আপনাদের এমন একটি অ্যাড্রয়েড অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব যা আমাদের দৈনন্দিন জীবনে ও দাপ্তরিক কাজে খুবই প্রয়োজনীয়। অ্যাপটির নাম Color Note, এই অ্যাপটি আপনি Play Store এ সার্চ করলেই পেয়ে যাবেন। তবু আমি ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি: https://play.google.com/store/apps/details?id=com.socialnmobile.dictapps.notepad.color.note প্লেস্টোরে এরকম আরও অনেক অ্যাপ আছে কিন্তু আমার কাছে এ অ্যাপটি অনেক ইউজার ফ্রেন্ডলি বলে মনে হয়েছে।
অ্যাপটির কাজ:
আপনার যেকোনো লেখা যেমনঃ চিঠিপত্র, হিসাব, যেকোনো লেখার ড্রাফট, লিংক, নাম-ঠিকানা, মোবাইল নং ইত্যাদি বা আপনি যা লিখে সংরক্ষণ করে রাখতে চান তা এই অ্যাপের অনলাইনে স্টোরেজে আজীবন সংরক্ষিত থাকবে। যেকোনো সময় সার্চ করে বা তারিখ অনুসারেও বের করে নিতে পারবেন। অনেকে ই-মেইলের ড্রাফটে বা সেন্ড আইটেমে বিভিন্ন লেখা বা নোট সংরক্ষণ করেন, যা পরবর্তীতে বের করা কষ্টসাধ্য। এই অ্যাপটিকে আপনি ডিজিটাল নোটখাতা বা ডায়েরিও বলতে পারেন।
ধরুন আপনি ফ্রি আছেন, একটি কবিতা বা গান লিখবেন কিংবা ভাবলেন অফিসের একটা কাজের ড্রাফট বা ফাইলনোট সাজিয়ে রাখবেন কিন্তু কাছে কম্পিউটার বা ল্যাপটপ নেই। তখন আপনি আপনার লেখাটি এখানে লিখে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। কিংবা অনলাইনে কোনো একটা লেখা আপনার খুব পছন্দ হলো যা আপনি সংরক্ষণ করতে চান। আপনি লেখাটি কপি করে Color Note এ সংরক্ষণ করতে পারবেন।
যা পরবর্তীতে কপি করে Whatsapp, Telegram, Gmail থেকে এমনি কাউকে পাঠিয়ে দিবেন। তারপর পাঠানো লেখাটি কম্পিউটার থেকে কপি করে নিবেন। লেখাটি কপি করে সহজেই আপনি ওয়ার্ডে নিয়ে যেতে পারবেন এবং প্রিন্টও করতে পারবেন। লেখাটির ফন্ট ইউনিকোড হবে। চাইলে লেখাটি Sotonny Mj ফন্টেও অনলাইনে কনভার্ট করে নিতে পারবেন। সরকারি এই ওয়েব সাইটটি থেকে: https://bsbk.portal.gov.bd/apps/bangla-converter/index.html
অ্যাপটি ডাউনলোড ও ইন্সটল করুন। +(যোগ) চিহ্নে ক্লিক করলে একটি নতুন পেইজ ওপেন হবে। ওখানে আপনার ইচ্ছামতো বাংলা বা ইংরেজীতে লিখুন এবং পছন্দমতো কালার সেট করে নিন। সেইভ করতে হবে না, অটোমেটিক সেইভ হয়ে যাবে। Online Backup অপশনে আপনার আপনার Gmail টি অ্যাড করে দিন। আপনার মোবাইল হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও আপনার তথ্যগুলো হারাবে না। নতুন মোবাইলে Color Note ইন্সটল করে gmail এড করবেন ব্যাস আপনার তথ্য Color Note এ চলে আসবে।
অ্যাপটি ব্যবহার করে মন্তব্য করতে ভুলবেন না। এটাই আমার প্রথম টিউন। লেখায় কোনো ভুল-ত্রুটি থাকলে, ক্ষমাপ্রার্থী। ধন্যবাদ সবাইকে।
আমি শিপন সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ॐ नमो भगवते वासुदेवाय नमः