জিমেইল এর বোরিং ব্যাকগ্রাউনড কিভাবে পরিবর্তন করবেন !!!

কি নিয়ে লিখবো কিছু ভেবে না পেয়েই এই পোষ্ট টা করতে বসলাম । ভাইরা মাফ কইররা দিয়েন অযথা সময় নষ্ট কইররা থাকলে । আমরা সবাই জিমেইল ব্যাবহার করি আমাদের ইমেইলিং কাজের জন্য। কিছুদিন আগে জিমেইল ব্যাকগ্রাউনড আর ভালো লাগে না বলে আমার এক বন্ধু আমাকে জানাই । তার ভালো লাগার জন্যই আমি তারে ব্যাকগ্রউনড কিভাবে পরিবরতন করতে হই তা শিখাই দেই । সেইতা নিয়েই আজকে আমার টিউন করা । আমি আগেই বলে দিচ্ছি এই টিউন তা টেকি মানুষ দের জন্য না । যারা টেকি তারা সবাই এইটা জানেন । আমার মতো নন টেকি যারা তারাই শুধু মজা পাবেন ………।।

যাই হোক এইবার কাজের কথাই আসি ।

১) প্রথমে জিমেইল অ্যাকাউন্ট ওপেন করুন

২) সেটিংস্‌ ক্লিক করুন

***অনেকের এমন আসে না । তারা mail settings এ ক্লিক করুন

৩) এরপর দেখবেন এমন একটি ছবি ।

৪) “Themes Tab ” এ ক্লিক করুন

৫) এরপর যে কুনো একটা থিমস পচ্ছন্দ করুন । যদি চান গুগল আপনাকে পচ্ছন্দ করে দিবে তবে আপনি ” random “ সিলেক্ট করুন।

৬) এরপর আপনি আপনার country name and city name দেন।

৭) সেভ করুন । দেখুন আপনার ব্যাক গ্রাউনড পরিবর্তিত হইয়েছে ।

*** সময় নষ্ট করার জন্য ধইন্না ***

>>>> টিউনটি আগে TP এবং আমার ব্লগ এ প্রকাশিত <<<

Level 0

আমি মাহমুদ শরফুদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

''সহজতার মনোভাব আমরা প্রকৃতি থেকে শিখে নেই। তবে এমনই কপাল খারাপ যে আমরা সবসময় তা এড়িয়ে চলি...!!!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চালিয়ে যাও ভাল েহচছ

Level 0