ম্যাসেঞ্জারের ৩ টি নতুন ফিচার, যেগুলো না জানলেই নয়

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আরেকটি নতুন টিউন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

আজকের এই টিউনে মেসেঞ্জারের ৩ টি সেরা টিপস নিয়ে আলোচনা করব। প্রথমেই মেসেঞ্জারের যে ট্রিকস নিয়ে আলোচনা করব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এতদিন মনে মনে আপনি হয়ত এই ট্রিকসের খোঁজ করছিলেন। মনে করুন কেউ একজন মেসেঞ্জারে আপনাকে মেসেজ করল, এখন আপনি চাচ্ছেন আপনি মেসেজটি দেখবেন কিন্তু সে বুঝতে পারবে না। এখন আপনি যদি মেসেঞ্জারে একটি সেটিংস চালু করে রাখেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না আপনি মেসেজটি দেখেছেন কি না, আর এটাই কিন্তু মেসেঞ্জারের নতুন আপডেট।

১. ১ম ফিচার: মেসেঞ্জারে কারো পাঠানো মেসেজ দেখুন, সে বুঝতে পারবে না আপনি মেসেজ দেখেছেন কি না

১. প্রথমে আপনাকে আপনার মেসেঞ্জার ওপেন করে নিতে হবে।

২. যার মেসেজ আপনি দেখবেন কিন্তু সে বুঝবে না তার চ্যাট লিস্ট ওপেন করুন।

৩. চ্যাট লিস্ট ওপেন করার পর উপরে দেখতে পাবেন তার প্রোফাইলের একটি আইকন আছে এটির উপর ক্লিক করুন।

৪. এবার একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন Read Receipts নামে একটি আইকন এটির উপর ট্যাপ করবেন।

৫. এই Read Receipts অপশনটা অফ করে দিবেন।

এখন সে যদি আপনাকে কোন মেসেজ পাঠায় এবং মেসেজটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না আপনি দেখেছেন কি না।

২. ২য় ফিচার: মেসেঞ্জারে কাউকে পাঠানো মেসেজ এডিট করুন

ধরুন আপনি কাউকে কোন একটা মেসেজ দিলেন, মেসেজ দেওয়া পরে দেখতে পেলেন যে মেসেজে কোন একটি ভুল আছে তখন আমরা স্বাভাবিক ভাবে মেসেজ আনসেন্ড করে দেই, পরে সে আমাদের সন্দেহ ও করতে পারে। এখন মেসেঞ্জার এমন একটি আপডেট নিয়ে আসছে আর আনসেন্ড করতে হবে না আপনি চাইলে ভুল মেসেজটি এডিট করে পুনরায় সেন্ড করতে পারেন।

১. আপনাকে আপনার মেসেঞ্জার ওপেন করতে হবে।

২. যাকে আপনি মেসেজ দিতে চান তার চ্যাট বক্সে চলে যাবেন।

৩. গিয়ে যেকোনো একটি কিছু টাইপ করে মেসেজ সেন্ড করে দিবেন।

৪. এবার এই মেসেজটির উপর কিছুক্ষণ চাপ দিয়ে রাখবেন যাতে মেসেজটি সিলেক্ট হয়।

৫. এখন এই যে More অপশন আছে এটার উপর ক্লিক করবেন।

৬. এখানে এডিট একটি অপশন দেখতে পাচ্ছেন এটির ট্যাপ করবেন।

৭. এখন দেখতে পাচ্ছেন মেসেজটি আমি এডিট করার সুযোগ পাচ্ছি।

৮. এডিট করে ডান পাশে যে সেন্ড করার অপশন আছে এটার উপর ক্লিক করে সেন্ড করে দিবেন।

এই সেটিংস টি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, আশাকরি আপনাদের অনেক কাজে লাগবে।

৩. ৩য় ফিচার: আপনি ব্যস্ত আছেন তা আপনার মেসেঞ্জার প্রোফাইলে টাইপ করে রাখুন

আপনি অনেক সময় বিভিন্ন কাজে অথবা কোন কারণে বিজি থাকতে পারেন, তখন কেউ যদি আপনাকে মেসেঞ্জারে মেসেজ করে তাহলে তো আর আপনি রিপ্লাই দিতে পারবেন না কারণ আপনি ব্যস্ত থাকবেন। তখন সে কিন্তু রাগারাগি করতে পারে। আপনি চাইলে আপনার মেসেঞ্জার প্রোফাইলে লিখে রাখতে পারেন যে আপনি এখন ব্যস্ত অথবা আপনার পরীক্ষা অথবা আপনি কয়েকদিন মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকবেন না। তাতে করে আপনার ফেসবুক বন্ধুরা আপনাকে মেসেজ করার আগে বুঝতে পারবে যে আপনি এখন ব্যস্ত আছেন, আপনাকে মেসেঞ্জারে পাওয়া যাবে না।

১. প্রথমে আপনাকে আপনার স্মার্টফোনে থাকা মেসেঞ্জার ওপেন করে নিতে হবে।

২. তারপর উপরে দেখতে পাচ্ছেন Your Note একটি অপশন এটির ট্যাপ করুন।

৩. এবার এখান থেকে আপনি যা ইচ্ছে তা লিখতে পারেন। ধরুন আমি লিখে দিলাম, আমি এখন ব্যস্ত আছি। এখন যারা মেসেঞ্জারে আমার সাথে চ্যাট করতে চাইবে তাদের সবার কাছে এটা যে, আমি ব্যস্ত আছি। তারা কিন্তু আর আমাকে মেসেজ করবে না আর যদিও করে তাহলে বুঝতে পারবে যে আমি এখন ব্যস্ত আছি, মেসেজের রিপ্লাই করতে পারছি না।

এখন প্রায় আমরা সবাই মেসেঞ্জার ব্যবহার করে থাকি। কোন কোন সময় আমরা কারো মেসেজ দেখতে চাই, কিন্তু ভয় পাই সে তো বুঝে যাবে, এখন থেকে এরকম আর চিন্তা করার কোন প্রয়োজন নেই। আবার কোন কোন সময় কাউকে মেসেজ দিয়ে আমরা বিপাকে পড়ে যাই, মেসেজটি আনসেন্ড করলেও সমস্যা, এখন থেকে আর এরকম বিপাকে ও পড়তে হবে। আবার কোন কোন সময় আমরা ব্যস্ত থাকি তখন অনেকেই মেসেঞ্জারে মেসেজ দিয়ে বিরক্ত করে, কিন্তু এখন থেকে আমরা যদি আমাদের মেসেঞ্জার প্রোফাইলে ব্যস্ততার কথা লিখে দেই তাহলে কিন্তু সবাই বুঝবে। মেসেঞ্জারের এই ৩ টি ট্রিকস আমার ব্যক্তিগত ভাবে খুব ভালো লেগেছে, আমি আশাকরি আপনাদেরও ভালো লাগবে।

আশাকরি আজকের এই টিউন আপনাদের ভালো লেগেছে, এবং এতক্ষণ ধৈর্য সহকারে টিউনটি দেখার ও পড়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন টপিক নিয়ে, ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস