TikTok কনটেন্ট ফিল্টার করার ৬ টি সেরা উপায়, যার মাধ্যমে টিকটক থেকে অপন্দনীয় ভিডিও সরানো যায়!

Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

TikTok বর্তমানে একটি অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তবে, অনেক সময় আমরা এখানে এমন কিছু ভিডিও দেখতে পাই, যেগুলো আমাদের পছন্দ হয় না কিংবা আমরা সেগুলো দেখতে চাই না। এই সমস্যা সমাধানের জন্য TikTok বিভিন্ন ফিল্টারিং অপশন প্রদান করে।

আপনি প্রতিনিয়ত টিকটক ভিডিও স্ক্রল করার সময় অপ্রাসঙ্গিক কনটেন্ট গুলো খুঁজে পেতে পারেন, কারণ TikTok এর অ্যালগরিদম একেবারে পারফেক্ট নয়। ‌তাই, আজকের এই টিউনে আমরা আলোচনা করব TikTok Content Filter করার এরকম ৬ টি সেরা উপায় সম্পর্কে, যার মাধ্যমে আপনি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার পছন্দের ভিডিওগুলি দেখতে পারবেন এবং অপছন্দের ভিডিও গুলো এড়াতে পারবেন।

১. আপনি যেসব অ্যাকাউন্ট দেখতে চান না তাদের ব্লক করুন

আপনি যেসব অ্যাকাউন্ট দেখতে চান না তাদের ব্লক করুন

আপনি যদি TikTok-এ কোন নির্দিষ্ট একটি অ্যাকাউন্ট এর ভিডিও দেখতে না চান, তবে আপনি চাইলে সম্পূর্ণভাবে সেই একাউন্টটি ব্লক করতে পারেন। কোন একটি অ্যাকাউন্ট ব্লক করার মাধ্যমেই আপনাকে এটি নিশ্চিত করবে যে, আপনি আর সেই একাউন্টের কোন কন্টেন্ট দেখতে পাবেন না।

১. টিকটকে কোন একটি একাউন্ট ব্লক করার জন্য প্রথমে সেই একাউন্টের পেজে যান এবং তারপর উপরের ডান কোণায় থাকা শেয়ার চিহ্নটিতে ক্লিক করুন।

টিকটকে কোন একটি একাউন্ট ব্লক করার অপশন

২. এরপর নিচের সারির অপশন গুলো থেকে “Block” অপশনটি সিলেক্ট করুন।

Block অপশন

কোন একটি অ্যাকাউন্ট ব্লক করাই হল টিকটক ভিডিও ফিল্টারিং করার সহজ উপায়।

২. অপ্রাসঙ্গিক Post-এ "Not Interested" সিলেক্ট করুন

অপ্রাসঙ্গিক Post-এ "Not Interested" সিলেক্ট করুন

আপনি যদি TikTok এ বিভিন্ন ধরনের কনটেন্ট দেখা এড়াতে চান, তাহলে আপনি যে ছবি বা ভিডিও দেখতে চান না, সেগুলোতে "Not Interested" সিলেক্ট করতে পারেন। কোন নির্দিষ্ট ক্যাটাগরির ভিডিও যদি আপনার কাছে বেশি বেশি আসে এবং আপনি সেই ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ না করেন, তাহলে এই পদ্ধতিটি খুবই কার্যকর হতে পারে। ‌উদাহরণস্বরূপ, আপনি যদি গেমার না হন কিংবা এই ধরনের ভিডিওতে আপনার ইন্টারেস্ট না থাকে, কিন্তু এ ধরনের ভিডিও গেম সম্পর্কিত কন্টেন্ট বারবার দেখতে পান, তাহলে আপনি এই ট্রিক্সস টি অনুসরণ করতে পারেন।

এটি করার জন্য আপনি সেই ভিডিও বা ইমেজটির উপর ট্যাপ করে ধরে রাখুন, তারপর এখানে থাকা "Not Interested" অপশনে ক্লিক করুন।

অপ্রাসঙ্গিক Post-এ "Not Interested" সিলেক্ট করুন

এর ফলে এটি টিক টক অ্যালগরিদমকে এরকম সংকেত দিবে যে, আপনি আর এ ধরনের কনটেন্ট দেখতে চান না। আর যদি TikTok এর "For You" পেজে আপনার পছন্দ অনুযায়ী কনটেন্ট সাজেস্ট না করে, তাহলে আপনি নিজের ইচ্ছামত For You কনটেন্ট পরিবর্তন করে পছন্দ অনুযায়ী সাজিয়ে নিন। আর এটি করার জন্য আপনার পছন্দনীয় কনটেন্ট গুলো পুনরায় দেখুন এবং যেসব কন্টেন্ট গুলো আপনি পছন্দ করেন সেগুলোতে Comment করুন।

আপনার পছন্দনীয় কন্টেন্ট গুলোতে বেশি বেশি এংগেজমেন্ট করলে, পরবর্তীতে TikTok এর For You পেজে অপ্রাসঙ্গিক ভিডিও কনটেন্টের পরিবর্তে আপনার পছন্দনীয় কন্টেন্ট গুলো আসবে।

৩. স্প্যাম এবং আপত্তিকর Comments ফিল্টার করুন

স্প্যাম এবং আপত্তিকর Comments ফিল্টার করুন

অনেক সময় TikTok এর Comment সেকশনটি বিভিন্ন নোংরা কথায় ভরা থাকতে পারে। এক্ষেত্রে আপনি যদি আপনার Post করা কন্টেন্টে আপত্তিকর Comment গুলো হাইড করতে চান, তাহলে TikTok এটির জন্য একটি সেটিংস প্রদান করেছে।

১. এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আপনার প্রোফাইল অপশনে যান, তারপর উপরের ডানকোণে থাকার মেন্যু অপশনে ক্লিক করুন।

মেন্যু অপশন

২. এরপর, "Settings and privacy" > "Privacy" > "Comments" অপশন গুলোতে যান।

"Settings and privacy" > "Privacy" > "Comments" অপশন

৩. তারপর, "Filter spam and offensive comments" এর অপশনটি চালু করে দিন।

Filter spam and offensive comments

এই সেটিংসটি একটিভ করলে, আপনি পরবর্তীতে ম্যানুয়ালি সেই সমস্ত Comments গুলো Approve করতে পারবেন, যেগুলো টিকটক আপত্তিকর বা স্প্যাম হিসেবে সনাক্ত করে।

৪. Comments থেকে কীওয়ার্ড ফিল্টার করুন

Comments থেকে কীওয়ার্ড ফিল্টার করুন

টিকটকে আপনার নিজস্ব কনটেন্টের নিচে থাকা Comments গুলো থেকে নির্দিষ্ট কীওয়ার্ড ফিল্টার করার জন্য একটি সেটিংস রয়েছে। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে Comment করতে দিতে না চান, তাহলে আপনি এই Comment গুলোকে Restrict করতে পারেন।

১. এই ফিচারটি ব্যবহার করার জন্য একইভাবে আপনার প্রোফাইল অপশন এ যান এবং উপরের ডান কোণায় থাকা থ্রি ডট আইকনে ক্লিক করুন।

মেন্যু অপশন

২. তারপর, “Settings and privacy > Privacy > Comments” অপশনে যান। এরপর, এখান থেকে "Filter keywords" এর অপশনটি চালু করে দিন।

টিকটকের Filter keywords" এর অপশন চালু করা

৩. এটি চালু করার পর নিচে, "Add keywords" এর অপশনে ট্যাপ করুন। এবার আপনি আপনার ভিডিওর Comment এর জন্য যে ধরনের শব্দগুলোকে অটোমেটিক্যালি হাইড করতে চাচ্ছেন সেগুলো এখানে লিখে এন্টার করুন এবং আরো কিওয়ার্ড যোগ করতে থাকুন।

Add keywords

যে ধরনের আপত্তিকর মন্তব্য গুলো আপনার ভিডিও র Comment-এ আসতে পারে, এখানে সে ধরনের কিছু কিওয়ার্ড লিখে দিন। ‌এক্ষেত্রে, যদি সেই কিওয়ার্ড কোন একটি Comment-এ থাকে, তাহলে সম্পূর্ণ Comment টি আপনার TikTok ভিডিওর নিচ থেকে হাইড হবে। এই সেটিংসটি একটিভ করার পরে, আপনি ফিল্টার করা কীওয়ার্ড ব্যবহার করে যেকোনো Comment ম্যানুয়ালি Approve করতে পারবেন।

৫. ভিডিও কীওয়ার্ড ফিল্টার করুন

ভিডিও কীওয়ার্ড ফিল্টার করুন

আপনি যদি TikTok এ ভিডিও স্ক্রোল করার সময় নির্দিষ্ট কিছু কিওয়ার্ড যুক্ত কনটেন্ট গুলো এড়িয়ে চলতে চান, তাহলে TikTok এর একটি ফিচারের মাধ্যমে এটি করতে পারবেন।

