আসসালামু আলাইকুম, আশাকরি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আমি আবারো নতুন আরেকটি টিউন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশাকরি আজকের এই টিউন আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন আর দেরি না করে মূল টপিকে চলে যাই।
আজকের এই টিউনে দুটি চমৎকার সেটিংস নিয়ে আলোচনা করব যেগুলো আপনার দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে। আমাদের মাঝে অনেক মানুষ আছেন যাদের আক্কেল জ্ঞান নাই বললেই চলে, তারা কারণে-অকারণে আমাদের অনেক বেশি কল দেয় যার কারণে আমরা কাজের মধ্যে বিরক্তিকর হয়ে উঠি, কিন্তু সমস্যাটা হলো তারা হয়ত হতে পারে আমাদের আত্মীয় অথবা বন্ধু-বান্ধব যাদেরকে আমরা ব্লক করতে পারি না কারণ আমরা যদি কোন একটা নাম্বারকে ব্লক করে দেই তাহলেই সে যদি আমাদেরকে বারবার কল দেয় ব্যস্ত দেখাবে সে বুঝতে পারবে যে আমি তাকে ব্লক করে দিয়েছি। আপনার সাথে যদি এরকম কোন সমস্যা হয়ে থাকে তাহলে আজ আমি আপনাকে এমন সেটিংস দেখাবো যার মাধ্যমে আপনি এরকম সমস্যায় পড়তে হবে না।
১. আপনাকে প্রথমেই ওপেন করে নিতে হবে আপনার ফোন ডায়াল পেড।
২. ওপেন হয়ে গেলে আপনি আপনার সকল কল লিস্ট দেখতে পারবেন এখানে ডান পাশে পেয়ে যাবেন কন্টাক্টস নামে একটি অপশন এই অপশনে ক্লিক করবেন।
৩. আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যেকোনো একটি কন্টাক্ট নাম্বার সিলেক্ট করে নিচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে নম্বরটি আপনাকে বিরক্ত করে সেই নম্বরটি সিলেক্ট করবেন।
৪. এখন এই কন্টাক্টস এর একটু নিচের দিকে স্টোর করলেই একটি অপশন পেয়ে যাবেন Route To Voicemail এটার উপর ট্যাপ করে দিবেন। এটার উপর ক্লিক করার পর আসে যখন আপনাকে কল করবে তখন সে আপনাকে ব্যস্ত পাবে অথবা সে শুনতে পাবে যে রিং হচ্ছে কিন্তু আপনার ফোনে কোন কল আসবে না, যদিও সে শুনতে পারবে যে রিং হচ্ছে কিন্তু আপনার ফোনে কোন কল আসবে না। আপনি যে সেটিংসটা করেছেন সে কোনোভাবেই বুঝতে পারবে না সে হয়ত মনে করবে যে আপনার ফোনে কল আসছে কিন্তু আপনি রিসিভ করতে পারছেন না কোন কাজের জন্য।
৫. আপনি যদি চান যে না আপনি আবার তার নাম্বারটা নরমাল করে দিবেন তাহলে আপনাকে পুনরায় Unroute To Voicemail এই অপশনের উপর টেপ করে দিতে হবে, ট্যাপ করার পর নাম্বারটির স্বাভাবিক হয়ে যাবে অর্থাৎ সে যখন ইচ্ছে তখন আপনাকে কল করবে আপনার ফোনে কল প্রবেশ করবে।
হ্যাঁ আপনাকে কখন অফিস অথবা কোন কাজে প্রায় সময় ব্যস্ত থাকতে হয়, এমন সময় যদি কেউ আপনাকে কল দিয়ে বিরক্ত করে তাহলে আপনার কাজে সমস্যা সৃষ্টি হতে পারে। কিছু কিছু লোক আছে যারা আপনাকে কল করবে আপনি ব্যস্ত থাকা কালীন সময়ে আপনি কলটি কেটে দিবেন তারপরেও সে বার বার এরকম কল দিয়েই যাবে আপনাকে, এরকম লোককে Route To Voicemail করে রাখা ভালো আমার কাছে মনে হয়। যখন আবার আপনার কাজ শেষ হয়ে যাবে, যখন আপনি মনে করবেন যে এখন কেউ কল দিলে কোন সমস্যা হবে না আপনার কাজে তখন আপনি Unroute To Voicemail করে দিতে পারেন, কেউ বুঝতেই পারবে না যে আপনি ইচ্ছে করে Route To Voicemail করে রেখেছেন।
আশাকরি আজকের টিউন থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন, এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আবারও নতুন কোন টিউনে নতুন কোন টপিক নিয়ে ভালো ও সুস্থ থাকুন সবাই, আল্লাহ হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.