গতকালকে কল অফ ডিউটি ব্ল্যাক অপস গেমটা ইন্সটল করে খেলতে গিয়ে দেখলাম d3dx9_43.dll ডাটা মিসিং।এখন কি করা যায়! 🙁 । নেট কানেকশন থাকলে তো কোন সমস্যাই নাই। কিন্তু যদি না থাকে তাহলে এই কৌশল টি কাজে আসতে পারে। প্রথমে তো নেট থেকে ডাউনলোড দিলাম। এই ফাঁকে আমার হঠাত মনে হল আরে এই ফাইল টা তো অন্য কোন প্রোগ্রামেও কাজ করে থাকতে পারে। তাই আমি সি (c) ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইলস ফোল্ডারে দিলাম সার্চ দেখা গেলো মজিলা ফায়ারফক্স আর
মিডিয়া প্লেয়ার ক্লাসিক এ পাওয়া গেলো 🙂 আর দুইটার সাইজ একই ১.৯ মেগা বাইট।
(ছবিতে কল অফ ডিউটি ব্ল্যাক অপস গেমটার d3dx9_43.dll পরে কপি করা)
সেখান থেকে ১ টা কপি করে গেমটার ফোল্ডারে পেস্ট করে গেম ওপেন করে দেখলাম আরে শুরু হয়ে গেলো।
অফলাইনে কাজ করার জন্য এই কৌশল টি করে দেখতে পারেন।
প্রথমে আমার ব্লগ Mahmudul19 এ প্রকাশিত। এর পরে আমি তা টিটি সহ অন্যান্য ব্লগ বা ফোরামে শেয়ার করতে পারি।
আমি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি পড়াশুনা করছি লেদার ইঙ্গিনীয়ারিংএ । পাশাপাশি IT তে আগ্রহী ।
ধুর মিয়া।কোন দুনিয়াতে আছেন কে জানে।আপনার অই সমস্যা দেখানোর কারন ছিল আপনি অই গেমসের জন্য ডাইরেক্ট এক্স ইন্সটল করেন নাই দেইখা।এত ঝামেলা কইরা কোন লাভ নাই।সবচেয়ে ইজি সমাধান অই সিডির ভেতর ডাইরেক্ট এক্স ফোল্ডারের ভেতর ডাইরেক্ট এক্স সেটাপ মারেন।