আসসালামু আলাইকুম, আশাকরি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। অন্য সময়ের মতো আবারও আমি নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশাকরি এই টিউনটি সবার ভালো লাগবে। টিউনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ফলো করার অনুরুধ রইল।
এখনকার সময়ে আমরা অসুস্থ হলে ফার্মেসি থেকে ঔষধ কিনে আনি। আমাদের এই সমাজে ঔষধের প্রয়োজন পড়বে না এরকম মানুষ একদম নেই। কিন্তু ফার্মেসি থেকে ঔষধ কিনে ধুঁকা খান নি এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়াই মুশকিল, এর মূল কারণ হলো আমাদের ঔষধের দাম সম্পর্কে কোন ধারণা থাকে না। মূলত ঔষধের যে বক্স সে বক্সে কিন্তু ঔষধের দামটা লেখা থাকে, কিন্তু আমরা তো আর সম্পূর্ণ বক্সটি কিনে নিয়ে আসি না হয়ত ১ পাতা কিনে নিয়ে আসি নাহলে কয়েকটি পিছ কিনে নিয়ে আসি। তাই অনেক ফার্মেসির কিছু লোক থাকে যারা তাদের ইচ্ছেমতো দাম রাখে আমাদের কাছে ঔষধ বিক্রি করে কিন্তু আমরা কিছুই করতে পারি না। এখন থেকে কিন্তু সে আর ঠকাতে পারবে না, ডিজিটাল এই যুগে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি চেক করে নিতে পারবেন যে আপনার ঔষধের দাম কত। কীভাবে চেক করবেন এই বিষয়টি নিয়েই আজকের এই টিউনে আলোচনা করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই।
১. প্রথমে আপনাকে আপনার স্মার্টফোনে থাকা Play Store ওপেন করে নিতে হবে।
২. ওপেন করার পরে সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন Medex Plus।
৩. এখান থেকে আপনি এই অ্যাপসটি ইন্সটল করে নিবেন।
৪. ইন্সটল হয়ে গেলে, অ্যাপসটি ওপেন করে নিবেন।
৫. অ্যাপসটি ওপেন হয়ে গেলে এখানে আপনি Brand Name এ খুঁজতে পারবেন, আপনি Generic Name এ খুঁজতে পারবেন, আপনি Drug Class থেকে আপনি খুঁজতে পারবেন এক কথায় এখানে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে আপনি যেভাবে চান খুঁজতে পারেন।
৬. আর আপনি যদি ওষুধের নাম দিয়ে খুঁজতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন সার্চের একটি অপশন আছে এখানে ওষুধের নাম দিয়ে খুঁজতে পারেন।
৭. মনে করুন আপনাদের বুঝানোর জন্য আমি এখানে Napa 250 Mg লিখে সার্চ করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে Unit Price দেখাচ্ছে ৫ টাকা।
৮. এখন আমি যদি Napa 125 Mg এর দাম জানতে চাই তাহলে এখানে ক্লিক করে Napa 125 Mg এর দাম জানতে পারছি। এখানে দেখতে পাচ্ছেন Napa 125 Mg ৪ টাকা।
৯. এখানে দেখতে পাচ্ছেন ইংরেজিতে সবগুলো ইনফরমেশন রয়েছে।
১০. যদি আপনি চান বাংলায় পড়বেন ইনফরমেশন গুলো তাহলে নিচে দেখতে পাচ্ছেন, বাংলায় দেখুন লেখা আছে এটার উপর ট্যাপ করে দিবেন। এটার উপর ক্লিক করলেই সব কিছু বাংলায় চলে আসবে।
১১. এখন আপনি যদি এটার Alternative Brands দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন Alternative Brands আছে এটির উপর ক্লিক করে দিবেন।
১২. এখানে দেখতে পারছেন নির্দেশনা ও দেওয়া আছে, এই ওষুধ আপনি কি কি কারণে কিনতে পারবেন।
এখন কথা হলো নির্দেশনা গুলো ফলো না করার জন্য আমি আপনাদের পার্সোনাল ভাবে রিকোয়েস্ট করব, কারণ ডাক্তারি পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঠিক বলে একান্ত ভাবে আমার মনে হয় না ঠিক হবে। কারণ একটা ওষুধের অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, এ কারণে ডাক্তার আপনার কাছ থেকে আপনার সম্পর্কে অনেক ইনফরমেশন নিয়েই সে চিন্তা করে দেখবে এটা আপনাকে দেওয়া ঠিক হবে কি না। কিন্তু আপনি এই নির্দেশনা গুলো দেখে যদি ওষুধ খান তাহলে আপনার শরীরে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
১৩. আপনি যদি চান ওষুধের ছবি দেখবেন, তাহলে এখানে দেখতে পাবেন একটি অপশন আছে Pack Image এটার উপর ক্লিক করবেন।
১৪. Pack Image এ ক্লিক করার পর আপনার সামনে এই ভাবে ওষুধের ছবি চলে আসবে।
এই ছবিটি দেখে আপনি বুঝে নিতে পারবেন যে ওষুধটা আসল নাকি নকল।
এই অ্যাপসটা অনেকের অনেক কাজে লাগবে, কিন্তু স্পেশালি আমরা যারা এতদিন ওষুধ কিনে ঠকেছি তাদেরকে এখন থেকে আর যে কেউ ঠকাতে পারবে না। আপনার হাতে কি স্মার্টফোন আছে? থাকলেই আপনি যেকোনো ওষুধের সব ইনফরমেশন দেখে নিতে পারবেন খুব সহজেই। আবার অনেকেই আছেন কোন অসুবিধার কারণে বের হতে পারেন না, অন্য কাউকে দিয়ে ওষুধ কিনে আনান, তারা অন্যকে দিয়ে ওষুধ আনানোর পরে দেখতে পারবেন যে সে যে দাম বলছে এটি আসলে সঠিক কি না। আরো একটি কথা বলে রাখি আমাদের দেশে যে ওষুধ গুলো বিক্রি হয় সেগুলো কিন্তু তারা সর্বোচ্চ ৮% পর্যন্ত কমিশন দিতে পারে। কিন্তু স্বাভাবিক ভাবে সবাই দেয় না, তাদের সাথে কথা বলে আনতে হয়। আজকের এই টিউনে আমি যে অ্যাপস নিয়ে আলোচনা করেছি, আমি মনে করি এটা সবার জন্য অনেক বেশি হেল্প ফুল একটি অ্যাপস।
আশাকরি এই টিউনটি সবার উপকারে আসবে। এতক্ষণ ধৈর্য সহকারে এই টিউন পড়ার ও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোন একটি টিউনে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.