কোন কনভার্টার ছাড়াই মুভি ফাইল জোড়া লাগানোর পানির চেয়েও সহজ উপায়

আজ অসাধারন একটা সাধারন জিনিস নিয়ে আলোচনা করব 🙂 । আশা করি ভাল লাগবে। তাহলে শুরু করা যাক।

ধরুন আপনার কম্পিউটারে কোন মুভি ফাইল আছে। এতে দুটি ফাইল আছে। একটি প্রথম অংশ এবং আরেকটি বাকী অংশ। এখন আপনি যদি ফাইল দুটি জোড়া লাগাতে চান তাহলে সাধারন ভাবে আপনাকে কনভার্টারের সাহায্য নিতে হবে। কিন্তু কোন কনভার্টার ছাড়া অর্থাৎ মুভি ফাইল কনভার্ট না করেও একসাথে যুক্ত করা যায়। একাধিক ফাইল একসাথে যুক্ত করাকে মার্জ (Marge) বা কম্বাইন (Combine) বলে।

কনভার্টার ছাড়া মুভি বা ভিডিও ফাইল মার্জ করার জন্য একটি ওপেন সোর্স ও ফ্রী ছোট একটি সফটওয়্যার লাগবে। যার নাম সবার জানার কথা। এর নাম সেভেন জিপ (7-Zip)।

অবাক হলেন! কম্প্রেস করার সফট দিয়ে আবার ভিডিও ফাইল মার্জ করা যায় ক্যামনে! যায়। এটা আসলে একটা ছোট ট্রিক্স। যা দিয়ে আপনি MKV, VOB ইত্যাদি মুভি ফাইল মার্জ করতে পারবেন। 7-Zip সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

7-Zip দিয়ে মার্জ করার নিয়ম নিচে বিস্তারিত দেখানো হলঃ

প্রথমে যে ফাইল গুলো মার্জ করবেন তাদের নাম পরিবর্তন করতে হবে। নাম পরিবর্তন করার নিয়ম হলঃ

  • ফাইল গুলোর একই নাম হতে হবে।
  • এবং ফাইল গুলোর নামের শেষে পর্যায়ক্রমিক ভাবে .001, .002, .003 ইত্যাদি যোগ করতে হবে।

যেমনঃ ধরি কোন একটা মুভির নাম S.one 🙂 । এটি একটি VOB ফরমেটের মুভি। এর দুটি অংশ মার্জ করতে হবে। তাহলে প্রথম ফাইলেন নাম দিতে হবে S.one.vob.001 এবং ২য় অংশের নাম দিতে হবে S.one.vob.002 । যদি এতে ৩য় কোন ভাগ থাকত তাহলে তার নাম দিতে হত S.one.vob.003 । নিচের চিত্রে একটা উদাহরন দেয়া হয়েছে।

আশা করি রিনেম করার ব্যপারটা বুঝতে পেরেছেন।

৯৯ ভাগ কাজ শেষ। এখন শুধু তিনটা ক্লিক বাকী আছে। আপনাকে এবার প্রথম ফাইলটার অর্থাৎ যেটার শেষে .001 আছে সেটার উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে 7-Zip থেকে Extract Here এ ক্লিক করতে হবে। তাহলেই 7-Zip মুভি ফাইল গুলোকে মার্জ করে ফেলবে।

▼▼▼▼▼

▼▼▼▼▼

উপরের চিত্রে ব্ল্যাক বর্ডার দেয়াটা মার্জ হওয়ার পর নতুন ফাইল। বুঝতে সমস্যা হলে এখান থেকে 3.41 মেগাবাইটের ভিডিওটা ডাউনলোড করে দেখতে পারেন।

7-Zip দিয়ে মুভি ফাইল মার্জ করার জন্য অবশ্যই ফাইল গুলো একই মুভির এবং অবশ্যই একই ফরমেটের হতে হবে। আমি নিজে MKV এবং VOB ফাইল মার্জ করে সফল হয়েছি। অন্য কোন ফরমেট মার্জ না হলে আমি দায়ী থাকব না 🙂

সাধারনত একাধিক মুভি যুক্ত ডিভিডি থেকে মুভি আলাদা করলে দেখা যায় একটা করে মুভির দুই থেকে চার,পাচটা ভাগ পর্যন্ত পাওয়া যায়। এসব মুভি মার্জ করতে উপরের পদ্ধতি ১০০% কার্যকরী। এছাড়া অনেক ডাউনলোড সাইট থেকে MKV মুভি ডাউনলোড করলে একাধিক ফাইল থাকলে এ পদ্ধতিতে তা মার্জ করতে পারবেন।

আশা করি ট্রিক্সটি কাজে লাগবে। কোন সমস্যা হলে কমেন্টে বলবেন। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

পূর্বপ্রকাশঃ এখানে

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good
n
tnx

*.001, *.002-এর ব্যাপারটা আগেই জানতাম। তবে তা এভাবেও কাজে লাগানো যায়, কখনো ভাবিনি!!
খুব্বই সুন্দর একটা ট্রিক্স শেখানোর জন্য অশেষ ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে

ভাই মার্জ করার পর ফাইলের সাইজ ঠিক বড় হইসে কিন্তু ভিডিও ডিউরেসন ১ নাম্বার ফাইলের সমানই থাকে। এতে কোনও লাভই হবে না। একটু চেক করবেন কী? আমি avi দিয়ে ট্রাই করসিলাম।

    @মুনীর: ভাই আমি পোষ্টেই বলেই এটা MKV এবং VOB ফাইলের ক্ষেত্রে কাজ করবে। অন্য গুলোতে করার সম্ভাবনা নাই বললেই হয়। ধন্যবাদ।
    অন্য ফর্মেটের ফাইল মার্জ করার জন্য আপনি যে কোন ভিডিও কনভার্টার সফটওয়্যার ব্যাবহার করতে পারেন। ধন্যবাদ।

Level 2

Vai hoy na, ami mkv dia try korsi.
file size 2 tar soman e but pura somoy 1st file tai play hoy. help………..

    @sakilsakib: ভাই সঠিক ভাবে করলে অবশ্যই হবে। আমি নিজে ট্রাই করছি। আপনি টিউনে দেয়া ভিডিওটা ডাউনলোড করে দেখেন। সেখানে আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি। টিউনটা ভাল করে পড়ে দেখেন সব ঠিক মত করেছেন কিনা।
    এভাবে মার্জ করার প্রধান সর্ত হল- ‘মার্জ করার জন্য অবশ্যই ফাইল গুলো একই মুভির হতে হবে এবং অবশ্যই একই ফরমেটের হতে হবে।’ সর্ত মেনে এবং সঠিক ভাবে করলে অবশ্যই কাজ করবে।

eto jhamela na kore ultra video joiner diye e kaj chalai ..

    Level 0

    @samad.mijan: ঠিক

    @samad.mijan:
    এই সহজ কাজটাও আপনার জন্য ঝামেলার???!! :O

    @samad.mijan: যার যেটা সহজ লাগে সে সেটা চালাবে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে অবশ্যই সবার এ অধীকার আছে. .. … 🙂

Level New

কোন সফটওয়্যার জোড়া লাগানো যাবে কিনা ?

    @kamal ahammed: may be. ট্রাই করিনাই। তবে দুটো সফট একসাথে মার্জ করলে একসাথে সফট দুটো চালু হতে পারে। তবে সব সফট কাজ নাও করতে পারে। এক ধরনের ভাইরাস আছে যারা কম্পিউটারের সাথে মার্জ হয়ে যায় এবং ঐ সফটটি চালু করলে সাথে ভাইরাসও চালু হয়। মাঝে মাঝে কিছু সফট নষ্টও হয়ে যায়। এর থেকে বলা যায় মার্জ করা যাবে তবে সব সময় কাজ নাও করতে পারে। 🙂

অডিও ফাইল জোড়া দিতে কোন সফটওয়ার ব্যবহার করবো?

Level 0

darun.opurbo.khub shohoj to

আমি । .flv দিয়ে try করছি ।হইছে কিন্তু audio এবং video দুইটা ফাইল create হইছে। কি করতে পারি।

    @সামি: ভাই এটা শুধু MKV এবং VOB ফাইলের ক্ষেত্রে কাজ করবে। flv তে করবে না। 🙁

@sufi: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

ভাই অনেক ধন্যবাদ আর গলদ মেডেল দিলাম , কিন্তু লগে একটা ফাও বুদ্ধি দেন >>>>7-Zip ছাড়া , WinRAR archiver, a process RAR and ZIP files দিয়া হইব না ????????

    @ইশতিয়াক: না। এখানে 7-Zip এর যে অপশন ব্যবহার করা হয়েছে তা WinRAR এ নেই।

******গলদ***** , ভাই গোল্ড লিখতে গিয়া “গলদ” হয়া গেসিল মাফ কইরা দিয়েন গো ভাই ।

ভাই আমার কথার মইদ্ধে সুদ্ধতা নাই , ক্ষমা কইরেন হোগল এ ।

Level 0

vai extract here dile amar ta errors dekhay.help korben ki

Level 0

মার্জ ki vabe kore

ধইন্না পাতা কুচি কুচি

Level 0

ধন্যবাদ কমেন্ট করার জন্য। bisal উপাকার

ভাইয়া, আমার কাছে ধরুন একটা মাত্র পার্ট আছে। আমি সেই একটা পার্ট ই দেখতে চাচ্ছি। তাহলে কি করতে পারি বলবেন কী?

@রায়হান: আপনাকেও ধন্যবাদ।