আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন টিউন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।
উইন্ডোজ এবং জনপ্রিয় কিছু সফটওয়্যারের জন্য মাইক্রোসফটের কাছে আমরা সবাই ঋণী। মাইক্রোসফট অফিস বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার সলিউশন সেই শুরু থেকে ব্যবহৃত হয়ে আসছে। যা বাড়িয়েছে প্রোডাক্টিভিটি, সহজ করেছে কঠিন কাজ। মাইক্রোসফটের কোর প্রোডাক্ট গুলো Word, Excel, এবং PowerPoint হলেও এর রয়েছে বৈচিত্র্যময় টুল স্যুট।
তবে মাইক্রোসফটের প্রোডাক্ট বেশ ব্যয়বহুল। Microsoft 365 তো অনেকে চাইলেও বৈধ ভাবে কিনে ব্যবহার করতে পারে না। আজকের এই টিউনে আমরা মাইক্রোসফট অফিসের সেরা কিছু বিকল্প নিয়ে আলোচনা করব।
মাইক্রোসফট অফিসের অন্যতম সেরা বিকল্প হচ্ছে FreeOffice। তবে এটি এতটা জনপ্রিয় না। এটা মাইক্রোসফটের সব টুল প্রোভাইট না করলেও এতে পাবেন Word, Excel এবং PowerPoint এর বিকল্প। তাদের অ্যাপ গুলোর নাম TextMaker, PlanMaker, এবং Presentations।
ইউজার ইন্টারফেস মাইক্রোসফট থেকে অনুপ্রাণিত হলেও এগুলো আরও কমপ্যাক্ট। দেখতে পুরনো অফিসের মত। ব্যাসিক সব ফাংশনালিটি আছে এতে। প্রতিটি অ্যাপে কাজ শুরু করার আগে কিছু টেম্পলেট পাবেন।
ফ্রিতে এটি ব্যবহার করা যায় তবে পেইড ভার্সনে আপনাকে অতিরিক্ত কিছু ফিচার দেবে। তবে পেইড ভার্সন কেনার জন্য তারা আপনাকে চাপ দেবে না। ইন্সটল করে নীরবে ব্যবহার করতে পারবেন। পেইড ভার্সনে আপনি এডভান্সড প্রুফ-রিডিং এবং স্পেল চেক পাবেন।
এর রয়েছে Windows, Linux, macOS এবং মোবাইল ভার্সন।
অফিসিয়াল ওয়েবসাইট @ FreeOffice
আমরা জানি মাইক্রোসফটের বড় প্রতিদ্বন্দ্বী হল গুগল। তারই প্রমাণ পাওয়া যায় গুগলের নিজস্ব অফিস অ্যাপ এর দিকে তাকালে। প্রায় একই রকম সুবিধা দিয়ে তৈরি করা হয়েছে গুগলের অফিস অ্যাপ গুলো।
এই অ্যাপ গুলো মূলত অনলাইন অ্যাপ। তবে অফলাইনেও কাজ করা যায়। ওয়েবসাইট গুলো ইন্সটল করে অফলাইন অভিজ্ঞতা নেয়া যায়।
ইউজার ইন্টারফেস ভিন্ন হলেও ব্যাসিক এলিমেন্ট গুলো একই। ডকুমেন্ট লিখতে পারবেন, প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন এবং স্প্রেডশিট ম্যানেজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে৷ গুগলেরও আরও আছে ফর্ম যা দিয়ে অনলাইন জরিপ, এক্সাম তৈরি করা যায়।
অফিসিয়াল ওয়েবসাইট @ Google Docs
আরেকটি বিকল্প অফিস অ্যাপ হচ্ছে OfficeSuite। এর কোর অ্যাপ যেমন Documents, Sheets, Slides, এর পাশাপাশি আছে Mail, এবং PDF। এর মেইলকে Outlook এর বিকল্প হিসেবে ভাবা যায়। মাইক্রোসফটের PDF এর কোন সার্ভিস না থাকলেও এর রয়েছে PDF reader।
OfficeSuite এর সাথে মাইক্রোসফট স্যুট এবং গুগল অ্যাপের মিল রয়েছে। কাজ শুরু করার আগে এখানে টেম্পলেট পাবেন এবং সাইন ইন করা থাকলে অটোমেটিক অনলাইনে sync হবে আপনার কাজ।
অফিসিয়াল ওয়েবসাইট @ OfficeSuite
মাইক্রোসফট অফিসের আরেকটি ফ্রি বিকল্প হচ্ছে WPS Office। তাছাড়া এডভান্সড ফিচারের জন্য প্রিমিয়াম প্ল্যানও রয়েছে৷ কোর ফাংশনালিটি সহ Word, Excel, এবং PowerPoint এর পাশাপাশি এর আছে একটি PDF স্যুট।
অন্য তিনটি অ্যাপ থেকে এটি ভিন্ন। একটি অ্যাপের মধ্যে তিনটি অ্যাপ কাজ করে। প্রতিটি নতুন ডকুমেন্ট একটি ট্যাবে ওপেন হবে, আলাদা কোন উইন্ডো ওপেন হবে না। ফোকাস এক্সপেরিয়েন্সের কথা ভেবে এটি তৈরি করা হয়েছে।
মাইক্রোসফটের মত ইউজার ইন্টারফেস হলেও এর স্বকীয়তা রয়েছে। তবে এর অসুবিধা হচ্ছে এতে এড দেখায় এবং WPS Premium বাটন দেখতে বেশ বিরক্তিকর লাগে। এর ভাল একটি দিক হল এর রয়েছে মোবাইল ভার্সন। আপনি অ্যান্ড্রয়েড ফোনেও অফিস অ্যাপ ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ WPS Office
সবচেয়ে ক্লাসিক স্টাইলের বিকল্প হচ্ছে LibreOffice। এটি দেখতে পুরনো Office 2000/2003 এর মত। লিনাক্স ইউজারদের জন্য জনপ্রিয় অফিস সলিউশন এটি। ওপেন সোর্স প্রজেক্ট হবার কারণে সম্পূর্ণ ফ্রিতে এটি ব্যবহার করা যায়।
এর অনেক গুলো অ্যাপ রয়েছে যেমন Writer (Word), Calc (Excel), Impress (PowerPoint), Base (Access), রয়েছে Math ও Draw। LibreOffice Draw দিয়ে ইমেজ এবং ডায়াগ্রাম আকা যায়। গাণিতিক সমস্যায় আপনাকে সাহায্য করবে Math।
এর ইউনিক আরেকটি বৈশিষ্ট্য এর রয়েছে Microsoft Access, এর বিকল্প অ্যাপ। যার মাধ্যমে ফ্রিতে ডাটাবেস ম্যানেজ করতে পারবেন।
আপনি যদি এর পুরনো লুক পছন্দ না করেন তাহলে একই প্রজেক্টের Apache OpenOffice, ব্যবহার করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ LibreOffice
এই টিউনের মাধ্যমে আশা করা যায় আপনি অনেক গুলো অফিসের বিকল্প অ্যাপ পেয়ে গেলেন। তবে অনেকের কাছে Libre Office বেশ জনপ্রিয়। ক্লাসিক লুক এবং ওপেন সোর্স হওয়াতে ফ্রিতেই সব গুলো টুল ব্যবহার করা যায়।
তো আজকে এই পর্যন্তই, কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।