.dll missing এর অফলাইন সমাধান

গতকালকে কল অফ ডিউটি ব্ল্যাক অপস গেমটা ইন্সটল করে খেলতে গিয়ে দেখলাম d3dx9_43.dll ডাটা মিসিং।এখন কি করা যায়! 🙁 । নেট কানেকশন থাকলে তো কোন সমস্যাই নাই। কিন্তু যদি না থাকে তাহলে এই কৌশল টি কাজে আসতে পারে। প্রথমে তো নেট থেকে ডাউনলোড দিলাম। এই ফাঁকে আমার হঠাত মনে হল আরে এই ফাইল টা তো অন্য কোন প্রোগ্রামেও কাজ করে থাকতে পারে। তাই আমি সি (c) ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইলস ফোল্ডারে দিলাম সার্চ দেখা গেলো মজিলা ফায়ারফক্স আর

মিডিয়া প্লেয়ার ক্লাসিক এ পাওয়া গেলো 🙂 আর দুইটার সাইজ একই ১.৯ মেগা বাইট।

(ছবিতে কল অফ ডিউটি ব্ল্যাক অপস গেমটার d3dx9_43.dll পরে কপি করা)

সেখান থেকে ১ টা কপি করে গেমটার ফোল্ডারে পেস্ট করে গেম ওপেন করে দেখলাম আরে শুরু হয়ে গেলো।

অফলাইনে কাজ করার জন্য এই কৌশল টি করে দেখতে পারেন।

প্রথমে আমার ব্লগ Mahmudul19 এ প্রকাশিত। এর পরে আমি তা টিটি সহ অন্যান্য ব্লগ বা ফোরামে শেয়ার করতে পারি।

Level 0

আমি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি পড়াশুনা করছি লেদার ইঙ্গিনীয়ারিংএ । পাশাপাশি IT তে আগ্রহী ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধুর মিয়া।কোন দুনিয়াতে আছেন কে জানে।আপনার অই সমস্যা দেখানোর কারন ছিল আপনি অই গেমসের জন্য ডাইরেক্ট এক্স ইন্সটল করেন নাই দেইখা।এত ঝামেলা কইরা কোন লাভ নাই।সবচেয়ে ইজি সমাধান অই সিডির ভেতর ডাইরেক্ট এক্স ফোল্ডারের ভেতর ডাইরেক্ট এক্স সেটাপ মারেন।

    @শরীফ আহমেদ জনম: জনাব ডাইরেক্ট এক্স 9 এবং ১০ দুইটাই ইন্সটল করা ছিল !!!!!!!!

      @হাসান:

      বলেন কি?আমার তো মনে হয় না।তবে যদি এরকম প্রব্লেম এ পরি আপনার টেকনিক আমার মাথায় থাকবে।

      @হাসান: আচ্ছা।

      @হাসান:
      শরীফ আহমেদ জনম ভাই ঠিক ই বলসেন।এই সমস্যাটা ডাইরেক্ট এক্স এর।কোন গেম এ সমস্যা হলে ডাইরেক্ট এক্স ইন্সটল করলে দেখবেন সমস্যা থাকবেনা।

Level 0

shorif vai jan erokom problem amaro hoisa.amio kono shomadhan khuje na peye ei kaaj korsi.dont know why this happens.Amaro DX setup deya ase.

    @S4t4N1C: বাহ আপনি আমার আগেই এই কর্ম করেছেন! 🙁

Level 0

আমার খুব কাজে লাগবে ধন্যবাদ

Level 0

খুব ভাল লাগলো …….. এখন উইনডোজ setup দেয়ার পর অধিকাংশ গেম re install করা লাগবে না 😀 ধন্যবাদ

    @Saminkhn3: লাগবে। শুধু কোন ফাইল মিসিং হলে এটা করবেন।

Level 0

উইন্ডোজ ৭ এ আমি কিছু সফটওয়ারে কাজ করি। মিউজিক নিয়ে কাজ করি। বিশেষ করে যেই সফটওয়্যার দিয়ে বেশি কাজ করি অই সফটওয়্যার তি ওপেন করলে লিখা আসছে msvcr100.dll is missing.
এর সমাধান কি কার জানা আছে???
কিভাবে এটা ঠিক করা যায়???
যদি সফটওয়্যার টি আনইন্সটল ছাড়া এই সমসসার সমাধান করা যায় তাহলে খুব ভাল হয়।
কারন অনেক vst plug ing ইন্সটল করা ছিল আমার। নতুন করে আবার ইন্সটল করা টা খুব ঝামেলার এবং সময় সাপেক্ষও বটে।
দয়া করে আমার এই সমস্যা থেকে উত্তরনের পথ কেউ বলুন খুব এ কৃতজ্ঞ থাকব।