WhatsApp এর নতুন ৪ টি দারুন ফিচার! না জেনে যাবেন কোথায়

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশাকরি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই নিজ নিজ স্থানে ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতো আজকে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে। যেখানে আমি আপনাদের সাথে কথা বলব WhatsApp এর নতুন ৪ টি ফিচার নিয়ে। আশাকরি আজকের এই টিউন আপনাদের ভালো লাগবে, তাহলে চলুন মূল টপিকে চলে যাই।

বর্তমানে WhatsApp এ নতুন ভাবে দারুণ কিছু আপডেট এসেছে যে আপডেট গুলো হয়ত সবাই এত দিন মনে মনে খুঁজে বেড়াচ্ছিলাম, আমাদের মনে হতো WhatsApp এ যদি এরকম কিছু ফিচার থাকত তাহলে এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো ও উপকার হতো। কিন্তু শেষ পর্যন্ত এবার Whatsapp কিন্তু এরকম কিছু ফিচার যুক্ত করেছে। এবার কথা হলো এই ফিচার গুলো আসলে এবং এগুলো কি কাজ করে চলুন আপনাদের দেখিয়ে দেই।

WhatsApp এ HD তে ছবি পাঠান যে কাউকে

আমরা যখন কাউকে কোন প্রকার ছবি সেন্ড করি তখন কিন্তু পুরোপুরি HD তে যায় না। তার জন্য আমাদের Document করে দিতে হতে অনেক ঝামেলার সম্মুখীন হতে হতো। কিন্তু Whatsapp এখন নতুন ভাবে একটি ফিচার চালু করেছে যার সাহায্য আপনি যে কাউকে HD তে যে কোন ধরনের ছবি পাঠাতে পারবেন। তাহলে চলুন এবার দেখিয়ে দেই কীভাবে কাউকে HD তে ছবি পাঠাবেন।

১. প্রথমে আপনার ফোনের WhatsApp ওপেন করুন।

২. WhatsApp ওপেন করার পর কারো সাথে চ্যাট বক্স ওপেন করুন।

৩. এখান থেকে এই আইকনের উপর ট্যাপ করুন।

৪. তারপর এখান থেকে Gallery সিলেক্ট করুন।

৫. এখন Gallery থেকে যে কোন একটি ছবি ডিসাইড করে ছবির উপর ট্যাপ করুন।

৬. এবার উপরের দিকে HD একটি অপশন পাবেন যেটি কিন্তু আগে Whatsapp এ ছিল না, এটির উপর ট্যাপ করুন।

৭. ট্যাপ করার পরে নিচের দিকে দেখতে পাবেন HD Quality এটার উপর ক্লিক করুন।


৮. এবার সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিন।

সেন্ড করার পরে এটা কিন্তু পুরোপুরি HD রেজুলেশনে যাবে। এই সুবিধা নতুন করে WhatsApp যুক্ত করে দিয়েছে। আশাকরি এই ফিচার আপনাদের অনেক বেশি কাজে লাগবে।

ভয়েজ রেকর্ডের মতো এবার ভিডিও রেকর্ড করে পাঠান যে কাউকে

আপনি যদি কাউকে Voice রেকর্ড করে দিতে চান তাহলে WhatsApp এ কারো চ্যাট বক্স খুলে নিচের দিকে যে ভয়েছ রেকর্ডের আইকন আছে এটির উপর চাপ দিয়ে ভয়েস পাঠাতেন। এখন WhatsApp এর নতুন ফিচার চালু করায় এখন ভয়েছ রেকর্ডের পাশাপাশি ভিডিও ও  রেকর্ড করে পাঠাত পারছেন যে কাউকে। এই অপশনটিও আগে WhatsApp এ ছিল না নতুন করে যুক্ত করেছে। এই কাজটি করার জন্য আপনাকে একটি সেটিং করে নিতে হবে।

১. তার আপনাকে আপনার WhatsApp ওপেন করে নিতে হবে।

২. WhatsApp এর উপরে ডান দিকে দেখতে পাবেন থ্রি-ডট একটি অপশন আছে এটির উপর ট্যাপ করুন।

৩. এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করুন।

৪. এখান থেকে Chats অপশন বেছে নিন।

৫. তারপর একটি নিচের দিকে Instant Video massages এর ডান পাশে এই অপশনটি অন করে দিন।

৬.অন করার পর ব্যাক হয়ে আপনার বন্ধু, আত্মীয় অথবা যে কারো চ্যাট বক্স ওপেন করুন।

৭. এবার এখানে ভিডিও রেকর্ডের অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন, এটির উপর ট্যাপ করে ভিডিও রেকর্ড করে যে কারো কাছে সেন্ড করতে পারেন। আশাকরি এই ফিচারটিও আপনাদের অনেক বেশি কাজে লাগবে।

যে কারো সাথে আপনার ফোনের স্ক্রিন শেয়ার করুন

এই অপশনটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আপনার ফোনের স্ক্রিনটা বিভিন্ন সময় বিভিন্ন কাজে বা কোন কিছুর জন্য কারো কাছে শেয়ার করা লাগতে পারে। মনে করুন আপনার ফোনে কোন একটা সমস্যা হয়েছে যেটি আপনি বুঝতে পারছেন না কীভাবে ঠিক করবেন। এখন আপনি না পারলেও কিন্তু আপনার কোন এক বন্ধু হয়ত এটি ঠিক করতে পারে, সেক্ষেত্রে আপনাকে আপনার বন্ধুর সাথে আপনার স্ক্রিন শেয়ার করলে সে আপনার স্ক্রিন দেখে আপনার সমস্যা সমাধান করে দিতে পারে। এক্ষেত্রে WhatsApp এর মাধ্যমে কিন্তু আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। Whatsapp এ কারো সাথে আপনার স্ক্রিন কীভাবে শেয়ার করবেন চলুন এবার দেখিয়ে দেই।

১. সর্বপ্রথম আপনাকে আপনার WhatsApp ওপেন করে নিতে হবে।

২. যার সাথে স্ক্রিন শেয়ার করবেন তার প্রোফাইলে যেতে হবে অর্থাৎ তার সাথে চ্যাট বক্স ওপেন করে নিতে হবে।

৩. এবার যার সাথে আপনি আপনার স্ক্রিন শেয়ার করবেন তার কাছে একটি ভিডিও কল দিবেন।

৪. আপনি যার কাছে ভিডিও কল দিয়েছেন সে আপনার ভিডিও কল রিসিভ করার পরে নিচে দেখতে পাবেন শেয়ারের মতো একটি অপশন এটির উপর ট্যাপ করুন।

৫. এখানে থেকে দেখতে পাবেন Start now একটি অপশন এটির উপর ট্যাপ করে দিন।

Start now এ ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনটা কিন্তু শেয়ার হওয়া শুরু হয়ে যাবে। এখন আপনার বন্ধু বা যে কারো সাহায্য নিয়ে আপনার ফোনের যেকোনো সমস্যা সমাধান করতে পারেন। এই অপশনটি কিন্তু সবার জন্য খুব বেশি উপকারী আশাকরি বুঝতে পেরেছেন।

Whatsapp এ যে কোন ধরনের ছবি কাউকে লক করে সেন্ড করুন

অনেক সময় কাউকে কিছু দেখানোর জন্য কোন ধরনের ছবি পাঠাতে হয়। কিন্তু মাঝে মাঝে একটি সমস্যা হয় যে ছবিটি সে দেখা পরে যদি কারো কাছে শেয়ার করে, ফোনে সেভ করে রেখে দেয় অথবা স্ক্রিনশর্ট মেরে রেখে দেয়। কিন্তু এই সমস্যার জন্য WhatsApp দারুণ একটি ফিচার চালু করছে। আপনি যে কাউকে ছবি পাঠানো পরে সে একবার দেখবে কিন্তু কারো কাছে শেয়ার, স্ক্রিনশর্ট অথবা সেভ করে রাখতে পারবে না। চলুন দেরি না করে দেখে নেই এই কাজ কীভাবে করা যায়।

১. তার জন্য আপনাকে আপনার WhatsApp ওপেন করে নিতে হবে।

২. কারো চ্যাট বক্স ওপেন করুন।

৩. এই আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটি ছবি বেছে নিন।

 

৪. ছবি ডিসাইড করে পরে ডান পাশে একটি আইকন পাবেন এটির উপর ট্যাপ করে ছবিটি সেন্ড করে দিন।

আশাকরি আজকের এই টিউনের মাধ্যমে আমি আপনাদের বুঝাতে পেরেছি WhatsApp এর এই ৪ টি ফিচার। আমি আরও আশাকরি আজকের এই টিউন আপনাদের অনেক উপকারে আসবে।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন সেই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম, খোদা হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস