আপনি হয়তো ফেসবুক পেইজ চালু করে একটি ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিংবা ইতোমধ্যে শুরু করেছেন। আবার অনেকেই ভিডিও তৈরির মাধ্যমে ফেসবুক পেইজ থেকে আয় করার চেষ্টা করছেন। কিন্তু আপনি কি জানেন আপনার পেইজের রিচ বাড়ানোর জন্য যেসকল প্রচেষ্টা করছেন তার মধ্যেই আসল ভুল লুকিয়ে আছে?
অবাক হলেও কথাটা কিন্তু একদম মিথ্যা না। প্রাথমিক পর্যায়ে পেইজের রিচ বাড়াতে গিয়ে আমরা এমন সব ভুল করি যা পেইজের মারাত্মক ক্ষতি করে। ফলে রিচ বাড়ার বদলে আস্তে আস্তে রিচ ডাউন হতে থাকবে। তাই জেনে নিন ফেসবুক পেইজে করা ৫ টি মারাত্মক ভুল সম্পর্কে যেগুলো একদমই করা উচিত না।
আমরা নতুন ফেসবুক পেইজ খোলার পরে প্রথমেই যে কাজটি করি তা হলো পেইজের টিউন নিজের প্রোফাইলে শেয়ার করি। কেননা ফেসবুক প্রোফাইলে লোকজন বেশি এনগেজড থাকে। তাই মনে হয় প্রোফাইলে শেয়ার করলে পেইজের রিচ বাড়তে থাকবে। আবার নিজের কোনো ফেসবুক গ্রুপ থাকলে সেখানেও পেইজের টিউন শেয়ার করে দেই, যাতে টিউন অনেকের কাছে পৌঁছায়।
কিন্তু এখানেই আমরা সবথেকে বড় ভুল করি। কারণ আপনার প্রতিটি পদক্ষেপ ফেসবুক প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে। আপনি হয়তো জানেন যে ফেসবুক নিজেই আপনার পেইজ সম্ভাব্য দর্শকের কাছে পৌঁছে দেয়, আর এটাকে বলে অটো রিচ। যদি আপনি নিজের প্রোফাইলে ও গ্রুপে আপনার পেইজের টিউন শেয়ার করতে থাকেন তাহলে ফেসবুক আপনার পেইজের অটো রিচ কমিয়ে দেয়। ফেসবুক আপনার টিউনের সম্ভাব্য দর্শকদের কাছে আপনার টিউন আর রিকমেন্ড করে না। এভাবে পেইজের রিচ ডাউন হতে থাকে। তাই পেইজের টিউন প্রোফাইলে ও গ্রুপে শেয়ার করার থেকে বিরত থাকুন।
পেইজের টিউনে আমরা প্রায়ই অন্যান্য ওয়েবসাইটের লিংক শেয়ার করি। যেমন নিজের ইউটিউব চ্যানেল লিংক, নিজের ওয়েবসাইট লিংক কিংবা অন্যান্য যে কোনো লিংক। এতে করে ফেসবুক আপনার পেইজের টিউনের অটো রিকমেন্ডেশন কমিয়ে দেয়। তখন খুব কম সংখ্যক লোকের কাছে আপনার টিউন পৌঁছায়।
বিশেষ করে নতুন পেইজে এই ধরনের ভুল করা থেকে বিরত থাকুন। পেইজ ভাইরাল হয়ে গেলে কিংবা রিচ আশানুরূপ হলে তখন আপনি মাঝে মাঝে বিভিন্ন লিংক শেয়ার করলেও তেমন কোনো সমস্যা হবে না।
নতুন পেইজের রিচ বাড়ানোর জন্য অনেকেই বিভিন্ন জনপ্রিয় পেইজকে ট্যাগ করে থাকেন। মনে করেন পপুলার পেইজ ট্যাগ করলে হয়তো আপনার পেইজের রিচ দ্রুত বাড়বে। হ্যাঁ, এটা সত্যি যে এভাবে খুব দ্রুত রিচ বাড়াতে পারবেন।
কিন্তু অনুমতি ছাড়া এভাবে ট্যাগ করলে ঐ পেইজের এডমিন বিরক্ত হতে পারে। ফলস্বরূপ আপনার পেইজে রিপোর্ট মারতে পারে। পরপর কয়েকবার একই ঘটনা ঘটলে পেইজ ডিজেবল হয়ে যাবে৷
আবার অনেক পেইজে এখন দেখা যায় everyone ট্যাগ ব্যবহার করে সবাইকে ট্যাগ করা হয়। কিন্তু সবাই যে আপনার টিউনের প্রতি আগ্রহী হবে তা কিন্তু না। বার বার এভাবে ট্যাগ করাটা সত্যিই বিরক্তের বিষয়। যে কেউ বিরক্ত হয়ে পেইজে রিপোর্ট মারতে পারে। তাই অনুমতি ছাড়া কোনো পেইজ বা কোনো ব্যক্তিকে নিজের টিউনে ট্যাগ করা থেকে বিরত থাকুন।
নতুন পেইজ খোলার পরে মানুষের ইনবক্সে গিয়ে বার বার পেইজের লিংক শেয়ার করার বিষয়টি কমবেশি অনেকেই করে থাকেন। এভাবে হয়তো দু চারটি লাইক টিউমেন্ট আসতে পারে। কিন্তু এভাবে সবার মেসেজ বক্সে গিয়ে টিউনের লিংক শেয়ার করলে অনেকেই লিংক ওপেন করে না। আগ্রহ প্রকাশের বদলে তারা বরং বিরক্ত হয়।
এই বিষয়টি ফেসবুক খুব ভালোভাবে লক্ষ করে। ফলে আপনার পেইজের অটো রিকমেন্ডেশন বন্ধ করে দেয়। অনেক সময় পেইজ ডিজেবল করে দেয়ার সম্ভাবনাও থাকে। তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকুন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি যে সমস্যাটি দেখা দেয় তা হলো কনটেন্ট কপি করা। কোনো একটি ছবি, গান বা টেক্সট ভাইরাল হলেই শুরু হয়ে যায় তা কপি করা। কিন্তু কপি কনটেন্ট পেইজের গুনগুত মান নিচে নামিয়ে দেয়। যদিও ভাইরাল কনটেন্ট কপি করলে পেইজের রিচ মোটামুটি বাড়তে থাকে কিন্তু মানিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে এটি অনেক সমস্যার সৃষ্টি করে।
তাই পেইজে টিউন করার আগে ভালোভাবে নিশ্চিত হয়ে নিন আপনার টিউনের কোনো একটি ক্ষুদ্র অংশও যেন কপি করা না হয়।
আশাকরি আপনার ফেসবুক পেইজের রিচ ডাউন হওয়ার হাত থেকে বাঁচতে এই টিপস গুলো কার্যকর হবে। একটি পেইজ সফলভাবে চলমান রাখতে সকল কাজ সাবধানতার সাথে করা উচিত। এতে করে কোনো ধরনের বাড়তি ঝামেলায় পড়ার আশঙ্কা থাকে না।
আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।