অনলাইন বিজনেস Grow করার টিপস

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 6
শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর

বর্তমান প্রযুক্তির যুগে অনেকেই কম বেশি অনলাইন বিজনেস দাড় করানোর পরিকল্পনা করে। কেননা অনলাইন বিজনেসে ঝামেলা কম, ইনভেস্ট কম। সেই সাথে কষ্টও কম। এমনটাই ধারনা করে থাকে বিগিনাররা। আসলে আদৌ অনলাইন বিজনেস করা এতোটা সহজ? হ্যাঁ, একবার দাঁড় করিয়ে ফেলতে পারলে অনলাইন বিজনেস অনেক সহজ।

তবে একটা অনলাইন প্লাটফর্ম, একটা ব্রান্ড তৈরি করা কিন্তু খুব সহজ বিষয় নয়। এর জন্য প্রয়োজন ট্রিকস, সঠিক ডেডিকেশন ও প্রচুর ধৈর্য। জেনে নিন অনলাইন বিজনেস গ্রো করার কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রিকস।

১. পেইজ সেট-আপ

পেইজ সেটআপ করতে হবে

আপনি কয়েকটি প্রোডাক্ট স্টক করলেন আর ছবি তুলে পেইজে আপলোড করলেন ব্যাস! হয়ে গেল আপনার কাজ! আর ভাবলেন ছবি দেখেই হুরহুর করে অর্ডার আসতে থাকবে। তাহলে আপনি ভুল পথে আছেন। কেননা আপনার মতো এমন হাজার হাজার অনলাইন বিক্রেতা চমৎকার সব প্রোডাক্ট নিয়ে মার্কেটপ্লেসে আছে। তাই নিজের পেইজটাকে প্রফেশনালি সেট করতে হবে। যাতে পেইজ এর ইন্টেরিয়র দেখে একজন ক্রেতা বুঝতে পারে এটি একটি ট্রাস্টেড পেইজ।

একটি নির্দিষ্ট লোগো তৈরি করে এর ওপর ভিত্তি করে পেইজের প্রোফাইল পিকচার ও ব্যানারের ডিজাইন করতে হবে। সেই সাথে পেইজের প্রতিটি ছবির সাথেই এই লোগো এড করে নিতে হবে।

পেইজের যাবতীয় তথ্য সঠিকভাবে পাবলিশ করতে হবে। ঠিকানা, মোবাইল, ওয়েবসাইট এড্রেস থেকে শুরু করে যাবতীয় সকল তথ্য সঠিকভাবে পাবলিশ করতে পারলে পেইজ অনেকটা ট্রাস্টেড হিসেবে গন্য হয়।

প্রতিটা টিউন প্রফেশনালি পাবলিক করতে হবে। যাতে এটা অফিসিয়াল পেইজ হিসেবে বিবেচিত হয়। সেই সাথে কাস্টমারকে ইনস্ট্যান্ট রিপ্লাই করাটাও গুরুত্বপূর্ণ। মনে রাখবেন আপনার পেইজ আপনার দোকান। অফলাইনে একটা দোকানকে ব্যবসায়ী যতোটা গুরুত্ব দেয়, অনলাইনে পেইজকেও ঠিক ততোটা গুরুত্ব দিতে হবে।

২. কনটেন্ট তৈরি

কনটেন্ট তৈরি করে বিজনেস Grow করুন

অনলাইনে এখন ভুরি ভুরি পেইজ আর ভুরি ভুরি প্রোডাক্ট। তার ভেতর থেকে ক্রেতা আপনার পেইজের প্রতি কেন আকৃষ্ট হবে?

ক্রেতা আকৃষ্ট করার অভিনব কৌশল কনটেন্ট মেকিং। সেটা হতে পারে টেক্সট কনটেন্ট, ভিডিও কনটেন্ট অথবা এনিমেশন কনটেন্ট। যতো বেশি সম্ভব তথ্যবহুল কনটেন্ট রাখার চেষ্টা করতে হবে। ক্রেতা আপনার পেইজে তখনই এনগেজড থাকবে, যখন সে আপনার পেইজ থেকে উপকৃত হবে। ক্রেতাকে তথ্য দিয়ে উপকৃত করুন, বিনোদন দিয়ে উপকৃত করুন। এতে পেইজের রিচ বাড়বে। নিয়মিত যারা এনগেজড থাকবে তারাই একসময় ক্রেতা হয়ে উঠবে।

স্টোরি টেলিং এর মাধ্যমে ক্রেতা আকৃষ্ট করতে পারেন। সবাই চায় নতুন কিছু জানতে, নতুন কিছু শিখতে। তাও আবার আনন্দের সাথে। আপনি যদি আপনার প্রোডাক্ট এর উপকারিতা, প্রোডাক্ট এর পরিচিতি, কোয়ালিটি গল্পের মাধ্যমে তুলে ধরতে পারেন তাহলে রিচ বেশি হবে। ফলে মার্কেটিং লেভেল টপে চলে আসবে।

মোট কথা আপনার পেইজের কনটেন্টই হবে আপনার আপনার মার্কেটিং স্ট্রাটেজি। ভালো মানের কনটেন্ট বর্তমানে ব্যবসার মূল্যায়ন সম্পদ।

৩. ফটোগ্রাফি

ফটোগ্রাফির মাধ্যমে বিজনেস Grow. করুন

অনলাইনে পন্য কেনার সময় ক্রেতার একমাত্র ভরসা প্রোডাক্ট এর ছবি। তাই অনলাইন বিক্রেতাকে ফটোগ্রাফির দিকে মনযোগ দিতে হবে। একটি পন্য বাস্তবে যতোটা সুন্দর, ঠিক তেমন সুন্দর লুক ছবিতে ফুটিয়ে তোলা মোটেই সহজ নয়। তাই এই দিকে অনেক কাঠখড় পোড়াতে হবে।

চাইলে একজন প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে প্রোডাক্ট এর ফটোগ্রাফি করিয়ে নিতে পারেন। আকর্ষণীয় ও অথেনটিক ছবি ক্রেতার বিশ্বস্ততা অর্জনের হাতিয়ার।

অনলাইনে কমন কিছু ছবি আছে যা মোটামুটি সব পেইজেই দেখতে পাওয়া যায়। এগুলো আকর্ষণীয় হলেও বিশ্বাসযোগ্য নয়। কেননা ক্রেতারা বুঝতে পারে আপনার কাছে থাকা প্রোডাক্ট এর ছবি এগুলো নয়। তাই নিজের স্টকে থাকা প্রোডাক্ট গুলো দিয়ে একটু ভিন্ন আঙ্গিকে ছবি তুলুন। একটু অন্যভাবে ডেকোরেশন করুন। এতে করে খুব সহযেই বিশ্বস্ততা অর্জন করা সম্ভব।

সবশেষে এটাই বলবো, অনলাইন বিজনেস এর মূলধন হলো সততা। একবার বিশ্বস্ততা অর্জন করে নিতে পারলে আর পেছন ফিরে তাকাতে হবে না। প্রোডাক্ট কোয়ালিটি একদম ভালো রাখতে হবে। সেই সাথে প্রোডাক্ট এর ছবির সাথে বাস্তব প্রোডাক্ট এর শতভাগ মিল রাখতে হবে। চেষ্টা করে গেলে বিজনেস গ্রো করাতে খুব বেশি সময় লাগবে না।

Level 6

আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নির্দেশনা [০১]

প্রিয় টিউনার,

আপনার টিউনটি গাইডলাইন অনুযায়ী হয়নি।

কারণ:

‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউন এর সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), স্টক ইমেজ (Stock Image)’, টিউনের ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা হয় নি।

‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউন এর সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), স্টক ইমেজ (Stock Image)’, টিউনের ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা না হলে সে টিউন সিস্টেম থেকে ‘নেগেটিভ টিউন র‌্যাংক’ (Negative Tune Rank) পায়।

করণীয়:

‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউনের সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), স্টক ইমেজ (Stock Image)’, টিউনের ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করুন।

খেয়াল করুন

১. টেকটিউনসে, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ অবশ্যই টিউনের সাথে প্রাসঙ্গিক হতে হয়।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে টিউনের সাথে প্রাসঙ্গিক নয় এমন যে কোন ইমেইজ ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না। টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই নিশ্চিত হতে হয় যে ব্যবহৃত ফটো/ইমেইজটি ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউনের সাথে প্রাসঙ্গিক।

২. টেকটিউনসে, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ অবশ্যই কপিরাইট ফ্রি হতে হয়।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে গুগল বা ওয়েব সার্চ করে পাওয়া যে কোন ইমেইজ ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না। টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই নিশ্চিত হতে হয় যে ব্যবহৃত ফটো/ইমেইজটি ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউনের সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), স্টক ইমেজ (Stock Image)’।

৩. টেকটিউনসে, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ অবশ্যই স্টক ইমেজ (Stock Image) হতে হয়।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে গুগল বা ওয়েব সার্চ করে পাওয়া যে কোন ইমেইজ ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না। টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই নিশ্চিত হতে হয় যে ব্যবহৃত ফটো/ইমেইজটি ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউনের সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), স্টক ইমেজ (Stock Image)’

৪. টেকটিউনসে, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ অবশ্যই যে কোন ধরনের ওয়াটার মার্ক মুক্ত স্টক ইমেজ (Stock Image) হতে হয়।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে গুগল বা ওয়েব সার্চ করে পাওয়া যে কোন ইমেইজ ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না। টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই নিশ্চিত হতে হয় যে ব্যবহৃত ফটো/ইমেইজটি ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউনের সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), ওয়াটার মার্ক মুক্ত (Watermark Free), স্টক ইমেজ (Stock Image)’

৫. টেকটিউনসে, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ অবশ্যই হাই-রেজুলেশন স্টক ইমেজ (Stock Image)’ হতে হয়।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে লো-রেজুলেশনের কোন ইমেইজ ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না।

টেকটিউনসে 1920×1080 px এর সমান বা এর বেশি ডাইমেনশনের ইমেইজকে হাই-রেজুলেশন ইমেইজ হিসেবে ধরা হয়। টেকটিউনসে 1920×1080 px এর কম ডাইমেনশনের ইমেইজকে লো-রেজুলেশন ইমেইজ হিসেবে ধরা হয়।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে 1920×1080 px এর কম ডাইমেনশনের লো-রেজুলেশন এর কোন ইমেইজ ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না। টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই 1920×1080 px এর সমান বা এর বেশি ডাইমেনশনের হাই-রেজুলেশন ইমেইজ, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করতে হয়। টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই নিশ্চিত হতে হয় যে ব্যবহৃত ফটো/ইমেইজটি ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউনের সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), স্টক ইমেজ (Stock Image)’।

৬. টেকটিউনসে, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ এর হাই-রেজুলেশন স্টক ইমেজ (Stock Image) এ কোন ধরনের এডিটং করে ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে হাই-রেজুলেশন স্টক ইমেজ (Stock Image) এ কোন ধরনের এডিটং করে তাতে কোন টেক্সট, কোন সিম্বল, কোন আইকন বা যে কোন ধরনের এডিটিং করা যায় না। টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই নিশ্চিত হতে হয় যে ব্যবহৃত ফটো/ইমেইজটি ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী,
স্টক ইমেজ সোর্স (Stock Image Source) থেকে কোন ধরনের এডিটিং ছাড়াই, টিউনের সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), ওয়াটার মার্ক মুক্ত (Watermark Free), স্টক ইমেজ (Stock Image)’।

টিউটোরিয়াল ট্রেনিং নিন

আপনার যদি কপিরাইট ফ্রি ইমেজ (Copyright Free ইমেজ), হাই-রেজুলেশন ইমেজ (High Resolution ইমেজ), ওয়াটার মার্ক ফ্রি ইমেজ (Watermark Free ইমেজ), স্টক ইমেজ (Stock Image) সম্বন্ধে পূর্ব ধারণা না থাকে তবে টেকটিউনস টিউনার এর টিউটোরিয়াল গুলো থেকে ট্রেনিং নিন।

  1. কপিরাইট ফ্রি ইমেজ কী? কপিরাইট ফ্রি ইমেজ কীভাবে খুঁজে বের করবেন?
  2. স্টক ইমেজ কী? স্টক ইমেজ সার্চ, স্টক ইমেজ রিসাইজ এবং স্টক ইমেজ ইনসার্ট করার নিয়ম
  3. স্টক ইমেজ রিসাইজ করার পদ্ধতি

সঠিক ভাবে সংশোধন করে টিউনের ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করুন।

আপনার পরবর্তি টিউন গুলোতে যেন এই একই ভুল না হয় সে দিকে পূর্ণ সতর্ক থাকুন।

খেয়াল করুন: আপনার এই টিউন সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি টিউন সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই টিউন টি সিস্টেম থেকে ‘নেগেটিভ টিউন র‌্যাংক’ (Negative Tune Rank) পাবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

    Level 6

    জি থাম্বনেইল সেট করে দিয়েছি।
    আরেকটা সমস্যা হলো আমি লেখার ভেতরে হেডিং এবং সাব হেডিং ফন্ট সেট করতে পারছি না। এতে কি কোনো সমস্যা হবে?

      ১. মোবাইল থেকে Formatting Shortcuts ব্যবহার করে টিউন ফর্মেটিং এর কাজ করতে হয় যেভাবে

      ২. কীভাবে টেকটিউনসে লিস্টিক্যাল আর্টিকেল ফরমেটে টিউন করতে হয়

      টিউটোরিয়াল ট্রেনিং এর সকল বিষয় সঠিক ভাবে সময় নিয়ে পড়ুন, বুঝুন ও আয়ত্ব করুন।

      অনুগ্রহ করে টেকটিউনস অপস টিম থেকে দেওয়া নির্দেশনা, উত্তর, প্রতুত্তর যা আপনাকে দেওয়া হয় তা সময় নিয়ে, মনোযোগ সহকারে, সঠিক ভাবে পড়ুন ও বুঝুন। তাড়াহুড়ো করে, পর্যাপ্ত সময় না দিয়ে, মনেযোগ না দিয়ে টেকটিউনস অপস টিম থেকে কোন নির্দেশনা, উত্তর, প্রতুত্তর পড়বেন না এবং এ ধরনের অভ্যাস পরিত্যাগ করুন। এর ফলে আপনি বারংবার একই ভুল করবেন এবং আপনাকে একই নির্দেশনা বারংবার প্রদান করতে হবে। যার ফলে টেকটিউনস টিমের সাথে আপনার কোন টিমওয়ার্ক করা সম্ভব হবে না।

      যে কোন নির্দেশনা মেনে নির্ভুল ভাবে কাজ করার মূল সূত্র হলো সে নির্দেশনা কয়েকবার পড়া। ১ বার বা ২ বার নয় ৪ থেকে ৫ বার পড়া। এর ফলে আপনি সে নির্দেশনা সঠিক ভাবে বুঝতে পারবেন, সে কাজ নির্ভুল ভাবে সম্পন্ন করতে পারবেন, ভুল পরিহার করতে পারবেন।

      তাই টেকটিউনস অপস টিম থেকে দেওয়া নির্দেশনা, উত্তর, প্রতুত্তর যা আপনাকে দেওয়া হয় তা সময় নিয়ে, মনোযোগ সহকারে, সঠিক ভাবে পড়ুন ও বুঝুন।

নির্দেশনা [০১] অনুযায়ী টিউন সংশোধিত হয়নি।

১. টেকটিউনসে, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ অবশ্যই টিউনের সাথে প্রাসঙ্গিক হতে হয়।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে টিউনের সাথে প্রাসঙ্গিক নয় এমন যে কোন ইমেইজ ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না। টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই নিশ্চিত হতে হয় যে ব্যবহৃত ফটো/ইমেইজটি ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউনের সাথে প্রাসঙ্গিক।

৩. টেকটিউনসে, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ অবশ্যই স্টক ইমেজ (Stock Image) হতে হয়।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে গুগল বা ওয়েব সার্চ করে পাওয়া যে কোন ইমেইজ ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না। টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই নিশ্চিত হতে হয় যে ব্যবহৃত ফটো/ইমেইজটি ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউনের সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), স্টক ইমেজ (Stock Image)’

৬. টেকটিউনসে, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ এর হাই-রেজুলেশন স্টক ইমেজ (Stock Image) এ কোন ধরনের এডিটং করে ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে হাই-রেজুলেশন স্টক ইমেজ (Stock Image) এ কোন ধরনের এডিটং করে তাতে কোন টেক্সট, কোন সিম্বল, কোন আইকন বা যে কোন ধরনের এডিটিং করা যায় না। টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই নিশ্চিত হতে হয় যে ব্যবহৃত ফটো/ইমেইজটি ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, স্টক ইমেজ সোর্স (Stock Image Source) থেকে কোন ধরনের এডিটিং ছাড়াই, টিউনের সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), ওয়াটার মার্ক মুক্ত (Watermark Free), স্টক ইমেজ (Stock Image)’।

আপনার সেট করা টিউন এর ‘টিউন থাম্বনেইল’ এ বৈশিষ্ঠ্য সম্পন্ন নয়।

নির্দেশনা [০১] এর সকল বিষয় সঠিক ভাবে সময় নিয়ে পড়ুন। নির্দেশনা [০১] এ উল্লেখ করা টিউটোরিরাল ট্রেনিং নিন এরপর সঠিক ভাবে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করুন।

    Level 6

    তাহলে আমি থাম্বনেইল কোথায় পাবো?
    অথবা থাম্বনেইল কিভাবে মেক করবো?

      নির্দেশনা [০১] এর সকল বিষয় সঠিক ভাবে সময় নিয়ে পড়ুন।

        Level 6

        জি কপিরাইট ফ্রী সাইড থেকে স্টক ফটো ডাউনলোড করে Adobe Express Image Resizer অ্যাপের মাধ্যমে সাইজ ইডিট করে থাম্বনেইল সেট করেছি। এবার ঠিক আছে?

নির্দেশনা [০১] অনুযায়ী টিউন সংশোধিত হয়নি।

টেকটিউনসে, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ অবশ্যই টিউনের সাথে প্রাসঙ্গিক হতে হয়।

টিউন এর বিষয়বস্তু অনলাইন বিজনেস কিন্তু টিউন থাম্বনেইল ডিজিটাল মার্কেটিং নিয়ে সেট করা হয়েছে।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে টিউনের সাথে প্রাসঙ্গিক নয় এমন যে কোন ইমেইজ ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না। টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই নিশ্চিত হতে হয় যে ব্যবহৃত ফটো/ইমেইজটি ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউনের সাথে প্রাসঙ্গিক।

নির্দেশনা [০১] এর সকল বিষয় সঠিক ভাবে সময় নিয়ে পড়ুন।

সঠিকভাবে সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

    Level 6

    আবার থাম্বনেইল পরিবর্তন করে দিয়েছি।এবার ঠিক আছে কিনা অনুগ্রহ করে জানান

      জ্বী, ঠিক আছে।

        Level 6

        জি ধন্যবাদ। সব ধরনের দিকনির্দেশনা পরেরবার থেকে মেনে টিউন পাবলিশ করবো। আর্নিং শুরু করার শর্ত সম্পর্কে কি জানতে পারি?
        মানে কখন থেকে আমার আর্নিং শুরু হবে এবং কিভাবে আর্ন করা যায়। আর আর্নিং পলিসি কেমন? মান্থলি কেমন পরিশ্রম করলে কত টাকা আর্ন করা সম্ভব?
        আমি একজন প্রফেশনাল টিউনার হতে চাই

          আমরা টেকটিউনস কন্টেন্ট অপস। টেকটিউনস ডেস্কে প্রশ্ন করুন। টেকটিউনস সাইট অপস থেকে উত্তর দেওয়া হবে।

নির্দেশনা [০২]

আপনার টিউনটি গাইডলাইন অনুযায়ী হয়নি।

কারণ:

আপনার টিউনটি, লিস্ট বেইসড টিউনে ফরমেটিং করা হয়নি। ‘টেকটিউনস টিউন গাইডলাইন’ অনুযায়ী এধরনের প্রকাশিত টিউন, লিস্ট বেইসড টিউন বা ‘Listicle’ (লিস্টিক্যাল) বা List Post (লিস্ট Post) ফরমেটিং করতে হয়।

লিস্ট বেইসড টিউনকে কন্টেন্ট রাইটিং এর ভাষায় ‘Listicle’ (লিস্টিক্যাল) বা List Post (লিস্ট Post) বলা হয়।

লিস্ট বেইসড, ‘Listicle’ (লিস্টিক্যাল) বা List Post (লিস্ট Post) ফরমেটিং এর টিউন এর উদাহরণ হিসেবে টিউন ১টিউন ২ লক্ষ করুন।

লিস্ট বেইসড টিউনে লিস্টের

  1. প্রতিটি আইটেমের হেডিং H2 হতে হয়।
  2. প্রতিটি আইটেমের ক্রমিক নম্বর থাকতে হয় এবং প্রতিটি আইটেমের ক্রমিক নম্বর টেকটিউনস গাইডলাইন ফরমেট অনুযায়ী হতে হয়।
  3. প্রতিটি আইটেমের হেডিং এর অধীনে, আইটেমের সাথে প্রাসঙ্গিক, আইটেমকে রিপ্রেজেন্ট করে এমন ও ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুসরণ করে ছবি/স্ক্রিনসট/ইমেইজ থাকতে হয়।
  4. প্রতিটি আইটেমকে রিপ্রেজেন্ট করা ছবি/স্ক্রিনসট/ইমেইজ গুলো H2 হেডিং এর ঠিক নিচে থাকতে হয়। অর্থাৎ H2 হেডিং এর ঠিক পরেই প্রতিটি আইটেমকে রিপ্রেজেন্ট করা ছবি/স্ক্রিনসট/ইমেইজ থাকতে হয়।
খেয়াল রাখুন

১. টিউনে H2, H3 বা H4 সহ যে কোন হেডিং কখনও বোল্ড করা যায় না ও লিংক করা যায় না।

২. লিস্ট বেইসড টিউনে প্রতি আইটেমের ক্রমিক নম্বর থাকতে হয়।

লিস্ট বেইসড টিউনে প্রতি আইটেমের ক্রমিক নম্বর বাংলা নিচের ফরমেটে থাকতে হয়।

১. আইটেম ১
২. আইটেম ২

এখানে প্রথমে বাংলা ক্রমিক নম্বর, তারপর একটি ডট, ডটের পর স্পেস তারপর আইটেমের নাম।

লিস্ট বেইসড টিউনে লিস্টের প্রতি আইটেমে হুবহু এই ফরমেটে ক্রমিক নম্বর থাকতে হয়।

উদারহরণ সরূপ টিউন ১, টিউন ২, টিউন ৩ লক্ষ করুন।

এখানে লিস্ট বেইড টিউনে লিস্টের

  1. প্রতিটি আইটেমের হেডিং H2 রয়েছে।
  2. প্রতিটি আইটেমের ক্রমিক নম্বরের ফরমেট টেকটিউনস গাইডলাইন অনুসরণ করে রয়েছে।
  3. প্রতিটি আইটেমের হেডিং এর অধীনে, আইটেমের সাথে প্রাসঙ্গিক, আইটেমকে রিপ্রেজেন্ট করে এমন ও ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুসরণ করে ছবি/স্ক্রিনসট/ইমেইজ রয়েছে।
  4. প্রতিটি আইটেমকে রিপ্রেজেন্ট করা ছবি/স্ক্রিনসট/ইমেইজ গুলো H2 হেডিং এর ঠিক নিচে অর্থাৎ H2 হেডিং এর ঠিক পরেই প্রতিটি আইটেমকে রিপ্রেজেন্ট করা ছবি/স্ক্রিনসট/ইমেইজ রয়েছে।

করণীয়:

টিউটোরিয়াল ট্রেনিং নিন

১. মোবাইল থেকে Formatting Shortcuts ব্যবহার করে টিউন ফর্মেটিং এর কাজ করতে হয় যেভাবে

২. কীভাবে টেকটিউনসে লিস্টিক্যাল আর্টিকেল ফরমেটে টিউন করতে হয়

টিউটোরিয়াল ট্রেনিং এর সকল বিষয় সঠিক ভাবে সময় নিয়ে পড়ুন, বুঝুন ও আয়ত্ব করুন।

অনুগ্রহ করে টেকটিউনস অপস টিম থেকে দেওয়া নির্দেশনা, উত্তর, প্রতুত্তর যা আপনাকে দেওয়া হয় তা সময় নিয়ে, মনোযোগ সহকারে, সঠিক ভাবে পড়ুন ও বুঝুন। তাড়াহুড়ো করে, পর্যাপ্ত সময় না দিয়ে, মনেযোগ না দিয়ে টেকটিউনস অপস টিম থেকে কোন নির্দেশনা, উত্তর, প্রতুত্তর পড়বেন না এবং এ ধরনের অভ্যাস পরিত্যাগ করুন। এর ফলে আপনি বারংবার একই ভুল করবেন এবং আপনাকে একই নির্দেশনা বারংবার প্রদান করতে হবে। যার ফলে টেকটিউনস টিমের সাথে আপনার কোন টিমওয়ার্ক করা সম্ভব হবে না।

যে কোন নির্দেশনা মেনে নির্ভুল ভাবে কাজ করার মূল সূত্র হলো সে নির্দেশনা কয়েকবার পড়া। ১ বার বা ২ বার নয় ৪ থেকে ৫ বার পড়া। এর ফলে আপনি সে নির্দেশনা সঠিক ভাবে বুঝতে পারবেন, সে কাজ নির্ভুল ভাবে সম্পন্ন করতে পারবেন, ভুল পরিহার করতে পারবেন।

তাই টেকটিউনস অপস টিম থেকে দেওয়া নির্দেশনা, উত্তর, প্রতুত্তর যা আপনাকে দেওয়া হয় তা সময় নিয়ে, মনোযোগ সহকারে, সঠিক ভাবে পড়ুন ও বুঝুন।

গাইডলাইন অনুযায়ী সংশোধন করুন।

আপনার পরবর্তি টিউন গুলোতে যেন এই একই ভুল না হয় সে দিক পূর্ণ সতর্ক থাকুন।

খেয়াল করুন: আপনার এই টিউন সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি টিউন সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই টিউন টি সিস্টেম থেকে ‘নেগেটিভ টিউন র‌্যাংক’ (Negative Tune Rank) পাবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

উপরের নির্দেশিত সংশোধন করে, টিউন সংশোধন আপডেট জানানোর নিয়ম মোতাবেক এই ম্যাসেজের রিপ্লাই দিন।

    জি দিকনির্দেশনা অনুযায়ী ঠিক করা হয়েছে। আরও কোনো সমস্যা থাকলে অনুগ্রহ করে জানাবেন

নির্দেশনা [০৩]

আপনার টিউনটি গাইডলাইন অনুযায়ী হয়নি।

কারণ:

টিউনে ইমেইজ ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী হয়নি।

“১. পেইজ সেট-আপ” H2 হেডিং এর অধীনে

টিউন ইমেইজ Full Size হিসেবে যুক্ত না করে Large সাইজ হিসেবে যুক্ত করা হয়েছে।

করণীয়:

টিউনে ইমেইজ ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী টিউনে ইমেইজ Large সাইজ হিসেবে যুক্ত না করে Full Size হিসেবে যুক্ত করে ঠিক করে আপডেট করুন।

খেয়াল করুন: আপনার এই টিউন সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি টিউন সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই টিউন টি সিস্টেম থেকে ‘নেগেটিভ টিউন র‌্যাংক’ (Negative Tune Rank) পাবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

উপরের নির্দেশিত সংশোধন করে, টিউন সংশোধন আপডেট জানানোর নিয়ম মোতাবেক এই ম্যাসেজের রিপ্লাই দিন।

নির্দেশনা [০৪]

প্রিয় ট্রাস্টেড টিউনার,

আপনার টিউনটি গাইডলাইন অনুযায়ী হয়নি।

কারণ:

টিউনে এক্সট্রা লাইন ব্রেক (Line Break) ব্যবহার করা হয়েছে।

পুরো টিউনে এক্সট্রা লাইন ব্রেক (Line Break) ব্যবহার করা হয়েছে।

টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী টিউনে এক্সট্রা লাইন ব্রেক (Line Break) ব্যবহার করা যায় না এবং টিউনে H2 হেডিং এর আগে এক্সট্রা লাইন ব্রেক (Line Break) ব্যবহার করা যায় না।

করণীয়:

টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী টিউনে সকল এক্সট্রা লাইন ব্রেক (Line Break) রিমুভ করুন।

আপনার পরবর্তি টিউন গুলোতে যেন এই একই ভুল না হয় সে দিক পূর্ণ সতর্ক থাকুন।

খেয়াল করুন: আপনার এই টিউন সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি টিউন সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই টিউন টি সিস্টেম থেকে ‘নেগেটিভ টিউন র‌্যাংক’ (Negative Tune Rank) পাবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।