আসসালামু আলাইকুম। আশাকরি ভালো আছেন। আমার আজকের নতুন টিউনে আপনাদের সকলকে স্বাগতম। আজকের টিউনে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। আজকে টিউনে আমরা পিসি এবং ল্যাপটপ বিষয়ে বেসিক কিছু বিষয় সম্পর্কে ধারণা নিব এবং আলোচনা করব। আজকের ট্রেনে আমরা মূলত যে বিষয়টি সম্পর্কে জানতে চলেছি তা হচ্ছে আপনি যদি ল্যাপটপ অথবা পিসি কিনতে চান তাহলে কোনটি আপনার জন্য পারফেক্ট হবে! তাহলে চলুন শুরু করা যাক।
আমার আজকের টিউন এর এই স্টেপটি যদি আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভালোভাবে পড়েন তাহলে আপনি যে উদ্দেশ্য হরণের জন্য ল্যাপটপ অথবা পিসি কিনতে চাচ্ছেন, সেই উদ্দেশ্যে কোনটি কেনা উচিত সেটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন।
আপনি যদি সিলেক্ট করতে চান যে আপনি ল্যাপটপ কিনবেন নাকি ডেক্সটপ কিনবেন তাহলে প্রথমে আপনাকে আপনার উদ্দেশ্য খুঁজে বের করতে হবে যে আপনি কোন উদ্দেশ্যে এই ডিভাইসটি ক্রয় করবেন। এখন ল্যাপটপের যে ধরনের হাই কনফিগারেশন দিচ্ছে তাতে ল্যাপটপ এবং কম্পিউটার এর বিষয়টা প্রায় একই হতে চলেছে। এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন যে আপনি কোনটা নিবেন ল্যাপটপ নাকি ডেস্কটপ।
ধরুন আপনি এমন কোন ধরনের কাজ করেন যাতে করে আপনাকে নিয়মিত এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হয় এবং এক্ষেত্রে আপনার ডিভাইসটি অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে। এছাড়াও আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, এক্ষেত্রে আপনার বাড়িতেও যেমন ডিভাইসটি ব্যবহার করার প্রয়োজন পড়বে তেমনি যে কোন ধরনের ক্লাস প্রেজেন্টেশন থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য এই ডিভাইসটি আপনার বাহিরেও নিয়ে যাওয়ার প্রয়োজন পড়তে পারে। মূলত এই দুটি ক্ষেত্রে আপনারা ল্যাপটপ ক্রয় করতে পারেন।
ল্যাপটপ কেনার কারণ হিসেবে আপনি আরো একটি কারণ দেখাতে পারেন, হতে পারে আপনার বাড়িতে ডেস্কটপ রাখার জায়গা নেই। অথবা নিরাপত্তা সমস্যা হতে পারে, যেমন আপনার বাড়িতে অনেক লোকজন আছে এবং কিছু ছোট বাচ্চা আছে যারা আপনার ডিভাইসের কোন অংশের ক্ষতি করে ফেলতে পারে বা কোন ফাইল ডিলিট করে ফেলতে পারে, এ ধরনের সমস্যা থাকলেও আপনি একটি ল্যাপটপ ক্রয় করার জন্য পছন্দ করতে পারেন।
এরপর, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডেক্সটপ কারা ট্রাই করবেন। এক্ষেত্রে আপনি যদি কোন ধরনের ভারী কাজ করে থাকেন যেমন: ভিডিও এডিটিং, গেমিং, ওয়েব ডিজাইনিং, থ্রিডি গ্রাফিক্স, ভারী গ্রাফিক্সের কাজ, কোডিং ইত্যাদি বা এই ধরনের কোন ভারী কাজ। তাহলে আপনার জন্য ডেক্সটপ হতে পারে একটি পারফেক্ট অপশন। এছাড়াও, আপনি যদি সেম কনফিগারেশন এবং সেম প্রাইস এর একটা ল্যাপটপ এবং একটা ডেস্কটপ এর মধ্যে তুলনা করেন তাহলে সেই ল্যাপটপের তুলনায় ডেক্সটপটি হবে মূলত দ্বিগুণ ক্ষমতাশালী। এক্ষেত্রে ছোটখাটো কোন সমস্যা যদি আপনি যে কোন ভাবে ম্যানেজ করতে পারেন তাহলে আপনার জন্য নিঃসন্দেহে ডেক্সটপ একটি পারফেক্ট অপশন।
মনে করুন, আপনি Core i7 12th gen এর প্রসেসর দিয়ে একটি ডেক্সটপ বিল্ড করলেন এবং একই প্রসেসর এর একটি ল্যাপটপ ক্রয় করলেন। এখন আপনি যদি এই ডেক্সটপ এবং ল্যাপটপ একেবারে সেম কনফিগারেশন এর ক্রয় করেন তবুও ডেস্কটপ এবং ল্যাপটপ এর মূল্যের পার্থক্য হবে কমপক্ষে 20 থেকে 30 হাজার টাকা। এক্ষেত্রে ল্যাপটপের দাম ২০ থেকে ৩০ হাজার টাকা বেশি হবে। তাই আপনি যদি মূল্যের হিসাব করে ডেস্কটপ অথবা ল্যাপটপ নিতে চান নিঃসন্দেহে আপনাকে ডেক্সটপ নিতে হবে।
সর্বশেষে বলা যায় যে, আপনার বাড়িতে যদি পরিমিত পরিমাণে জায়গা থাকে একটি ডেস্কটপ রাখার মত, যদি সকল ধরনের নিরাপত্তা থাকে, এবং আপনি যদি ভারী কাজ করতে চান তাহলে কোন ধরনের চিন্তাভাবনা ছাড়াই আপনাকে একটি ডেস্কটপ নিয়ে নিতে হবে।
আমার আজকের টিউনটি এই পর্যন্তই ছিল। আশাকরি আমার আজকের এই টিউন আপনাদের ভালো লাগবে এবং আজকের এই টিউন থেকে আপনারা নতুন কিছু জানতে এবং শিখতে পারবেন। আমার এই টিউন যদি আপনাদের ভালো লাগে এবং যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।
আমি সাদিক মাহমুদ। নবম শ্রেণী, নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়, নওগাঁ, নওগাঁ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 মাস 2 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
Whether you're a tech wiz or just starting out, I'm here to help you navigate the exciting world of technology. Feel free to ask me anything - no question is too basic! Let's explore the coolest tech together!
টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের জন্য সকল টিউন টিউটোরিয়াল ভিত্তিক হতে হয়।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের জন্য
শুধু মাত্র অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল ভিত্তিক টিউন সাবমিট করুন
এমন Cutting-edge টিউন টপিক নিয়ে Study করুন, এমন টিউন টপিক নিয়ে রিসার্চ করুন এবং Cutting-edge টিউন টপিক নিয়ে টিউন করুন। গতানুগতিক টিউন টপিক নিয়ে ’লো ভ্যালু টিউন’ (Low Value Tune) করা থেকে বিরত থাকুন। অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল ভিত্তিক টিউন এর উদাহরণ
অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল ভিত্তিক টিউন করতে খেয়াল রাখুন
Cutting Edge টিউন টপিক নিয়ে Study করুন, এমন টিউন টপিক নিয়ে রিসার্চ করুন এবং Cutting Edge টিউন টপিক নিয়ে টিউন করুন। গতানুগতিক টিউন টপিক নিয়ে ’লো ভ্যালু টিউন’ (Low Value Tune) করা থেকে বিরত থাকুন।