১. এটি করার জন্য একইভাবে আপনার TikTok এর প্রোফাইল অপশনে যান এবং উপরে থাকা মেনু অপশনে ক্লিক করুন।

টিকটক প্রোফাইলের মেন্যু অপশন

২. তারপর “Settings and privacy > Content preferences > Filter video keywords” অপশনে যান।

TikTok Filter video keywords

৩. এরপর এখান থেকে, "Add keyword" অপশনে ক্লিক করুন।

Add keyword অপশন

৪. এই স্ক্রিনে আপনি সে সমস্ত শব্দগুলো সিঙ্গেল ভাবে লিখুন, যেসব শব্দ যুক্ত কোন ভিডিও আপনি দেখতে চাচ্ছেন না। ‌উদাহরণস্বরূপ, আপনি আপনার ফিড থেকে গেমিং ট্যাগ যুক্ত কোন ভিডিও সরানোর জন্য "gaming" টাইপ করুন। এরপর আপনি এটি নির্ধারণ করতে পারেন যে, এই কনটেন্ট টি আপনার For You পেজ, Following, Friends, এবং/অথবা STEM পেজ থেকে ফিল্টার করতে চান কিনা।

For You পেজ, Following, Friends, এবং/অথবা STEM পেজ থেকে TIkTok Video ফিল্টার

আপনি যদি কোন একজন গেমার কে ফলো করেন, কিন্তু অন্যান্যদের গেমিং কনটেন্ট দেখতে না চান, তাহলে আপনি নিচের ফিল্টার অপশন গুলো থেকে শুধুমাত্র For You পেজ থেকে গেমিং কীওয়ার্ডটি লুকিয়ে রাখতে পারেন।

এই পদ্ধতিটি টিকটকে আপনি কীভাবে ভিডিও দেখতে চান, তার জন্য একটি সেরা কন্ট্রোল অপশন।

৬. টিকটক অ্যাকাউন্ট Mute করুন

টিকটক অ্যাকাউন্ট Mute করুন

সবশেষে, আপনি যদি কোন একটি একাউন্ট থেকে কন্টেন্ট সম্পর্কে নোটিফিকেশন পেতে না চান, তাহলে সেই একাউন্টের Posts Notification Mute করতে পারেন।

১. এজন্য আপনি সেই একাউন্টের পেজে যান এবং উপরে ডান কোনায় থাকা বেল বা নোটিফিকেশন আইকনে ক্লিক করুন।

টিকটক প্রোফাইলের নোটিফিকেশন আইকন

২. এরপর এখানে থাকা "None"অপশনটি সিলেক্ট করুন।

টিকটকের নোটিফিকেশন None করে দেওয়া

এই অপশনটি একটিভ করলে, আপনি আর সেই নির্দিষ্ট একাউন্ট থেকে কোন ধরনের Posts Notification পাবেন না। এই সেটিংসটি আপনার জন্য তখনই বিশেষভাবে সহায়ক হতে পারে, যদি কোন একাউন্ট থেকে বারবার নোটিফিকেশন আসার কারণে আপনি বিরক্ত হন।

শেষ কথা

টিকটক আমাদের বিনোদনের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। তবে, এই প্লাটফর্মে আমরা কখনো কখনো কিছু কনটেন্ট দেখতে চাই না। এই সমস্যার সমাধানের জন্য TikTok ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ফিল্টারিং অপশন রেখেছে।

এক্ষেত্রে আপনি যেসব অ্যাকাউন্ট দেখতে চান না তাদের ব্লক করুন, অপ্রাসঙ্গিক Post-এ "Not Interested" সিলেক্ট করুন, স্প্যাম ও আপত্তিকর Comments Filter করুন, Comments থেকে কীওয়ার্ড ফিল্টার করুন, ভিডিও কীওয়ার্ড ফিল্টার করুন এবং TikTok Account Mute করুন। এইসব পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার TikTok ব্যবহারের এক্সপেরিয়েন্সকে আরো বাড়াতে পারেন।

আর এসব টিপস এবং ট্রিকস ব্যবহার করে আপনি আপনার পছন্দ অনুযায়ী TikTok অ্যাপের কনটেন্ট নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন, যা আপনাকে একটি আনন্দদায়ক ভিডিও স্ক্রোলিং এর অভিজ্ঞতা দিতে পারে।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস