আসসালামু আলাইকুম, আশাকরি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই নিজ নিজ স্থানে ভালো আছেন।
আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি তাদের প্রায় সবাই ইন্টারনেটের সাথে যুক্ত আছি। অনেক সময় নেটওয়ার্ক অনেক ঝামেলা করে, কীভাবে বুঝবেন আপনার মোবাইল Slow নাকি আপনার ইন্টারনেট এই বিষয়টি নিয়ে আজকের এই টিউনে আলোচনা করব।
আজকের টিউনের টপিকটা অনেকের কাছে অনেক Simple মনে হতে পারে। কিন্তু আমাদের মাঝে বেশিরভাগ মানুষকেই দেখা যায় যে তাদের ইন্টারনেট স্পিড আসলে কত % সেটা নিয়ে তারা খুব একটা Concern না, মানে যারা স্পেশালি WiFi ব্যবহার করেন তারা আসলে যে লাইন ব্যবহার করেন যত Mbps এর লাইন সেটা আসলে ঠিক মতো পাচ্ছেন কি না সেটা চেক করে দেখেন না। আবার যারা মোবাইল ডাটা ব্যবহার করছেন তারাও দেখা যায় নিজেরাও জানেন না তাদের 4G বা 3G তে স্পিড টা কেমন।
আর এজন্যই বেশিরভাগ মানুষদের বলতে শুনি দূর আমি নেটের স্পিড পাই না, এখন আসলেই কী আপনার WiFi বা মোবাইল ডাটার 4G বা 3G এর স্পিড কম নাকি আপনার ডিভাইস বা মোবাইলটাই স্লো। এটা আপনার বুঝার সবচেয়ে ভালো উপায় হলো প্রায় প্রায় আপনি আপনার ইন্টারনেটের স্পিডটা চেক করে নিবেন। এন্ড্রয়েডের জন্য Google Play Store এ কিংবা I Phone এর জন্য Apps Store এ গেলে আপনারা ইন্টারনেট স্পিড টেস্ট করার জন্য অনেক ধরনের অ্যাপস পেয়ে যাবেন, কিন্তু আমার কাছে যে অ্যাপসটা সব থেকে ভালো মনে হয়েছে এবং যেই অ্যাপসের রেজাল্ট নির্ভরযোগ্য সেটার সাথে এখন আমি আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং এটা দিয়ে কীভাবে ইন্টারনেটের স্পিড চেক করবেন হতে পারে সেটা WiFi অথবা মোবাইল ডাটার স্পিড। এখানে ব্যাপারটা কিন্তু এরকম না যে কত Mbps এর স্পিড আপনি পাচ্ছেন সাথে আরো কিছু প্যারামিটার আছে যা এখন আমি আপনাদের দেখিয়ে দেবো।
আপনার ফোন যদি হয় অ্যান্ড্রয়েড তাহলে Google Play Store এ চলে যাবেন। আর যদি আপনার ফোন IPhone হয় তাহলে চলে যাবেন Apps Store এ। আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে এই কাজটি করবেন তা দেখাবো।
১. সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ফোনের Play Store এ।
২. Play Store এ গিয়ে Search করবেন Fast Speed Test লিখে।
৩. সার্চ করার পর এই অ্যাপস এর Logo হুবহু যদি আমার সাথে মিলে তাহলে Install করে নিবেন। ইন্সটল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করে নিবেন। ওপেন করার সাথে সাথে দেখতে পাবেন এটি ইন্টারনেট স্পিড মাপা শুরু করে দিয়েছে।
৪. শুধু ইন্টারনেট স্পিড দেখেই কিন্তু শেষ না, এখানে দেখতে পাচ্ছেন Show More Info এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন কিছু লোডিং হচ্ছে।
৫. সবকিছু লোড হওয়ার পরে সবার উপরে যেটা পাবেন সেটাই হলো আপনার মেইন ইন্টারনেট স্পিড। এখানে দেখতে পাচ্ছেন আমার 8.0 Mbps দেখাচ্ছে, এটা হলো আমার ইন্টারনেট স্পিড।
৬. আপনার মেইন ইন্টারনেট স্পিড এর নিচে ডান পাশে দেখতে পাবেন Upload একটি অপশন আছে। এই অপশন ও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন তখন Upload ইন্টারনেট কম থাকলে সমস্যা নেই, কিন্তু যখন গেমস খেলবেন বা মেসেঞ্জার, ইমো এগুলো দিয়ে অডিও কিংবা ভিডিও কলে কথা বলবেন তখন কিন্তু Upload স্পিড অনেক বেশি গুরুত্বপূর্ণ।
৭. Upload এর বাম পাশে দেখতে পাচ্ছেন Latency একটি অপশন রয়েছে। Latency এর নিচে দেখতে পাচ্ছেন Uploaded এবং Loaded দুটি অপশন আছে, এবং এই দুটির নিচে দুটি নাম্বার দেখাচ্ছে যেগুলো মিনিট এবং সেকেন্ড দিয়ে মাপা হয়। এখানে একটি জিনিস আপনাদের মনে রাখতে হবে, আমার এখানে দেখতে পাচ্ছেন Uploaded দেখাচ্ছে 91ms এবং Loaded দেখাচ্ছে 126ms। এখানে আপনাদের একটা কথা মনে রাখতে হবে এই নম্বরটি যদি ৫০ এর নিচে হয় তাহলে ভালো আর যত ছোট হবে ততই ভালো।
আর আপনি যদি এই Fast Speed Test দিয়ে স্পিড না মাপতে চান তাহলে Browser থেকে ও কিন্তু স্পিড মেপে নিতে পারবেন। আপনি আপনার ফোনের যেকোনো Browser ব্যবহার করতে পারেন, আমি Google Chrome দিয়েই দেখাবো।
১. প্রথমে আপনি আপনার ফোনের Browser ওপেন করে নিবেন। আমি Google Chrome ওপেন করছি।
২. Browser ওপেন করার পরে আপনি সার্চ বারে সার্চ করতে হবে Fast.com লিখে। সার্চ করার পর Fast অ্যাপস এর মতো আপনি এখানে ও দেখতে পাবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর অ্যাপস এর মতো Show More Info পেয়ে যাবেন এবং অ্যাপস এর মতো সকল কিছু চেক করে নিতে পারবেন।
আপনি যদি Wifi ব্যবহার করে থাকেন তাহলে খুব সহজে দেখে নিতে পারবেন আপনি যেই স্পিড এর লাইন এনেছেন সেটি পাচ্ছেন কি না। আর যারা মোবাইল ডাটা 3G বা 4G ব্যবহার করছেন তারাও কিন্তু ইন্টারনেট স্পিড মেপে দেখতে পাচ্ছেন যে আপনার বাসায় বা এলাকায় ইন্টারনেট স্পিড আপনি কত পাচ্ছেন।
এতক্ষণ ধৈর্য সহকারে এই টিউন পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটি টিউনে নতুন আরেকটি টপিক নিয়ে। ততক্ষণ ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.