লিংকড-ইন LinkedIn থেকে কীভাবে দ্রুত চাকরি খুঁজে পাবেন? জেনে নিন ১০ টি গুরুত্বপূর্ণ টিপস!

Level 6
শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর

লিংকড-ইন (LinkedIn) বর্তমান সময়ে প্রফেশনাল ব্যক্তিবর্গের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট। কর্মজীবী লোকজন, বেকার যুবসমাজ, স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান, চ্যারিটি প্রতিষ্ঠান, ফ্রিল্যান্সার সহ যে কোনো স্টেজের লোকজনের কাছে লিংকড-ইন (LinkedIn) একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিশেষ করে চাকরি খুঁজতে এখন প্রতিনিয়ত লিংকড-ইনে (LinkedIn) সময় দিচ্ছে হাজার হাজার বেকার ছেলে-মেয়ে। কেননা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি লিংকড-ইন (LinkedIn) থেকে একজন যোগ্য ও উপযুক্ত প্রার্থীকে বাছাই করে নিয়োগ প্রদান করে। যে কোনো ক্যাটাগরিতে কাজের অভিজ্ঞতা থাকলে কিংবা স্কিল থাকলে আপনি লিংকড-ইন (LinkedIn) থেকে আপনার বিভাগ অনুযায়ী একটি চাকরি খুঁজে নিতে পারবেন৷

হাজার হাজার জব অফার লিংকড-ইন (LinkedIn) প্ল্যাটফর্মে থাকা সত্ত্বেও অনেকেই নিজের জন্য একটি চাকরি খুঁজে পায় না। কেননা কীভাবে লিংকড-ইন (LinkedIn) প্ল্যাটফর্মে নিজেকে প্রেজেন্ট করতে হবে, কীভাবে চাকরি খুঁজে বের করতে হবে সেই সম্পর্কে সঠিক ধারণা নেই। তাই আজকে ১০ টি টিপস শেয়ার করছি, এই ১০ টি টিপস যথাযথ ভাবে ফলো করলে আপনি খুব সহজেই লিংকড-ইন (LinkedIn) থেকে চাকরি খুঁজে পাবেন৷ তাহলে চলুন প্রফেশনাল দের বিশ্বসেরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিংকড-ইন (LinkedIn) থেকে চাকরি খুঁজে পাওয়ার জন্য ১০ টি টিপস জেনে নেই।

১. প্রফেশনালভাবে নিজের লিংকড-ইন (LinkedIn) প্রোফাইল সেটআপ করুন

লিংকড-ইন থেকে দ্রুত চাকরি খুঁজে পেতে প্রফেশনালভাবে নিজের লিংকড-ইন (LinkedIn) প্রোফাইল সেটআপ করুন 

লিংকড-ইন (LinkedIn) এর মাধ্যমে আপনি চাকরির আবেদন করলে কোম্পানি আগেই আপনার প্রোফাইল ভিজিট করবে। অনেক সময় চাকরির আবেদন না করলেও কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেচে এসে আপনাকে চাকরির অফার করবে। আপনার প্রোফাইলের ওপর ভিত্তি করে লিংকড-ইন (LinkedIn) নিজেই আপনাকে বিভিন্ন জব সাজেস্ট করবে যেখানে আপনি আবেদন করতে পারবেন। তাই আপনার লিংকড-ইন (LinkedIn) প্রোফাইল হতে হবে পরিপূর্ণভাবে প্রফেশনাল এবং উপযুক্ত তথ্যে পরিপূর্ণ। আপনি কোন সেক্টরে কাজ করছেন, কোন ধরনের জব খুঁজছেন, আপনার স্কিল কতটুকু, আপনার পূর্ব অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সবকিছু সঠিক ভাবে প্রোফাইলে সাজাতে হবে। যাতে একবার চোখ বুলিয়ে যে কেউ আপনার সম্পর্কে স্পষ্ট ধারনা নিতে পারে।

