ফেইসবুক ফ্যন পেজ ডিজাইন টিউটরিয়ালের গত পর্বে আমরা শিখেছি যে কিভাবে বন্ধুদের invite করা যায়। আজ আমরা জানবো কিভাবে ফ্যন পেজে নতুন ভিজিটরকে সুন্দরভাবে Welcome জানানো যায় এতে করে সে এই পেজে নিয়মিত হবে। আশা করি সবাই বুঝতে পারছেন ।
আজ আমি এই পেজটা বানাতে সাহায্য করবো ।প্রথমে আপনি এই লিঙ্কে ক্লিক করেন।
উপরের ছবি অনুযায়ী ক্লিক করুন । আপনি এইকাজ করার আগে ফেইসবুক লগিন করে নিন। এখন একটি ছোট উইন্ডো আসবে সেখানে আপনি allow তে ক্লিক করুন একটি উইন্ডো এসে আপনাজে জিগাস করবে কোন পেজের জন্য তৈরি করতে চান। এবার আপনি ইচ্ছা মত পেজ সিলেক্ট করুন ।
আর যদি allow নামে নতুন উইন্ডো না আসে তাইলে উপরের ছবি অনুযায়ী ক্লিক করুন।
তারপর এইরকম একটা পেজ আসবে , আপনার পছন্দ অনুযায়ী পেজ সিলেক্ট করুন
উপরের ছবি অনুযায়ী themes পছন্দ করুন।
লেআউট পছন্দ করুন ।
কালার ঠিক করে next setup বাটনে চাপুন
১। উপরের ছবিতে লাল ১ নম্বর যেখানে দেওয়া সেখানে ক্লিক করুন।
২।Banner Title এ আপনার পছন্দ অনুযায়ী লিখুন।
৩।Banner Description এখানে বিস্তারিত লিখুন।
৪। ছবি অনুযায়ী আপনার মত করে লিখুন।
ঠিক আগের মত ছবিতে 4.5.6.7 দাগ দেওয়া গুলো কাজ সম্পাদন করুন।
ছবির মত ক্লিক করুন।.
উপরের ছবি অনুযায়ী কাজ সম্পাদন করুন।
বি.দ্র. ৪ নং অপশনে তাদের পেজটি লাইক না করলে পাবলিশ বাটন কাজ করবে না।
আমি শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 184 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমাকে ফেসবুকে পেতে http://www.facebook.com/shuvobd1020
valo 1st link ta koi