আপনার কম্পিউটারে সরাসরি Youtube এর ভিডিও দেখুন মাত্র ২০-২৫ কেবি স্পীডে কোন সমস্যা ছারাই।

আসসালামু আলাইকুম। সকলকে আমার আন্তরিক সালাম এবং ধন্যবাদ জানিয়ে আজকে একটি মজার এবং অনেক জরুরি একটি পোস্ট শেয়ার করলাম। আশা করি ভাল লাগবে।
Youtube থেকে ভিডিও দেখার শখ কার নাই বলেন? কিন্ত সমস্যা একটাই নেট স্পীড কম থাকার কারনে আমাদের এই শখ সপ্নেই থেকে যায়। ঠিক মত Video Streming হয় না নেট স্পীড কম থাকার কারনে। এই কম নেট স্পীডে যদি কোন সমস্যা ছাড়া ভিডিও দেখতে পারেন তাহলে কেমন হবে বলেন তো? হাঁ এই কাজ টি সম্ভব!
আসুন দেখে নেই কিভাবে ইউটিউব থেকে ২০-২৫ কেবি স্পীডে কোন সমস্যা ছারাই সরাসরি ভিডিও দেখা যায় দেখে নেই। নিচে আপনাদের সুবিধার জন্য পুরো বিষয়টি চিত্রসহ তুলে ধরা হল।

প্রথমে আপনার যা দরকার হবেঃ

 

 Net Connection ( Speed 15-25 এর মধ্যে হলেই চলবে )
 Vlc Media Player অথবা Real Player

***নিচে Vlc Player দিয়ে প্রক্রিয়াটি দেখানো হলঃ

 

 আসুন প্রক্রিয়াটি বিস্তারিত দেখে নেইঃ

১. প্রথমে এইখান থেকে Vlc Media player ডাউনলোড করে নিন,  অথবা ডাউনলোড করুন

Real Player Superpass Fully Pre-Activated

http://www.mediafire.com/?lw5nq2mfu2o ( যাদের নেই শুধু তাদের জন্য ) ।

২. এখন আপনার ব্রাউজার দিয়ে m.youtube.com এই ঠিকানায় প্রবেশ করুন।

৩. এখন আপনার পছন্দ অনুযায়ি যেকোনো ভিডিও Search দিন ( নিচের চিত্রের মত )।

৪. এখন আপনি যেই ভিডিওটা Play করতে চান তার উপর মাউসের Cursor রাখুন ( নিচের চিত্রের মত )।

 ৫. এখন উপরের চিত্রের মার্ক করা যায়গায় মাউস এর রাইট বাটন ক্লিক করে Copy Link Location এ ক্লিক করুন ( নিচের চিত্রের মত )।

 

 ৬. এখন আপনার Vlc Media Player ওপেন করুন ।

৭. এখন আপনার Vlc Media Player এর উপর মাউস এর কার্সর রেখে Keyboard থেকে Ctrl+V চাপুন। তাহলে নিচের চিত্রের মত একটি Dialog Box আসবে ।

৮. এখন Dialog Box এ Enter URL here.... এইখানে মাউসের কার্সর রেখে আবার Ctrl+V চেপে Play বাটনে ক্লিক করুন । তাহলে দেখবেন নিচের চিত্রের মত ভিডিও চলতেছে কোন সমস্যা ছারাই।

**** উপরের ৭ এবং ৮ নম্বর কাজটি আপনি Manually ও করতে পারেন। এজন্য Vlc player open করে প্লেয়ার এর মেনুবার থেকে প্রথমে Media তারপর Advance Open File তারপর Network এ ক্লিক করে আপনার কপি করা ইউটিউব এর ভিডিও Url টি Past করে Play বাটনে ক্লিক করুন।
আজ এই পর্যন্তই আশা করি ভাল লেগেছে। ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন।

Real Player দিয়ে করার নিয়মঃ

যারা Vlc দিয়ে পারছেন না তারা ,  একটা কাজ করেন

প্রথমে m.youtube.com থেকে Video link টি কপি করে Real Player Open করে প্রথমে Ctrl+ O চাপুন এবং একটি Dialog Box আসলে সেখানে Ctrl+V চেপে Link টি Past করুন।

ভিডিও লিঙ্কটির ফরম্যাট হবে নিচে প্রদত্ত লিঙ্কের মতঃ

rtsp://v4.cache4.c.youtube.com/CjgLENy73wIaLwl8qRok__6ZYhMYESARFEIJbXYtZ29vZ2xlSARSB3Jlc3VsdHNgp9uQrMPsq-xODA==/0/0/0/video.3gp

অর্থাৎ লিঙ্কের প্রথমে দেখেন rtsp দেওয়া আছে।

পূর্বে আমার পারসোনাল ব্লগে প্রকাশিত

সময় থাকলে ঘুরে আসতে পারেন যদি মন চায়।

এইখানে ক্লিক করুন

Level 2

আমি সাজেদুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 191 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ha ha…notun kore janlam,,,,….thanks

বিদ্রোহী ভাই এমন একটি ট্রিক্স শেয়ার করার জন্য ধন্যবাদ ।

Level 0

vai thnx fr the share…kintu amr browser e download 50kbps uthleo etate hoy na kno…buffering kre….any idea

আমার নেট স্পীড ১৫.২০mbps এটা করলাম কিন্তু বাফারিং করে, ইউটিউব থেকে দেখলে বাফারিং করে না।

    Level 2

    @অর্জন: আপনে এত নেট স্পীড কিভাবে অর্জন করলেন?

    @অর্জন: ভাইয়া আপনে কোন গ্রহে থাকেন। বাংলাদেশে ১৫.২০mbps স্পীড !!!!!! হাসাইলেন।

    @অর্জন: তাহলে তো আপনার এই ট্রিকস দরকার নাই। যেহেতু আপনি Youtube থেকে ভালভাবে দেখতে পারেন।

    Level 0

    @অর্জন: কি ভাই এতো চাপা মারা কোন ইস্কুলে পরসসেন

    @অর্জন: উনি হয়তো দেশের বাইরে থাকেন।

    @অর্জন: আমার মনে হচ্ছে, উনি kbps আর mbps এর মদ্ধে প্যাচ লাগাইছেন ….

Bidrohi vai xotil kop marlen…hehehe

Apner jodi speed 15 mbps e hoy…tyle ei trick follow korlen kn…mia chapa maren..bt ek2 komaia mairen

Level 0

অর্জন vai buje shune chapa maren

আমার VLC তে চলে না ………… নিচের লেখাটা দেখায় (সব লিংক এ)………কি করব?
Error
VLC can’t recognize the input’s format:
The format of ‘http://www.youtube.com/v/mDRThYcIiRk’ cannot be detected. Have a look at the log for details.

Level 0

video quality komaya 240p theka niche namaya de ar vlc oita stretch koira zoom koira dekhay boila video chorom kharap dekhay

ar theke amar symphony ft10 a vhalo cole

Level 0

chomotkar tune, ekta notun jinish shikhlam, apnake dhonnobad bro

Level 0

ভাই আপনার vlc টাই নামালাম , ভিডিও কই? কোনো কথাও তো কয় না !

যারা Vlc দিয়ে পারছেন না তারা । একটা কাজ করেন m.youtube.com থেকে Video link tটি কপি করে Real Player Open করে Ctrl+ V চাপুন। কাজ হবে।
লিঙ্ক হবে এইরকম rtsp://v4.cache4.c.youtube.com/CjgLENy73wIaLwl8qRok__6ZYhMYESARFEIJbXYtZ29vZ2xlSARSB3Jlc3VsdHNg1cH00KOipexODA==/0/0/0/video.3gp

বিদ্রোহী, নিপু, oyon33 আমি সৌদি তে থাকি আমার নেট স্পীড ২০mbps, যারা সৌদিতে থাকে ইন্টারনেট চালায় তাঁদের stc xband jood এই নাম টা জিজ্ঞাস করবেন আসা করি আপনাদের জানা হয়ে যাবে ।

via amr ti kaj kortache na

Level 0

ata resolution kome jai

Real Player Open kore m.youtube.com theke apnar পছন্দের ভিডিও এর লিঙ্ক copy করে Real Player এর উপর কারসর রেখে Ctrl+V চাপুন। দেখুন Play হচ্ছে। অবসই মনে রাখবেন Video link ( m.youtube.com) theke copy korte hobe উপরের নিয়মে। লিঙ্ক ফরম্যাট হবে আইরকমঃ rtsp://v4.cache4.c.youtube.com/CjgLENy73wIaLwl8qRok__6ZYhMYESARFEIJbXYtZ29vZ2xlSARSB3Jlc3VsdHNg1cH00KOipexODA==/0/0/0/video.3gp

Level 0

vai fu,fa kono sound e to kore na…..pic to dure thak…..vlc and real player 2ta tei try korsi…kono kaj e hoe na….

    @Probal174:
    আপনি মনে হয় ঠিক ভাবে করতে পারেননি। আপনাকে অবশ্যই m.youtube.com থেকে লিঙ্ক past করতে হবে।
    http://www.youtube.com থেকে করলে হবে না।

Level 0

thnxxx via …itz working 😀

Level 3

Salute roilo ……..choromz posting

gooood

Level 0

দারুন পোস্ট ,ধন্যবাদ

টিক্সটি অবশ্যই অনেক সুন্দর তবে আমি আরো একটু যোগ করতে চাই , ……….

এক্ষেত্রে লেটেস্ট ফ্লাস (এডোবি লেটেস্ট ভার্সন) ও http://www.apple.com/quicktime/download/

সফটি ইনিস্টল থাকলে আরো ভালো পারফোমেন্স পাওযা সম্ভব! অসংখ্য ধন্যবাদ টিউনার ভাইকে।।

Level 0

ধন্যবাদ ট্রিক্স টী শেয়ার করার জন্য।

Level 0

টিউন মোতাবেক কাজ করলাম।সবই ঠিকঠাক ভাবে হল কিন্তু ভিএলসি তে ছবি আসতেছে না শুধু অডিও শোনা যাচ্ছে।কি করি এখন?

Level 0

এখন দেখা যাচ্ছে ঠিকঠাক।

Level 0

Nice n Tnx

দারুণ জিনিস ব্রাদার

Level 0

m.youtube a dhuklew pc ase. kivabe m.yt.com dhukbo? pls help