বিশেষ করে লিংকড-ইন (LinkedIn) প্রোফাইল এর নাম ও প্রোফাইল পিকচার পুরোপুরি প্রফেশনাল হতে হবে। ফেসবুকের মতো যা খুশি তাই নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলে চাকরি পাওয়ার সম্ভাবনা জিরো। আপনার প্রাতিষ্ঠানিক নাম এখানে সবথেকে বেশি গ্রহনযোগ্য হবে। সেই সাথে যে কোনো পরিবেশে সাধারণ পোশাকের একটি ছবি বা সেলফি প্রোফাইল পিকচারে ব্যবহার করা থেকে বিরত থাকুন। ফর্মাল পোশাকের, ফ্রন্ট সাইডের স্পষ্ট ছবি লিংকড-ইন (LinkedIn) প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা উচিত।

তাছাড়া আপনার Bio তে সংক্ষিপ্ত আকারে নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরুন। যাতে Bio পড়লেই কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান আপনার সম্পর্কে বুঝতে পারে। সেই সাথে নিজের স্কিল ও অভিজ্ঞতা যুক্ত করতে ভুলবেন না। অর্থাৎ আপনার লিংকড-ইন (LinkedIn) প্রোফাইল যতো প্রফেশনাল হবে ততোই আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। প্রোফাইল যদি হযবরল হয় তবে কোম্পানি ধরেই নেয় ঐ ব্যক্তির কাছ থেকে আশানুরূপ সার্ভিস পাওয়া সম্ভব নয়।

২. সার্চ ফিচার ব্যবহার করুন

লিংকড-ইন থেকে দ্রুত চাকরি খুঁজে পেতে নিয়মিত সার্চ ফিচার ব্যবহার করুন

লিংকড-ইন (LinkedIn) থেকে চাকরি খুঁজে পাওয়ার একটি চমৎকার ও উপযুক্ত ফিচার হলো সার্চ অপশন। এই সার্চ বক্সে সার্চ করে আপনি আপনার স্কিল অনুযায়ী একটি উপযুক্ত কাজ খুঁজে পেতে পারেন। ধরুন আপনি একজন কনটেন্ট রাইটার, এখন কনটেন্ট রাইটিং জব খুঁজে পাওয়ার জন্য আপনি সার্চ বারে কনটেন্ট রাইটিং লিখে সার্চ করলে অনেক জব অপরচুনিটি খুঁজে পাবেন। এরপর আপনি আপনার সার্চ রেজাল্টকে কাস্টমাইজ করতে পারবেন।

সার্চ করার পরে আপনার সামনে কিছু অপশন আসবে সেখান থেকে আপনি সিলেকশন করতে পারবেন যে আপনি কোন লোকেশনে চাকরি করতে চান। আপনি যদি রিমোট জব করতে চান তাহলে রিমোট অপশনে ক্লিক করবেন আর নয়তো আপনার জেলা বা এলাকার নাম বাছাই করবেন। তখন আপনার পছন্দের লোকেশন অনুযায়ী জব অফার গুলো ফিল্টার হয়ে যাবে। এভাবে আপনি সময় অনুযায়ী আপনার সার্চ রেজাল্ট গুলো কাস্টমাইজ করতে পারবেন। সবথেকে ভালো হয় যদি আপনি লাস্ট ২৪ ঘন্টা সিলেক্ট করে সেই অনুযায়ী জব অফার গুলো ফিল্টার করে নেন।

কাস্টমাইজ করার পরে যে জব অফার গুলো আপনার সামনে থাকবে সেখান থেকে আপনি আপনার জন্য উপযুক্ত একটি কাজ খুঁজে পেতে পারেন। প্রথম দিনেই যে আপনি সার্চ করে উপযুক্ত চাকরিটা খুঁজে পাবেন এমন নয়। তবে প্রতিদিন কমপক্ষে একবার এভাবে সার্চ ফিচার ব্যবহার করে চাকরির সন্ধান করলে খুব দ্রুত আপনি একটি আশানুরূপ জব অফার খুঁজে পাবেন। কেননা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্মে নতুন নতুন জব অপরচুনিটি যুক্ত হতে থাকে।

৩. কানেকশন তৈরি করুন

লিংকড-ইন থেকে দ্রুত চাকরি খুঁজে পেতে বেশি বেশি কানেকশন তৈরি করুন

যে কোনো প্ল্যাটফর্মে আপনার কানেকশন যতো স্ট্রং হবে আপনি ততোই নতুন নতুন অপরচুনিটি খুঁজে পাবেন৷ তাই আপনার ফিল্ডে কাজ করছে এমন লোকজনের সাথে কানেকশন তৈরি করার চেষ্টা করুন। আপনার প্রফেশনাল ফিল্ডে সফল এমন প্রোফাইল গুলো খুঁজে বের করে ফলো করে রাখুন। তাদের ক্যারিয়ারের স্ট্রাগল, তাদের সফলতার গল্প, তাদের শিক্ষার উৎস, কাজ খুঁজে পাওয়ার উপায় সহ সবকিছু আপনাকে নতুন কিছু শেখাবে। এমনকি মাঝে মাঝে এই কানেক্টেড লোকজনের মাধ্যমেও আপনি কাজ খুঁজে পাবেন৷

ধরুন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার। এখন আপনার ফিল্ডে সফল অনেক গ্রাফিক্স ডিজাইনার আছে যারা নিয়মিত অনেক কাজ পায়। তারা সব কাজ একা হ্যান্ডেল করতে না পারলে জুনিয়র বা সমমানের কাউকে দিয়ে কাজগুলো করিয়ে নেয়৷ এখন এই ধরনের লোকজনের সাথে যদি আপনার লিংকড-ইন (LinkedIn) প্ল্যাটফর্মে কানেকশন থাকে ও ভালো সম্পর্ক থাকে তবে তার কাজগুলো আপনি পাবেন। সুতরাং কানেকশন বিল্ড আপ করার বিকল্প নেই।

তাছাড়া আপনার সাথে সংযুক্ত একই প্রফেশনের লোকজনের কাছ থেকে নতুন নতুন স্কিল শিখতে পারবেন৷ তাদের আইডিয়া গুলো আপনি কাজে লাগাতে পারবেন। পাশাপাশি আপনি তাদের বিভিন্ন আইডিয়া প্রদান করতে পারবেন৷ এভাবে লিংকড-ইন (LinkedIn) এর সাহায্যে Brainstorm এর কাজটা সহজেই হয়ে যাবে।

তাই নিজেদ যে প্রফেশনে আছেন বা যে সেক্টরে কাজ খুঁজছেন ঐ ফিল্ডের লোকজনকে খুঁজে বের করুন। তাদের সাথে কানেক্টেড থাকুন, ইনবক্সে কথোপকথন চলমান রাখুন। প্রফেশনাল কাজে কখন কাকে কীভাবে প্রয়োজন হবে তা তো সময় বলে দেবে৷

৪. আপনার কাজের সাথে সম্পৃক্ত গ্রুপের মেম্বার হোন

লিংকড-ইন থেকে দ্রুত চাকরি খুঁজে পেতে আপনার কাজের সাথে সম্পৃক্ত গ্রুপের মেম্বার হোন 

লিংকড-ইন (LinkedIn) প্ল্যাটফর্মে আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা কমিউনিটি বা গ্রুপ রয়েছে। আপনি আপনার প্রফেশনের সাথে সম্পৃক্ত গ্রুপ খুঁজে বের করুন ও সেখানে যুক্ত হয়ে নিন। সার্চ অপশন কাজে লাগিয়ে এটি আপনি সহজেই করতে পারবেন৷ তাছাড়া আপনার প্রোফাইল সেটআপ এর ওপর ভিত্তি করে লিংকড-ইন (LinkedIn) নিজেই আপনাকে বিভিন্ন গ্রুপে যুক্ত হওয়ার জন্য সাজেস্ট করবে। আপনার স্কিল ডেভেলপমেন্ট এর জন্য এবং খুব দ্রুত চাকরি খুঁজে পাওয়ার জন্য এই গ্রুপ গুলো সাহায্য করবে।

একটি কমিউনিটিতে প্রফেশনাল এক্সপার্ট লোকজন, বিগিনার লেভেলের লোকজন, বিভিন্ন কোম্পানির Owner, সম্মানিত ক্লায়েন্ট, চাকরি প্রত্যাশী সহ অনেক ধরনের লোকজন থাকে। তাই বেশিরভাগ সময় কোম্পানি ও ক্লায়েন্ট বিশেষ বিশেষ গ্রুপে চাকরির অফার Post করেন। তাই আপনি আপনার প্রত্যাশিত চাকরি এই গ্রুপের মাধ্যমে খুঁজে নিতে পারবেন। তাছাড়া অনেক এক্সপার্ট দের সাথে পরিচিত হতে পারবেন এই কমিউনিটি থেকে।

কাজের সাথে সংশ্লিস্ট গ্রুপে সময় দিলে বেশিরভাগ সময়ই লিংকড-ইন (LinkedIn) এর অন্যান্য ফিচার গুলোর তেমন প্রয়োজন হয় না। গ্রুপ থেকেই সব ধরনের সাপোর্ট পাওয়া যায়, এক্সপার্ট দের পরামর্শ পাওয়া যায় ও পর্যাপ্ত কাজ পাওয়া যায়।

৫. স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রোফাইল ফলো করুন

লিংকড-ইন থেকে দ্রুত চাকরি খুঁজে পেতে স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রোফাইল ফলো করুন

দেশ ও বিদেশের স্বনামধন্য সকল প্রতিষ্ঠানের লিংকড-ইন (LinkedIn) প্রোফাইল বা অফিসিয়াল পেইজ আপনি সহজেই খুঁজে পাবেন। আপনার উচিত এই প্রতিষ্ঠান গুলোকে ফলো করে রাখা এবং তাদের প্রোফাইলে নিয়মিত নজর রাখা। কেননা এই সকল প্রতিষ্ঠানে কোনো পদে লোকবল নিয়োগ দেয়া হলে বেশিরভাগ সময় তা সবার আগে লিংকড-ইনে (LinkedIn) পাবলিশ করা হয়। আর একটি জনপ্রিয় প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার স্বপ্ন আমাদের সকলেরই কমবেশি আছে।

অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কোম্পানির নামে যে নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেয়া হয় তা বেশিরভাগ সময়েই স্প্যাম হয়ে থাকে। কিন্তু লিংকড-ইনে (LinkedIn) নির্দিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল পেইজ বা প্রোফাইল থেকে যে সার্কুলার দেয়া হয় তা শতভাগ নির্ভেজাল। তাই নির্দ্বিধায় আপনি আপনার পছন্দের চাকরির অফারে আবেদন করতে পারবেন৷ আপনার পোর্টফোলিও সুসজ্জিত থাকলে আপনি সহজেই ইন্টারভিউ এর জন্য সিলেকশন হবেন। আর ইন্টারভিউ সফল হলে ও ভাগ্য সহায় হলে আপনি আপনার ড্রিম জবে নিয়োগ পেয়ে যাবেন৷

সুতরাং লিংকড-ইন (LinkedIn) প্ল্যাটফর্মে যতো বেশি সম্ভব স্বনামধন্য প্রতিষ্ঠানকে ফলো করুন। তাদের সাথে নিয়মিত কানেক্টেড থাকুন। তাদের প্রতিটি নোটিশ নিয়মিত মনোযোগ সহকারে চেক করুন।

৬. লিংকড-ইনে (LinkedIn) নিয়মিত কনটেন্ট পাবলিশ করুন

লিংকড-ইন থেকে দ্রুত চাকরি খুঁজে পেতে লিংকড-ইনে (LinkedIn) নিয়মিত কনটেন্ট পাবলিশ করুন

আপনি লিংকড-ইনে (LinkedIn) কতোটুকু অ্যাকটিভ, আপনি আপনার ফিল্ডে কতোটুকু দক্ষ, আপনি একটি চাকরি বা কাজ খুঁজে পাওয়ার জন্য কিংবা নিজের অবস্থানের পরিবর্তনের জন্য কতোটা প্রচেষ্টা চালাচ্ছেন তার প্রমাণ দেবে আপনার লিংকড-ইন (LinkedIn) প্রোফাইল। কীভাবে তা প্রমাণ করবেন? এজন্য প্রতিনিয়ত আপনার কাজ সম্পর্কে, আপনার স্কিল সম্পর্কে, আপনার চিন্তা ভাবনা সম্পর্কে কনটেন্ট পাবলিশ করতে হবে আপনার লিংকড-ইন (LinkedIn) প্রোফাইলে। একজন ক্লায়েন্ট যখন দেখবে আপনি নিয়মিত আপনার ফিল্ডে প্র্যাকটিস করছেন তখন সে অবশ্যই আপনার ওপরে পজিটিভ থিংকিং করা শুরু করবে। ফলে আপনি পেতে পারেন একজন ক্লায়েন্ট কিংবা একটি আশানুরূপ চাকরি।

