আজ আমি আপনাদের সাথে একটি ওয়েবসাইট শেয়ার করব যার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনে জন্য রিংটোন তৈরি করতে পারবেন।
ওয়েবসাইট এর নাম Brinked এটি একটি অসাধার অনলাইন টুল যা প্রিয় সঙ্গীত রিংটোনে রূপান্তর করতে পারবেন। আপনি আপনার পিসি থেকে অডিও সঙ্গীত ফাইল আপলোড করে রিংটোন তৈরি করতে পারেন. আপনি ইউটিউব থেকেও রিংটোন সরাসরি নির্মাণ করতে পারবেনা
ওয়েবসাইট হল Brinked.
আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর “Make Ringtone” tab click করেন।
"ব্রাউজ" বাটন ক্লিক করে আপনা ড্রাইভ থেকে প্রিয় গান নির্বাচন করে "আপলোড" হিট করেন।
কয়েক সেকেন্ডের মধ্যে অডিও ফাইল আপলোড হয়ে যাবে।
রিংটোন বিস্তারিত লেখার জন্য click “CREATE RINGTONE”।
কয়েক সেকেন্ডের নেবে।
i agree click করে Save it click করেন।
রিংটোন ডাউনলোডের জন্য প্রস্তুত. আপনার পছন্দের ফাইল টাইপ করেন ।
আপনি আপনার প্রিয় ইউটিউব থেকেও রিংটোন তৈরি করতে পারেন. শুধু কপি স্থান ইউটিউব ভিডিওর ইউআরএল পেস্ট করুন. হিট "এই অধিকার". কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষা করুন. ধাপ বাকি আগে যেমন অনুরূপ.
আপনি চাইলে বিনামূল্যে রিংটোন ডাউনলোড করতে পারেন , “Featured”, “What’s Hot”, “Most Downloaded” and “Most Recent”.
ছবিটি ভালো করে দেখুন্। কি দেখলেন্? জী, এটি আপনার গন্তব্য স্থল্। এটি আপনার শেষ আশ্রয়্। আপনি একদিন এখানেই যাবেন্, সেই দিন বেশী দুরে নয়্, হতে পারে আগামীকাল্, অথবা আজ্। সেখানে আপনার টাকা - পয়্সা , ধন - সম্পদ কোন কাজে আসবেনা, কাজে আসবে আপনার ঈমান , ইবাদাত আর ভাল কাজ সমূহ। প্রস্তুতি নিচ্ছেন তো?
"জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে।"
সূরা আনকাবুত (২৯) : ৫৭
"মৃতকে খাটে রেখে যখন লোকেরা কাধে তুলে নেয়্,সে নেককার হলে বলে, আমাকে তাড়াতাড়ি সামনে নিয়ে চল। আর সে নেককার না হলে নিজের পরিজনদের বলে, হায়্! তোমরা আমাকে কোথায় নিয়ে চলছ? মানুষ ছাড়া সকল বস্তু তার আওয়াজ শুনতে পায়্,মানুষ যদি তা শুনতে পেত, তবে বেহুশ হয়ে পরত।"
( সহীহ বুখারী : ১২৩৮)
**সকল মুসলিম ভাইদের প্রতি অনুরোধ পোস্ট টি লাইক করুন ও শেয়ার করুন
শেয়ার লিঙ্ক ------> http://tinyurl.com/7qv8exa
আমি আব্দুর রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Subscribe My Channel www.youtube.com/abdurahim22791
অত্যন্ত গোছানো ও সুন্দর একটি টিউন 🙂