আসসালামু আলাইকুম আশাকরি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশাকরি আজকের এই টিউন শেষ পর্যন্ত ফলো করলে আপনাদের উপকারে আসবে।
বর্তমান লেনদেন ব্যবস্থাপনার মধ্যে অন্যতম সেরা একটি উপায় হলো বিকাশ। বিকাশের মাধ্যমে আমরা একেক জায়গা থেকে একেক জায়গায় টাকা পাঠাই এবং রিসিভ ও করতে পারি, এতে আমাদের অনেক সুবিধা কোথাও না গিয়ে টাকা পাঠাতে পারছি। বিকাশ অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে টাকা পাঠানো ও টাকা গ্রহণ করা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। কিন্তু বিকাশ ব্যবহারে ও রয়েছে অনেক বিপদ। বিকাশ অ্যাপে যখন বিকাশ অ্যাকাউন্ট লগইন করতে যাই তখন আমাদের বিকাশ পিন দিয়ে লগইন করতে হয়। কিন্তু যখন আমরা বিকাশ পিন দিয়ে লগইন করতে চাই তখন যদি একসাথে ৩ বার ভুল পিন দেই তাহলে অটোমেটিক বিকাশ অ্যাকাউন্ট লক হয়ে যায়। তাই কেমন হতো যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট লগইন করতে পারতাম? অবশ্যই আমাদের জন্য ভালো এবং অনেক সুবিধা হতো। আজকের এই টিউনে আমি আপনাদের দেখাবো কীভাবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বিকাশ অ্যাকাউন্ট লগইন করবেন।
১. প্রথমেই চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে-স্টোরে।
২. প্লে-স্টোরের সার্চ বারে গিয়ে সার্চ করবেন Bkash লিখে।
৩. এখান থেকে যদি Update করা না থাকে তাহলে এখানে ট্যাপ করে Update করে নিবেন।
৪. Update করার পরে Bkash অ্যাপ ওপেন করে নিবেন।
৫. এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারের একটি অপশন আছে এটির উপর ট্যাপ করবেন।
৬. ফিঙ্গারের উপর ট্যাপ করার পরে আপনার সামনে একটি নোটিফিকেশন শো করবে, এখানে নিচে দেখতে পাবেন পরবর্তী একটি অপশন আছে এটির ট্যাপ করতে হবে।
৭. তারপর এখানে বিকাশ পিন দিয়ে নিশ্চিত করতে হবে। বিকাশ পিন দিয়ে নিশ্চিত করার পর নিচে একটি অপশন চালু হবে নিশ্চিত করুন এটার উপর ট্যাপ করবেন।
৮. তারপর আপনার সামনে ফিঙ্গারের একটি অপশন চালু হবে এখানে আপনার ফিঙ্গার দিতে হবে।
৯. এখন আপনি সফলভাবে আপনার বিকাশে ফিঙ্গারপ্রিন্ট সেট করেছেন। এখন থেকে অর্থাৎ আপনার বিকাশ অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট সেট করার পর আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট লগইন করতে আর পিন দিতে হবে না।
এই পর্যন্ত বিকাশ অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট সেট করা দেখালাম। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কীভাবে বিকাশ অ্যাপে প্রবেশ করবেন তা ও তা জেনে রাখা দরকার। তাহলে চলুন দেখিয়ে দেই কীভাবে বিকাশ অ্যাপে Pin ছাড়া ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করবেন।
১. প্রথমে আপনার ফোনে যে বিকাশ অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট সেট করেছেন এটি ওপেন করে নিন।
২. এখানে ডানপাশে যে ফিঙ্গারপ্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করুন।
৩. তারপর এখানে আপনার সেট করা ফিঙ্গার দিলেই বিকাশ অ্যাপ ওপেন হয়ে যাবে কোন পিন ছাড়াই।
ধরুন আপনি কোন একটা সমস্যার জন্য চাচ্ছেন আপনার বিকাশ অ্যাপে সেট করা ফিঙ্গারপ্রিন্ট ডিজেবল করতে। তখন কী করবেন? তাহলে চলুন দেখিয়ে দিই কীভাবে আপনার বিকাশ অ্যাপ থেকে ফিঙ্গারপ্রিন্ট ডিজেবল করবেন।
১. প্রথমে আপনাকে আপনার বিকাশ অ্যাপ ওপেন করে লগইন করে নিতে হবে।
২. তারপর উপরে থাকা বাম পাশে প্রোফাইলের উপর ক্লিক করুন।
৩. এবার একেবারে নিচে দেখতে পাবেন একটি অপশন, টাচ/ফেস আইডি বন্ধ এটার উপর ট্যাপ করতে হবে।
৪. ট্যাপ করার সাথে সাথেই আপনার বিকাশ অ্যাপের ফিঙ্গারপ্রিন্ট ডিজেবল হয়ে যাবে।
বিকাশ অ্যাপে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থাকা খুবই জরুরি, কারণ আমরা যখন দোকানে ক্যাশ আউট করতে যাই তখন আমরা যখন বিকাশ পিন দেই তখন কিছু প্রতারক মূলক দোকানদার আছে যারা আমাদের বিকাশ পিন জেনে তাদের মোবাইলে বিকাশ অ্যাপ লগইন করতে চায়। কিন্তু এখন থেকে এরকম দোকানদার আর এই পিন নেওয়ার সুযোগ পাবে না, কারণ আমরা যদি বিকাশ অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট সেট করে দেই তাহলে কিন্তু আর সে পিন নেওয়া বা দেখার সুযোগ পাবে না। যখন ক্যাশ আউট করব টাকা তখন পিন না দিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বিকাশ অ্যাপে প্রবেশ করতে পারব। আমি মনে করি বিকাশ অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট সেট করা থাকলে সবার জন্য লেনদেন করার জন্য বিকাশ অ্যাপ লগইনের ক্ষেত্রে এটি একটি সুবিধা।
এখন কথা হলো বিকাশ অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট থাকা ভালো এবং সবার জন্য লগইনের ক্ষেত্রে সুবিধা। এখন বিকাশ অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করার ক্ষেত্রে কিছু অসুবিধা ও আছে যেমন, আপনি যখন ঘুমিয়ে যাবেন তখন কিন্তু কেউ চাইলে আপনার পারমিশন ছাড়াই আপনার ফিঙ্গার দিয়ে বিকাশ অ্যাপ লগইন করতে পারবে, কিন্তু সে কোন লেনদেন করতে পারবে না কারণ লেনদেন করতে কিন্তু বিকাশের পিন দিতে হয় ফিঙ্গার দিয়ে লেনদেন করা যায় না শুধু লগইন করা যায়।
আশাকরি আজকের এই টিউন আপনাদের ভালো লেগেছে এবং আমি আপনাদের বুঝাতে পেরেছি। বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই, দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.