আপনি যদি কনটেন্ট রাইটার হন তাহলে আপনার লেখা ফ্রি স্যাম্পলিং কনটেন্ট গুলো লিংকড-ইন (LinkedIn) প্রোফাইলে পাবলিশ করতে পারেন। আপনি যদি ইঞ্জিনিয়ার হন তবে এই ফিল্ড এর বিষয়বস্তু নিয়ে টুকটাক লেখালেখি করে পাবলিশ করতে পারেন৷ যদি গ্রাফিকস ডিজাইনার হন তবে আপনার করা স্যাম্পল ডিজাইন পাবলিশ করতে পারেন। সোজা কথা আপনার কাজ নিয়ে প্রতিনিয়ত আপনাকে কনটেন্ট তৈরি করতে হবে এবং তা সুপরিকল্পিত ভাবে লিংকড-ইন (LinkedIn) প্রোফাইলে পাবলিশ করতে হবে।

আপনার লিংকড-ইন (LinkedIn) প্রোফাইলকে আপনি আপনার পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারেন৷ আর পোর্টফোলিওতে কাজের স্যাম্পল বা কাজের Experience যুক্ত থাকবে না তা হয় নাকি? আপনার নিয়মিত আপলোড করা কনটেন্ট যেন হয় আপনার কাজের স্যাম্পল তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

৭. যথাযথ হ্যাশট্যাগ ব্যবহার করুন

লিংকড-ইন থেকে দ্রুত চাকরি খুঁজে পেতে যথাযথ হ্যাশট্যাগ ব্যবহার করুন

লিংকড-ইন (LinkedIn) কনটেন্ট গুলোতে হ্যাশট্যাগ যুক্ত থাকলে তা খুব সহজেই খুঁজে বের করা সম্ভব। একজন ক্লায়েন্ট উপযুক্ত এমপ্লয়ি খুঁজে পেতে অনেক সময় লিংকড-ইনে (LinkedIn) সার্চ করে থাকেন। সার্চ করে তারা বেশকিছু চাকরি প্রত্যাশীদের লিংকড-ইন (LinkedIn) প্রোফাইল ও প্রোফাইলে থাকা কনটেন্ট দেখে নিজে থেকেই জব অফার করতে পারে। অথবা নির্দিষ্ট সেক্টরের ক্লায়েন্ট এর সামনে লিংকড-ইন (LinkedIn) নিজেই অনেক চাকরি প্রার্থীর প্রোফাইল বা কনটেন্ট Show করে। এভাবে একজন ক্লায়েন্ট খুঁজে পায় তার চাহিদা অনুযায়ী এমপ্লয়ি আর চাকরি প্রার্থী পেয়ে যায় আশানুরূপ চাকরি।

এখন আপনার কনটেন্ট গুলো কীভাবে একজন ক্লায়েন্ট সার্চ করে পাবে। মূলত লিংকড-ইনে (LinkedIn) হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে রিলেটেড ফলাফল গুলো সহজেই পাওয়া যায়। তাই ক্লায়েন্ট অবশ্যই তার সেক্টরের সংশ্লিস্ট জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার করে সার্চ করবে। ফলে ঐ হ্যাশট্যাগ যুক্ত কনটেন্ট গুলো তার সামনে চলে আসবে। ফলে ক্লায়েন্ট সহজেই যোগ্য চাকরি প্রার্থীকে খুঁজে নিতে পারবে।

আপনার কনটেন্টে যথোপযুক্ত হ্যাশট্যাগ থাকলে ক্লায়েন্ট এর সার্চ লিস্টে আপনার প্রোফাইল এবং কনটেন্ট Show করবে। ফলে আপনি ক্লায়েন্ট এর দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। এবং আপনার পোর্টফোলিও ক্লায়েন্ট এর পছন্দ হলে কাজও পেয়ে যাবেন৷ অর্থাৎ হ্যাশট্যাগ যুক্ত লিংকড-ইন (LinkedIn) কনটেন্ট তুলনামূলক বেশি রিচ হয় ও ভালো ফলাফল নিয়ে আসে।

হ্যাশট্যাগ গুলো যেন আপনার কাজের সাথে রিলেটেড থাকে সে বিষয়ে নিশ্চিত হয়ে নিন। আপনার প্রফেশন কনটেন্ট রাইটিং কিন্তু আপনি কনটেন্ট এর নিচে হ্যাশট্যাগে গ্রাফিকস ডিজাইন এর হ্যাশট্যাগ ব্যবহার করলে তা কোনো কাজে আসবে না। বরং তা বেশ হাস্যকর মনে হবে। তাই হ্যাশট্যাগ নির্বাচনে অবশ্যই সতর্ক থাকুন।

৮. লিংকড-ইন (LinkedIn) এর Job ফিচারে প্রতিদিন একবার ঢু মারুন

লিংকড-ইন থেকে দ্রুত চাকরি খুঁজে পেতে লিংকড-ইন (LinkedIn) এর Job ফিচারে প্রতিদিন একবার ঢু মারুন

লিংকড-ইন (LinkedIn) এর অত্যন্ত Useful একটি ফিচার হলো Job ফিচার। আপনার সার্চ হিস্টোরি, পোর্টফোলিও ও প্রোফাইল সেটআপ এর ওপর বিবেচনা করে লিংকড-ইন (LinkedIn) নিজেই এই ফিচারে প্রতিনিয়ত জব অফার গুলোর লিস্টিং করে রাখে। এই অপশনে প্রবেশ করলেই আপনি ধারাবাহিক ভাবে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন। মোটকথা আপনার আগ্রহ, স্কিল ও অভিজ্ঞতা অনুযায়ী যে চাকরি গুলো আপনার সাথে ম্যাচ হয় তা তালিকা আকারে Show করা হয় Job ফিচারে।

এই অপশনে প্রবেশ করে আপনি আপনার সুবিধামতো একটি চাকরির জন্য আবেদন করতে পারবেন। একজন চাকরি প্রার্থীর জন্য লিংকড-ইন (LinkedIn) এর এই Job ফিচারটি অত্যন্ত উপযোগী। তাই প্রতিদিন কমপক্ষে একবার হলেও Job নামক ফিচারে ঢু মেরে আসবেন। এখান থেকে একটি উপযুক্ত চাকরি খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

৯. লিংকড-ইন (LinkedIn) থেকে প্রদত্ত ই-মেইল প্রতিদিন চেক করুন

লিংকড-ইন থেকে দ্রুত চাকরি খুঁজে পেতে লিংকড-ইন (LinkedIn) থেকে প্রদত্ত ই-মেইল প্রতিদিন চেক করুন

আপনি যেন আপনার যোগ্যতা অনুযায়ী অতি দ্রুত একটি চাকরি খুঁজে পান তার সকল ব্যবস্থা করে রেখেছে লিংকড-ইন (LinkedIn)। তাইতো আপনার চাহিদা অনুযায়ী আপনার লোকেশন এর আশেপাশে কোনো চাকরির অফার থাকলেই তা সরাসরি আপনাকে ই-মেইল এর মাধ্যমে ইনফর্ম করা হয়। আপনি লিংকড-ইনে (LinkedIn) নিয়মিত হওয়ার সাথে সাথেই হয়তো বিষয়টি লক্ষ করেছেন। প্রতিদিন কমপক্ষে পাঁচ দশটা ই-মেইল লিংকড-ইন (LinkedIn) এর পক্ষ থেকে আমাদের মেইল বক্সে জমা হয়। প্রতিটি ই-মেইল কোনো না কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত।

আমরা অনেকেই মেইল গুলো গুরুত্ব দিয়ে চেক করি না। কিন্তু লিংকড-ইন (LinkedIn) তো না বুঝেই আপনাকে জব অফার গুলো সাজেস্ট করেনি। আপনার পোর্টফোলিও ও সার্চ হিস্ট্রি এর সাথে মিলেছে বিধায় অফার গুলো আপনাকে সাজেস্ট করা হয়েছে। তাই প্রতিদিন হাতে একটু সময় নিয়ে মেইল গুলো চেক করুন। হতে পারে এখান থেকেই আপনি খুঁজে পেতে পারেন আপনার ড্রিম জব।

১০. লিংকড-ইনে (LinkedIn) নিয়মিত সময় দিন

লিংকড-ইন থেকে দ্রুত চাকরি খুঁজে পেতে লিংকড-ইনে (LinkedIn) নিয়মিত সময় দিন

যে কোনো সোশ্যাল মিডিয়া সাইট সম্পর্কে জানতে হলে, এর গুরুত্বপূর্ণ ফিচার গুলোর সঠিক ব্যবহার করতে চাইলে ঐ সাইটে আপনাকে নিয়মিত অ্যাকটিভ থাকতে হবে। ধরুন আপনি বেশ লম্বা সময় ফেসবুকে আসছেন না, হঠাৎ করে একদিন ফেসবুকে লগ-ইন করে দেখলেন আপনার প্রোফাইল রিচ একদম ডাউন হয়ে গেছে। এমনকি ফ্রেন্ড লিস্টের অনেকেই আপনাকে ভুলেও গেছে। ঠিক এমনটা ঘটবে লিংকড-ইন (LinkedIn) এর ক্ষেত্রেও। নিয়মিত সময় না দিলে আপনার লিংকড-ইন (LinkedIn) প্রোফাইল এর রিচ ডাউন হবে।

রিচ ডাউন হলে ঐ প্রোফাইলের মাধ্যমে চাকরি খুঁজে পাওয়া বেশ চ্যালেঞ্জিং। তাছাড়া লিংকড-ইনে (LinkedIn) সময় দিতে না পারলে আপনি কানেকশন বিল্ড আপ করতে পারবেন না। গ্রুপের সকল তথ্য নিয়মিত পাবেন না। এভাবে লিংকড-ইন (LinkedIn) আপনার প্রোফাইলকে কম গুরুত্ব দেয়া শুরু করবে। কোনো ক্লায়েন্ট সহজেই আপনার প্রোফাইল খুঁজে পাবে না।

অর্থাৎ লিংকড-ইনে (LinkedIn) অনিয়মিত থেকে আপনি উপর্যুক্ত সকল টিপস ফলো করলেও তা খুব বেশি কাজে আসবে না। তাই সবার প্রথম শর্ত হলো উপযুক্ত একটি চাকরি না খুঁজে পাওয়া পর্যন্ত লিংকড-ইনে (LinkedIn) আপনাকে পুরোদমে সময় দিতে হবে। আর আপনার যদি প্রতিনিয়ত নতুন নতুন ক্লায়েন্ট এর সাথে সম্পর্ক স্থাপনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো কখনোই লিংকড-ইনে (LinkedIn) Inactive হওয়া যাবে না৷ তাই প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হাতে রাখুন লিংকড-ইন (LinkedIn) স্ক্রল করার জন্য আর খুঁজে বের করুন নতুন নতুন অপরচুনিটি।

শেষকথা

লিংকড-ইন (LinkedIn) থেকে চাকরি খুঁজে পাওয়ার এই ১০ টি টিপস নিয়মিত অনুসরণ করুন। আশাকরি এরপর লিংকড-ইন (LinkedIn) থেকে চাকরি খুঁজে পেতে খুব বেশি ঝামেলা হবে না। কেননা লিংকড-ইনে (LinkedIn) বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কোম্পানি ও ক্লায়েন্ট প্রতিনিয়ত জব অফার করছে। আপনার কাজ হলো নিজের স্কিল অনুযায়ী একটি চাকরি খুঁজে বের করা। আশাকরি এই টিউনের মাধ্যমে এতোটুকু শিখতে পেরেছেন যে কীভাবে লিংকড-ইন (LinkedIn) থেকে চাকরি খুঁজে বের করতে পারবেন।

টিউনটি ভালো লাগলে একটি জোসস করে দিন প্লিজ। ক্যারিয়ার বিল্ড আপ সম্পর্কিত নতুন সব টিউন পেতে আমাকে ফলো করে রাখতে পারেন। লিংকড-ইন (LinkedIn) সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে টিউনমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।

Level 6

আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস