ছবি এডিটিং এর সেরা ৫ টি AI ওয়েবসাইট, যেগুলোতে অটোমেটিক আপনার ছবি এডিট করে দিবে

বিসমিল্লাহির রহমানির রাহিম, আশাকরি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।

আপনার সমস্ত ছবি এডিট করে দিবে AI অর্থাৎ Artificial Intelligence। আপনার যদি ফটোশপ বা অন্য কোন সফটওয়্যারে ছবি এডিট করার কোন দক্ষতা না ও থাকে তারপরও কিন্তু আপনি চাইলে Professional দের মতো যেকোনো ছবি এডিট করে নিতে পারেন। আজকের এই টিউনে বিশ্বের সব থেকে পাওয়ারফুল ৪টি AI ওয়েবসাইট নিয়ে।

১. প্রথম ওয়েবসাইট: Replicate

আপনার যে কোন ধরনের লো রেজুলেশনের ছবি যদি থেকে থাকে আর সেই ছবিটি যদি এই ওয়েবসাইটে দেন তাহলে এটা হাই রেজুলেশন এর ছবিতে পরিণত করে দিবে, বিশেষ করে একটা ঝাপসা ছবিকে ছবির কোয়ালিটি এতটাই ঠিক রেখে High Regulation এ পরিণত করা আমার কাছে রীতিমতো অবিশ্বাস্য মনে হয়েছে। আমি এই ওয়েবসাইটে যতবার আমার ছবি Import করেছি ততবারই ছবি দেখে মুগ্ধ হয়েছি।

Replicate

অফিসিয়াল ওয়েবসাইট @ Replicate

২. দ্বিতীয় ওয়েবসাইট: Adobe Firefly

Adobe Firefly হলো Adobe এর একটি ওয়েবসাইট। এটাকে Most Powerful একটা Site বলতে পারেন। এই সাইট দিয়ে আপনি এমন সব ছবি এডিট করতে পারবেব যেটি আসলে আপনি আগে কখনো কল্পনাও করতে পারতেন না। আপনি এই কাজ যদি Photoshop দিয়ে করতেন তাহলে হয়ত ২-৩ সময় লেগে যেতে পারত, কিন্তু এখন আমি যে Way দেখাবো এটার দ্বারা খুব সহজেই ছবি গুলো এডিট করতে পারবেন। এই ওয়েবসাইটের সুবিধা আসলে আপনাকে বলে শেষ করা যাবে না। আগে ছবিতে জামা-কাপড় এড করার জন্য ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করতে হতো, কালার চেঞ্জ করতে হতো কিন্তু এখানে তেমন কিছুই আপনাকে করতে হবে না, নতুন জামা কাপড় আপনি এড করতে পারেন, কালার এড করতে পারেন, তাছাড়া আরো অনেক কিছু আপনারা করতে পারেন। আমি আপনাদের বুঝানোর জন্য একটি উদাহরণ দেই, মনে করুন আমি এখানে বসে আছি, এখন এই বসে থাকা ছবি দিয়ে Adobe Firefly কে যদি বলি আমার পেছনে গাছ থাকিবে, নদী থাকবে এরকম Natural একটি পরিবেশে ছবি নিয়ে দেওয়ার জন্য এক কথায় আমি যা যা Interaction দেবো সে অনুযায়ী কিন্তু Adobe Firefly আমাকে ছবি এনে দিবে, ছবিতে যে Element গুলো বসানো হবে প্রত্যেকটি আপনার কাছে Natural মনে হবে। এই ওয়েবসাইটে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন, আপনি যদি মনে করেন ছবিতে হাসার প্রয়োজন তাহলে আপনি কিন্তু Adobe firefly এর মাধ্যমে কিন্তু মুখে হাশি দিয়ে ছবি তৈরি করতে পারবেন।

Adobe Firefly

অফিসিয়াল ওয়েবসাইট @ Adobe Firefly

৩. তৃতীয় ওয়েবসাইট: ClipDrop

ছবি এডিটিং এর সেরা ৫ টি AI ওয়েবসাইট, যেগুলোতে অটোমেটিক আপনার ছবি এডিট করে দিবে

আমার কাছে মনে হয় ছবি এডিটের জন্য সেরা একটি ওয়েবসাইট হলো ClipDrop। আগে আমরা ফটোশপ দিয়ে যে-সব কাজ ঘণ্টার পর ঘণ্টা করেও করতে পারি নাই, এখন কিন্তু আমরা খুব সহজেই জাস্ট ১ থেকে ৩০ সেকেন্ডের মধ্যেই সেসব ছবি এডিট করতে পারি। আমরা বলতে পারি যে এটি একটি Most Powerful AI Website। এই সাইটের অনেক গুলো টুলস রয়েছে তার মধ্যে Stable, Difitiom, Excel টুলস দিয়ে আপনি টিউমেন্টের সাহায্য আপনি অসাধারণ সব ছবি তৈরি করতে পারবেন।

এই ওয়েবসাইটে আরেকটি টুলস হলো Uncrop টুলস। মনে করুন আপনার একটি ছবি রয়েছে 1X1, এখন আপনার একটি ছবির প্রয়োজন সেটা হলো 16X1, এখন আপনি এই টুলস এ 1X1 এর ছবিটি বসিয়ে দিলে সে চতুর্দিকে সুন্দর করে বর্ডার দিয়ে আপনার সামনে প্রেজেন্ট করবে। এখানে কিন্তু যে ব্যাকগ্রাউন্ড বা এলিমেন্ট তৈরি করবে সেটা কিন্তু AI এর সাহায্য নিয়েই তৈরি করবে।

এই ওয়েবসাইটে আরেকটি টুলস রয়েছে, সেটা হলো REIMAGINE XL টুলস। এটা দিয়ে আপনি চমৎকার ভাবে আপনার ঘরের ডেকোরেশন করতে পারবেন। আপনি যদি আপনার ঘরের একটি ছবি তুলে এই AI এ দেন তাহলে সে এমন সুন্দর করে ডেকোরেশন করে দেখাবে, আপনার ঘরে কি কি ডেকোরেশন করতে পারেন বা কি কি পরিবর্তন করতে পারেন সম্পূর্ণ আপনার সামনে নিয়ে আসবে।

এই সাইটের আর একটি টুলস হলো Cleanup টুলস। এই টুলসের সাহায্য আপনি আপনার ছবি থেকে অপ্রত্যাশিত যেকোনো কিছু সহজেই রিমুভ করতে পারেন। তবে Snapchat এর থেকে এটা কিন্তু অনেক ভালো ভাবে কিছু রিমুভ করতে পারে।

এই ওয়েবসাইটের পরবর্তী টুলস হলো Remove Background। এই টুলস দিয়ে আপনি এলোমেলো চুলসহ যেকোনো কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমিরা যখন Photoshop দিয়ে কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি এবং সে ব্যাকগ্রাউন্ডে যদি কোন গাছ বা এরকম কিছু থাকে তাহলে কিন্তু সহজেই সেটা রিমুভ করতে পারি না, এই টুলস থেকে কিন্তু সেটা আপনি নিমিষেই করে ফেলতে পারেন।

এই সাইটের আরেকটি Most Important টুলস হলো Relight। আমরা যখন কোন ছবি তুলি, অনেক সময় ছবি তুলার সময় লাইট ব্যালেন্স ঠিক থাকে না কিন্তু আপনি যদি ছবিটি এই টুলস এ ইমপোর্ট করেন তাহলে যেকোনো প্রকার লাইট যেখানে ইচ্ছে সেখানে দিয়ে আপনার মনের মতো করে ছবিটি করতে পারেন।

ClipDrop

অফিসিয়াল ওয়েবসাইট @ ClipDrop

৪. চতুর্থ ওয়েবসাইট: Leonardo AI

এই সাইট কিন্তু ছবি এডিটিং এর মধ্যে অনেক পাওয়ারফুল একটি সাইট। এই সাইটে আপনি ছবির ফরমুলা লিখে দিবেন, এটাকে কিন্তু সে এত চমৎকারভাবে ছবি তৈরি করে সিবে যা আপনি বিশ্বাস করতে পারবেন না, এখানে কালার রেজুলেশন সব মিলিয়ে অসাধারণ ছবি এডিট করে দিবে। আমি মনে করে আপনি যদি ছবি নিয়ে কাজ করে থাকেন তাহলে এই সাইট আপনার কাছে সেরা একটি সাইট হতে পারে।

Leonardo AI

অফিসিয়াল ওয়েবসাইট @ Leonardo AI

৫. পঞ্চম ওয়েবসাইট: Cutout.Pro

এটাও কিন্তু ছবি এডিটিং এর জগতে সেরা একটি ওয়েবসাইট। এই সাইটে আপনি যেকোনো প্রকার নরমাল ছবি পাসপোর্ট সাইজের ছবিতে পরিণত করতে পারবেন। এখান থেকে আপনি যেকোনো ছবিতে বিভিন্ন জামা কাপড় এড করতে পারবেন, এটার যে ম্যাচিং তা দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা AI করেছে। এটার পেছনে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তাছাড়া আরো অনেক কাজ রয়েছে। মনে করুন আপনি পাসপোর্টের জন্য একটি ছবি তুলতে চাচ্ছেন, তাহলে তো আপনি সাইজ ঠিক করতে পারবেন না, আপনি আপনার নির্দিষ্ট ছবিটি এই ওয়েবসাইট দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেকোনো কালার দিতে পারেন। তাছাড়া এই ওয়েবসাইটে আপনি ঝাপসা ছবিকে ক্লিয়ার ছবি করতে পারেন। ঝাপসা ভিডিও থেকে একটা ক্লিয়ার ছবি তৈরি করতে পারেন। ছবি থেকে অ্যানিমেশন তৈরি করতে পারেন। সাদাকালো ছবি আপনি কালার ছবি করতে পারেন। তাছাড়া আরো অনেক টুলস রয়েছে যেগুলো দ্বারা আপনার ছবির যেকোনো সমস্যা দূর করতে পারেন।

Cutout.Pro

অফিসিয়াল ওয়েবসাইট @ Cutout.Pro

এখন সবাই তাদের নিজের ছবিকে আকর্ষণীয় করে তুলতে চায়, তাই সবাই তার ছবিকে বিভিন্নভাবে এডিট করে থাকে। আজকের এই টিউনে আমি যে ওয়েবসাইটগুলো নিয়ে আলোচনা করেছি এগুলোর মাধ্যমে আপনিও আপনার ছবিকে অনেক আকর্ষণীয় করতে পারবেন। আপনি আপনার ছবিকে লাইটিং করতে পারবেন, আপনার ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, আপনার ছবির জামা কাপড় চেঞ্জ করতে পারবেন, আপনার ঝাপসা ছবি পরিষ্কার ছবিতে পরিণত করতে পারবেন। আপনার ছবি সঠিক সাইজে পাসপোর্ট সাইজের ছবিতে পরিণত করতে পারবেন। আপনার ছবির সকল সমস্যা দূর করতে পারবেন এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে। আমার কাছে এই ওয়েবসাইট গুলো ছবি এডিটের ক্ষেত্রে বেস্ট।

আশাকরি আজকের এই টিউন আপনাদের উপকারে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন টপিক নিয়ে, খোদা হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস