মিনিটে মিনিটে আপনার স্মার্টফোনের লক অটো চেঞ্জ হবে, দেখে নিন দারুণ এই ফিচার!

বিসমিল্লাহির রহমানির রাহিম, সবাই কেমন আছেন? আমি আশাবাদী আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

আপনার মোবাইলে এমন একটি সেটিংস করে রাখতে পারেন যে আপনি যদি অনেক মানুষের সামনে আপনার মোবাইলে স্ক্রিন লক দিয়ে আপনার মোবাইল আনলক করেন তারপরেও কিন্তু আপনার পাশে থাকা মানুষ আপনার মোবাইল হাতে নিয়ে লক খুলতে পারবে না। আপনি এই সেটিংস করার পর যে কাউকে আপনার ফোনের লক দেখিয়ে আনলক করুন, এবং পরবর্তীতে ঐ মানুষের হাতে আপনার মোবাইল দিলে সে আনলক করতে পারবে না, তার মেইন কারণ হলো এই সেটিংস করার পরে আপনার মোবাইলের লক মিনিটে মিনিটে অটোমেটিক পরিবর্তন হবে। অনেক সময়া আমাদের পাশের মানুষ আমাদের মোবাইলের লক জেনে যায়, তারপর সে চাইলে আপনার মোবাইলের লক আনলক করে ফেলে। কিন্তু এই সেটিংস করার পর অন্য একজন আপনার ফোনের লক দেখলেও আনলক করতে পারবে না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই।

আপনার মোবাইলে আগে থেকে যদি কোন লক থেকে থাকে অর্থাৎ পিন লক অথবা Pattern লক তাহলে এগুলোকে ডিজেবল করে দিন, মানে আপনার ফোন একদম আনলক করে নেন।

Screen Lock Time Password দিয়ে মিনিটে মিনিটে স্মার্টফোনের লক চেঞ্জ করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন

১. প্রথমেই ওপেন করে নিন আপনার ফোনে থাকা গুগল প্লে-স্টোর।

২. উপরের সার্চ বারে সার্চ করুন Screen Lock Time Password লিখে।

৩. Screen Lock Time Password লিখে সার্চ করার পর আপনার সামনে একটি অ্যাপ ওপেন হবে, লোগো টি ভালো করে দেখে রাখুন। এই অ্যাপটি এখান থেকে Install করে নিতে হবে।

৪. ইন্সটল হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নিবেন।

৫. ওপেন হওয়ার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, এখান থেকে দেখতে পাবেন একটি অপশন Enable Lock এটার ডান পাশে যে অপশন আছে এটা অন করে দিবেন।

Enable Lock এর ডান পাশের আইকন অন করার সময় যদি কোন পারমিশন চায় Allow করে দিবেন।

৬. Allow করার সাথে সাথে আপনার কাছে অ্যাপটির আরেকটি পারমিশন চাইবে। Allow Display Over Other Apps এর ডান পাশে যে আইকন আছে এটা অন করে দিবেন।

৭. Screen Lock Time Password অ্যাপের উপর ট্যাপ করার পর এরকম একটি পেজ শো হবে আপনার সামনে, এখান থেকে Allow করে দিবেন।

৮. তারপর পুনরায় আবার Enable Lock এর ডান পাশে যে আইকন আছে এটা অন করে দিবেন।

৯. এখন আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে, এই পেজ থেকে আপনাকে একটি Answer দিতে হবে।

১০. এবার এখান থেকে আপনি কোন Answer সহজে দিতে পারবেন এটা সিলেক্ট করবেন।

১১. এখানে নাম চাচ্ছে তাই আমি এই Answer দিয়ে দিবো। এটা দেওয়ার জন্য এটার উপরে ক্লিক করতে হবে। এখানে আমার নাম দিয়ে Save এ ক্লিক করে দিলাম।

আপনি যে নাম দিয়ে Save দিবেন সেটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, কারণ মিনিটে মিনিটে আপনার মোবাইলের লক তো চেঞ্জ হবেই কিন্তু যদি কোন সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু এই নাম দিয়েই আপনি আপনার মোবাইলে লক আনলক করতে পারবেন।

১২. এখানে Current Time একটি অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করুন।

১৩. এখান থেকেও Current Time সিলেক্ট করে দিবেন।

এ পর্যন্ত আপনার কাজ শেষ। এখন মেইন টেকনিক হলো আপনার মোবাইলের সময় অনুযায়ী আপনার লক খুলবে, অর্থাৎ মনে করুন এখন আপনার মোবাইলে 12:20 বাজে, এখন আপনি যদি 1220 দেন তাহলে আপনার মোবাইল আনলক হয়ে যাবে। যখন মিনিট চেঞ্জ হবে আপনার মোবাইলের লক ও চেঞ্জ হবে। এই অ্যাপ ব্যবহারের জন্য ইন্টারনেটের কোনো প্রয়োজন হয় না।

আপনার মোবাইল যে টাইমের সাথে লক করা সেটা তো শুধু আপনি নিজে জানেন আর কেউ জানে না। তাই আপনি যখন আপনার মোবাইল আনলক করবেন সবাই আপনার দেওয়া পিন ফলো করবে, কিন্তু এটা বুঝবে না যে আপনি টাইম অনুযায়ী কাজ করছেন। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে, আশাকরি আপনাদের ও ভালো লাগবে।

আশাকরি আজকের এই টিউন সবার ভালো লেগেছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোন টিউনে। ভালো থাকুন, সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস