অনলাইন থেকে টাকা আয় করার কতো কতো মাধ্যম যে এখন রয়েছে তার হয়তো নির্দিষ্ট কোনো পরিসীমা নেই। কিন্তু আমরা সবগুলো আয়ের উপায় জানি না বিধায় কাজ করতে পারি না। অনেকেই আবার ভুলভাল কাজে সময় নষ্ট করে, ফলে টাকা আয় করতে পারে না। আজ একটি নতুন অনলাইন কাজ সম্পর্কে আপনাদের অবগত করবো। অনেকেরই হয়তো অনলাইন কাজের এই সেক্টর সম্পর্কে এখনও অজানা।
আপনি প্লে স্টোরে App রিভিউ করে এবং গুগল ম্যাপ এর রিভিউ করে আয় করতে পারবেন। প্লে স্টোরের App এর অনেক মালিক তাদের App এর জনপ্রিয়তা বাড়াতে পেইড রিভিউ কিনে থাকে। এতে করে তাদের ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পায় এবং বিশ্বস্ততা বৃদ্ধি পায়। এই কাজগুলো তারা সাধারণ প্লে স্টোর ইউজার দের কাছ থেকে করিয়ে নেয়। তাই চাইলে আপনিও এই কাজ করে মাসে খুব ভালো একটা এমাউন্ট আয় করে নিতে পারবেন।
App রিভিউ এর কাজ আহামরি কঠিন কিছু না। আপনি যদি স্বাভাবিক ভাবে স্মার্টফোন সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন তাহলে খুব সহজেই এই কাজটি করতে পারবেন। আর এজন্য কিন্তু আপনার ল্যাপটপ বা কম্পিউটার এর প্রয়োজন হবে না। শুধু একটি স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকলেই হবে।
আমরা প্লে স্টোরে কোনো App ডাউনলোড করার সময় প্রায়ই এর রিভিউ দেখে নেই। App এর নিচের অংশে অনেক রিভিউ সারিবদ্ধভাবে থাকে। সেখান থেকে পজিটিভ রিভিউ দেখে সন্তুষ্ট হলে তবেই App টি ডাউনলোড করি। এই রিভিউ যেখানে সারিবদ্ধভাবে থাকে সেখানে App এর রিভিউ দেয়ার জন্যও অপশন পাবেন। ঐ অপশনে ক্লিক করে আপনি আপনার ক্লায়েন্ট এর নির্দেশনা মোতাবেক রিভিউ দিতে পারবেন।
এক্ষেত্রে আপনার রিভিউ কোয়ালিটি যতো ভালো হবে আপনার রিভিউ রেট ততোই বাড়বে।
ঠিক একই ভাবে গুগল ম্যাপ এর বিভিন্ন লোকেশনে প্রবেশ করলে আমরা ঐ স্থানের রিভিউ দেখতে পাই। এই রিভিউ গুলো অনেক প্রতিষ্ঠান টাকার বিনিময়ে কিনে নেয়। গুগল ম্যাপের নির্দিষ্ট লোকেশনে প্রবেশ করে আপনি রেটিং ও রিভিউ দেয়ার অপশন পাবেন। আপনার ক্লায়েন্ট এর নির্দেশনা মোতাবেক আপনাকে রিভিউ লিখতে হবে। মনে রাখবেন রিভিউ লিখতে পাড়াটাও একটা আর্ট।
এভাবে যে কোনো App বা গুগল ম্যাপ এর লোকেশনে প্রবেশ করে ক্লায়েন্ট এর নির্দেশনা মোতাবেক রিভিউ দিয়ে আপনি বেশ ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন।
মূলত এই ধরনের রিভিউ এর কাজের জন্য আলাদা কোনো প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট নেই। লোকাল ক্লায়েন্ট ধরে আপনাকে এই কাজগুলো সংগ্রহ করতে হবে। বিভিন্ন কোম্পানি যে কোনো একজন ব্যক্তিকে চুক্তি ভিত্তিতে এই ধরনের কাজ দিয়ে থাকে। ঐ ব্যক্তি আবার একটি বিশাল কর্মী সংগ্রহ করে কাজগুলো করিয়ে নেয়। আপনার কাজ হবে লোকাল ক্লায়েন্ট এর সাথে একটি সুসম্পর্ক স্থাপন করে কাজ সংগ্রহ করা।
এখন প্রশ্ন হতে পারে এই ধরনের ক্লায়েন্ট আপনি কোথায় পাবেন? মূলত ফেসবুকে বেশ কয়েকটি গ্রুপ আছে যেখানে নিয়মিত এই ধরনের রিভিউ কাজ এর জন্য জব অফার করা হয়। মূলত লোকাল ক্লায়েন্ট রা ওয়ার্কার খুঁজে বের করতে এখানে Post করে। তো আপনি এই ধরনের ফেসবুক গ্রুপে নিয়মিত একটিভ থেকে কাজের সন্ধান করতে পারেন৷ নিয়মিত ক্লায়েন্ট দের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন এবং জব অফার পেলেই সাথে সাথে আবেদন করবেন।
ফেসবুকে 'App রিভিউ জব' লিখে সার্চ দিলেই আপনি এমন অনেক জব অফার ও গ্রুপ খুঁজে পাবেন। এখান থেকেই দেশী কিংবা অন্যান্য দেশের বিভিন্ন ক্লায়েন্ট এর সাথে সম্পর্ক স্থাপন করতে পারবেন। কাজ বুঝে নিয়ে ভালোভাবে সম্পন্ন করার পর ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে পেমেন্ট নিয়ে নিতে পারবেন।
যারা অবসর সময়কে কাজে লাগিয়ে হাত খরচের জন্য অল্প কিছু টাকা আয় করতে চান তাদের জন্য এটি খুবই সহজ এবং উপযুক্ত একটি কাজ। কাজের ধরন এবং ক্লায়েন্ট ভেদে একটি কাজের জন্য আপনি ৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত পেতে পারেন। আশাকরি যারা অনলাইনে কিছু একটা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের টিউনটি উপযুক্ত ছিল। ধন্যবাদ।
আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।