বিসমিল্লাহির রহমানির রাহিম, আশাকরি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজকের বরাবরের মতো আমি মাহফুজ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি টপিক নিয়ে।
বর্তমান এই যুগে ফেসবুক ব্যবহার করে না এরকম মানুষ কিন্তু একেবারেই কম। বর্তমানে ফেসবুক কিন্তু সবার জনপ্রিয় এর তালিকায় সবার উপরে রয়েছে। আমরা প্রায় সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করি। এখানে কিছু কার্যকরী ট্রিপস আছে যেগুলো হয়ত অনেকেই মনে মনে খুঁজে বেড়াচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আজকের এই টিউনে আমি এরকম ৪ টি ট্রিপস নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের অনেক কাজে আসবে, তাই আজকের এই টিউন শেষ পর্যন্ত ফলো করুন।
সকল সেটিংস নিয়ে আলোচনা করার আগে দেখে নিন আপনার ফোনের Facebook অ্যাপটি আপডেট আছে কি না।
১. প্রথমে চলে যাবেন আপনার ফোনের প্লে-স্টোরে।
২. এখানে সার্চ করবেন Facebook লিখে।
৩. আমরা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আপডেট চাচ্ছে, আপনাদের এখানে ও এরকম হলে Update এ ক্লিক করে আপডেট করে নিবেন।
১. প্রথমেই চলে যাবেন আপনার ফেসবুকে।
২. ফেসবুকের উপরে ডান পাশে যে থ্রি-লাইন থাকে এটির উপর ট্যাপ করুন।
৩. এখানে সেটিংস একটি অপশন দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করুন।
৪. ফেসবুক সেটিংস ওপেন হয়ে গেলে একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন Activity Log এটির উপর ক্লিক করুন।
৫. এখন এখানে উপরের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন Archive এটির উপর ট্যাপ করবেন।
৬. এবার এখানে Story Archive যে অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন।
Story Archive এ ক্লিক করার পর দেখতে পাবেন এতদিন থেকে আপনি যত Story ফেসবুকে আপলোড করেছিলেন সব আপনার সামনে শো হয়ে যাবে।
৭. এখানে উপরে ডান পাশে সেটিংসের একটি আইকন দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করবেন।
৮. Save To Archive এটা আমার এখানে অন করাই আছে। আপনাদের এখানে যদি অফ করা থাকে তাহলে অন করে দিবেন।
ফেসবুকে কিন্তু আমরা প্রায় সময় ছবি অথবা Story আপলোড করে থাকি। কিন্তু পরবর্তীতে প্রায় সময় দেখা যায় যে ফোন থেকে হয়ত সেটা ডিলেট করে দিয়েছি, এবং পরে যখন প্রয়োজন পড়ে তখন আর খুঁজে পাই না। আপনি কিন্তু খুব সহজেই আপনার ফেসবুকে আপলোড করা ছবি ও Story এখান থেকে বের করে নিতে পারেন।
১. আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুকে।
২. ফেসবুকের ডান পাশে উপরে যে প্রোফাইল আইকন আছে এটির উপর ট্যাপ করবেন।
৩. তারপর সেটিংসের উপর ট্যাপ করবেন।
৪. এখান থেকে একটি অপশন খুঁজে বের করবেন৷ How People Can Find And Contact You এটির উপর ট্যাপ করবেন।
৫. এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন Who Can See Your Friends List? এটার ডান পাশে যে আইকন আছে এটার উপর ট্যাপ করবেন।
ট্যাপ করার পরে আপনার সামনে ৫ টি নতুন অপশন শো হবে।
এখানে থেকে যদি আপনি Everyone করে রাখেন তাহলে সবাই কিন্তু আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে।
এখানে দ্বিতীয় অপশন অর্থাৎ Friends যে অপশন আছে এটি সিলেক্ট করে রাখলে শুধু আপনার ফেসবুক ফ্রেন্ডরাই দেখতে পাবে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট।
আর এখানে লাস্ট অপশন অর্থাৎ Only Me করে রাখলে কেউ আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে না।
এটা আপনি বুঝে আপনার ইচ্ছা মতো সেট করে দিতে পারেন।
১. আপনার ফোনে থাকা ফেসবুক ওপেন করে নিন।
২. আবারো প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন।
৩. তারপর সেটিংসে ক্লিক করবেন।
৪. এখান থেকে একটি অপশন খুঁজে বের করবেন Profile And Tagging এটার উপরে ক্লিক করবেন।
৫. এখানে Tagging এর আন্ডারে যে অপশন গুলো-
প্রথম যে অপশন সেটি Friends করে রাখবেন।
তারপরে, নিচে যে অপশন এটি Only Me করে রাখবেন।
এবার সব থেকে গুরুত্বপূর্ণ এই যে Reviewing যে অপশন আছে এটি অন করে রাখবেন, কারণ কেউ যদি আপনাকে ট্যাগ করে কোন টিউন করে ফেসবুকে, তাহলে আগে আপনার কাছে নোটিফিকেশন আসবে পরে আপনি চেক করে চাইলে আপনার প্রোফাইলে এড করে দিতে পারেন।
১. প্রথমেই সরাসরি চলে যাবেন আপনার ফেসবুকে।
২. এখন মনে করুন আপনি ফেসবুকে একটি Post করতে চাচ্ছেন, কিন্তু আপনি চান যে কোন একজন নির্দিষ্ট ব্যক্তি আপনার এই Post দেখুক।
৩. আপনাদের দেখানোর জন্য আমি What’s on Your Mind এটার উপর ট্যাপ করলাম।
৪. এবার আমরা এখান থেকে একটি ফটো Post করার জন্য এখানে ক্লিক করে একটি ফটো নিয়ে আসলাম।
৫. এখন উপরে দেখতে পাচ্ছেন Friends নামে একটি আইকন, এটির উপর ক্লিক করুন।
৬. এখান থেকে Specific Friends এটির উপর ক্লিক করুন।
৭. এবার আপনার সামনে আপনার ফেসবুকের সকল ফ্রেন্ড লিস্ট শো হবে। এখান থেকে আপনি যাদের সিলেক্ট করবেন শুধু মাত্র তাইরাই কিন্তু এই Post টা দেখতে পাবে, অন্য কেউ দেখার কোন উপায় নেই।
এখনকার সময়ে যার হাতে স্মার্টফোন রয়েছে সে কিন্তু ফেসবুক ব্যবহার করে, এক কথায় ফেসবুক হলো বর্তমানে কমন একটি বিষয়। কিন্তু এই ফেসবুক ব্যবহারেও রয়েছে নানান সমস্যা। তাই ফেসবুক সম্পর্কে টিপসগুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টিউনে এরকম ফেসবুকের ৪ টি টিপস নিয়ে আলোচনা করেছি। এই টিউনটি ভালো করে ফলো করলে আশাকরি উপকারে আসবে।
আশাকরি আজকের এই টিউন আপনাদের উপকারে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবারও নতুন কোনো টিউন নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ভালো থাকুন, খোদা হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.