আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আজকে আরেকটি টপিক নিয়ে আজকের এই টিউনে আলোচনা করব। আশাকরি এই টিউনটি আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই।
আপনি কি আপনার স্মার্টফোনে WhatsApp ব্যবহার করছেন? হ্যাঁ বর্তমান এই সময় প্রায় সবাই তাদের স্মার্টফোনে WhatsApp ব্যবহার করে থাকেন, কারণ WhatsApp হলো বর্তমানে যোগাযোগ মাধ্যমে সেরা। WhatsApp এর মাধ্যমে মানুষ ব্যাবসায়িক কাজ ও করে থাকে। WhatsApp ব্যবহার করে আমরা যেমন বিভিন্ন ধরনের সুবিধা পাই ঠিক তেমনিভাবে আমাদের নানানরকম ঝামেলায় ও পড়তে হয় এই WhatsApp ব্যবহারের ফলে। আপনারা কী জানেন WhatsApp Call এর মাধ্যমে মোবাইল থেকে IP Address নিয়ে যায়। যদি কোনো অবস্থাতে আমাদের ফোনের IP Address ফাঁস হয়ে যায় তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের, তাই WhatsApp ব্যবহার করতে আমাদের যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে। কিন্তু যত সময় যাচ্ছে ততই বর্তমান এই যুগ উন্নতের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে আপনি চাইলে আপনার ফোনের IP Address WhatsApp Call এর মাধ্যমে যাতে না নিতে পারে আপনি সেই ব্যবস্থা করতে পারেন। আপনার মোবাইলটা নিরাপত্তা দেওয়ার জন্য আজকের এই টিউনে অস্থির কিছু সেটিংস নিয়ে আলোচনা করব। তাই আজকের এই টিউনটি শেষ পর্যন্ত ফলো করুন।
আপনার IP Address ফাঁস হওয়া বন্ধ করুন নিচের সেটিংসের মাধ্যমে
১. প্রথমে আপনার ফোনে থাকা WhatsApp ওপেন করে নিন।
২. উপরে যে থ্রি ডট একটি অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে নিন।
৩. তারপর আপনার সামনে কয়েকটি অপশন শো হবে, এখান থেকে একেবারে নিচে Settings নামে একটি আইকন পাবেন এটার উপর ট্যাপ করে দিবেন।
৪. Settings এ ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, এখান থেকে Privacy একটি অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন।
৫. Privacy তে ক্লিক করার পরা আপনার সামনে আরেকটি নতুন পেজ হবে, এখান থেকে একেবারে নিচে স্ক্রল করে পাবেন Protect IP Address in Call এই অপশনের উপর টাচ করবেন।
৬. এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু লিখা আছে। এখন এই সেটিংস যদি আপনি অন করে দেন তাহলে WhatsApp এর মাধ্যমে আপনার IP Address আর ফাঁস হবে না।
এ তো গেল কীভাবে আপনি আপনার WhatsApp Account এর মাধ্যমে IP Address ফাঁস হওয়া বন্ধ করবেন। এখন এই টিউনে আরেকটি সেটিংস শেয়ার করব, যেটির মাধ্যমে আপনি আপনার WhatsApp সর্বোচ্চ নিরাপদে রাখতে পারবেন।
আপনার WhatsApp নিরাপদ রাখার জন্য WhatsApp এ Email এড করুন
১. আবারো আপনার ফোনে থাকা WhatsApp ওপেন করে নিবেন।
২. উপরে দেখতে পাবেন একটি থ্রি ডট আইকন এটির উপর ট্যাপ করবেন।
৩. তারপর এখান থেকে Settings আইকনে ক্লিক করবেন।
৪. Settings আইকনে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এখান থেকে প্রথমেই যে অপশন আছে Account এটির উপর ট্যাপ করবেন।
৫. তারপর এখানে দেখতে পাবেন Email Address এটির উপর ক্লিক করবেন।
৬. এখানে আপনার একটি ই-মেইল দিয়ে দিবেন, যে ই-মেইল আপনার ফোনে অথবা বর্তমানে Active আছে।
৭. আপনি যে ই-মেইল এড করছেন সেই ইমেইলে WhatsApp থেকে একটি কোড যাবে, আপনি ইমেইলে গিয়ে কোডটি কপি করে এখানে এনে বসিয়ে দিবেন, কোড দেওয়ার পর এখানে Verify তে ক্লিক করে দিবেন।
৮. এখানে দেখতে পাচ্ছেন ই-মেইল Verified হয়ে গেছে।
WhatsApp এ ই-মেইল ভেরিফাইড মানেই হচ্ছে আপনার WhatsApp এখন ১০০% নিরাপদ থাকবে। আপনার WhatsApp এখন আর অন্য কেউ লগ-ইন করে ব্যবহার করতে পারবে না, কারণ এই ইমেইলে সবসময় লগ-ইন করতে ৬ সংখ্যার একটি কোড পাঠাবে এটি দিয়ে লগ-ইন করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত WhatsApp থেকে পাঠানো কোড এখানে না দিবেন ততক্ষণ পর্যন্ত লগ-ইন হবে না।
বর্তমান এই সময়ে যেমন ভালো কিছুর উন্নতি হচ্ছে তেমনি খারাপ কিছুও পিছু ছাড়ছে না। আপনার Whatsapp থেকে কিন্তু যেকোনো সময় IP Address নিয়ে নিতে পারে, তাই আগে থেকেই যদি আপনি সতর্ক হয়ে যান তাহলে তো রিস্ক নেই আপনার জন্য। আপনার WhatsApp এর মাধ্যমে আপনার মোবাইলের IP Address ফাঁস না হওয়ার জন্য আপনি আপনার WhatsApp এ প্রথম সেটিংস টি করে নিন। তাছাড়া, আপনার WhatsApp কিন্তু হ্যাক অথবা অন্য কেউ লগইন করার সম্ভাবনা রয়েছে, তাই এই সমস্যায় না পড়ার জন্য আপনাকে আগে থেকেই আপনার WhatsApp নিরাপদ রাখতে হবে। আর তার জন্য যদি আপনি আপনার WhatsApp এ E-mail সেট করে নেন তাহলে আর আপনার WhatsApp কেউ লগ-ইন করার কোন সুযোগ পাবে না, কারণ লগ-ইন করতে আপনার WhatsApp থেকে পাঠানো ৬ সংখ্যার কোড দিয়ে লগ-ইন করতে হবে। WhatsApp নিরাপদ রাখার জন্য সেটিংস গুলো আমার ব্যক্তিগত ভাবে খুব ভালো লেগেছে। আশা এই সেটিংস গুলো করে পুরোপুরি নিরাপদ থাকার চেষ্টা করবেন।
আশাকরি আজকের এই টিউনটি সবার ভালো লেগেছে, এবং উপকারেও আসবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোন একটি টিউনে, ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.