক্রিয়া বিস্তারিত লিখতে পারি নাই।

YES, THIS IS GOOD.

ভাই ,
আমি গুগলে কিভাবে কাজ করা যায় এডসেন্স এর মাধ্যমে এ ব্যপারে জানা দরকার । কেউ সাহাজ্য করেলে খুশি হবো। আর ডোমেন নেওয়া থেকে শুরি করে
বিয়য় গুলো জানতে চাই। শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ এর চেষ্টা করছি। তার সের নামবার টা দরকার ।

Level New

হুম… কাজে আসবে ধন্যবাদ।

Level 0

দারুন কাজে লাগবে। Thanks

Level 0

যারা স্নাতক (পাস কোস) সম্পন্ন তাদের শিক্ষাগত যোগ্যতা কি দিতে হবে। দয়া করে জানাবেন।

কাজে লাগবে।ধন্যবাদ।

Level 0

ami jokhon chobi chek korte jai tokhon barbar can not page display dekhai karon ki hote pare bolben keu ?

ভাল একটি লেখা ধন্যবাদ ……… খুব উপকার হইল।

Level 0

MANY MANY THANKSssssssssssssssss

Level 0

আপনা গো সাহায্য ছাড়া কেমনে যাই আমরিকা…..
ডিবি ফরমে এত ডিগ্রীর মাইযে আমার টা কোনটা….জী আমি কলেজ পাস

Primary school only University Degree
High School,
no degree Some Graduate Level Courses
High School degree Master’s Degree
Vocational School Some Doctorate Level Courses
Some University Courses Doctorate Degree

Level 0

আগে উওর দিলে আগে আমরিকা লইয়া যামু…হি হি হি

ডিভি লটারী ফর্ম পূরণ এর ক্ষেত্রে যারা এইচ.এস.সি পাশ করেছেন তাদের ক্ষেত্রে হবে, হাইস্কুল নো ডিগ্রী। @রেজা ভাই, আপনার ক্ষেত্রেও তাই হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ

Level 0

মাহাবুবুর ভাই HHC পাশ থাকলে কোনটি দিতে হবে উচ্চমাধ্যমিক শিক্ষা, কিন্তু ডিগ্রী নাই

নাকি উচ্চমাধ্যমিক ডিগ্রী? দয়া করে একটু বলবেন।

Level 0

মাহবুবুব ভাই HHC পাশ থালে কোনটি দিতে হবে ২. উচ্চমাধ্যমিক শিক্ষা, কিন্তু ডিগ্রী নাই

নাকি ৩. উচ্চমাধ্যমিক ডিগ্রী। দয়া করে বলবেন।

মোবাইল ক্যাম দিয়ে ছবি তুললে কী হতে পারে ? নকিয়া দিয়ে ……

ধন্যবাদ

৬. যে যোগ্য ভৌগোলিক অঞ্চলের দেশের বাসিন্দা তার নামঃ (Country of Eligibility for the DV Program) Yes এ ক্লিক করুন বিশেষ দ্রষ্টব্যঃ (অধিকাংশ ক্ষেত্রে এর অর্থ হলো আবেদনকারী যে দেশে জন্ম গ্রহণ করেছেন।
মাহাবুবুর রহমান ভাই,

৬ নং কলাম টা আপনার নিয়মে পূরন করলে সার্পোট করে না।

আমি Yes এ ক্লিক করে বাংলাদেশ দিয়েছি কিন্তু এভাবে সার্পোট করে না। তবে No দিয়ে Bangladesh দিলে সার্পোট করে। তাতে কি ভূল হবে। একটু পরামর্শ দেন।

mobile tola pic dia hobe ki?
Edit kivabe korbo?

thanks . onek valo akta tune

মোঃ মাহাবুবুর রহমান মাছুম ভাই লিংক কাজ করছে না তারাতারি বলেন কি করবো … যদি বলেন তাহলে আমার বড় একটা উপকার হবে।প্লিজ একটু তারাতারি জানান।

এই লিঙ্ক ব্যবহার করুন আশাকরি কাজ করবে।
ছবি চেক করার জন্যঃ https://www.dvlottery.state.gov/photo.aspx
মূল এন্ট্রি ফর্মঃ https://www.dvlottery.state.gov/application.aspx

কাজ না করলে জানালে খুশি হব
[email protected]