আপনার উপর ফেসবুকের ২৪ ঘণ্টা নজরদারি বন্ধ করবেন যেভাবে

বর্তমান যুগে প্রায় সব থেকে জনপ্রিয় হয়ে উঠেছে ফেসবুক। এখনকার এই সময়ে স্মার্টফোন ব্যবহার করে অথচ ফেসবুক ব্যবহার করে না এরকম মানুষ খুব কম এমন কি নেই বললেই চলে।

আপনি কি জানেন? আপনি আমি ফেসবুকে যা কিছু করছি সবকিছু নজরদারি রাখছে কিন্তু ফেসবুক। অর্থাৎ ফেসবুক সবকিছু কিন্তু দেখতে পাচ্ছে। তাই এটা কিন্তু অনেক বিপদ জনক একটা সমস্যা। আপনি চাইলে কিন্তু এই অপশনটা বন্ধও রাখতে পারেন, যাতে ফেসবুক আপনার উপর আর নজরদারি রাখতে পারে না। বন্ধ রাখলে আরো একটা সুবিধা হলো আপনার সামনে কোন ধরনের এড আসবে না। এটা বন্ধ করলে যে সুবিধা শুধু কিন্তু তাই না, এটা বন্ধ করলে অনেক অসুবিধাও আছে এগুলো নিয়ে পরে আলোচনা করব। তার আগে আপনাদের দেখিয়ে দেই এই অপশনটা কীভাবে আপনি ফেসবুক থেকে বন্ধ করবেন।

ফেসবুকের নজরদারি থেকে বাঁচতে নিচের স্টেপ গুলো ফলো করুন

১. শুরুতে আপনি ফেসবুক অ্যাপ এ চলে যাবেন।

২. আপনার ফোনের ফেসবুক ওপেন করার পর, উপরের ডান পাশে দেখতে পাবেন প্রোফাইল পিকচার অথবা থ্রি লাইন বাটন আছে এখানে ক্লিক করুন।

৩. তারপর উপরের দিকে যে সেটিংস আইকন পাবেন এটির উপর ট্যাপ করুন।

৪. ট্যাপ করার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাবেন Off-Facebook activity এটির উপর ক্লিক করুন।

৫. ক্লিক করার পর এখন আপনার সামনে রিসেন্ট অ্যাক্টিভিটি গুলো শো করবে মানি আপনি tiktok ভিজিট করেছেন বা কোন ওয়েবসাইট ভিজিট করেছেন বা যেকোন কিছু ভিজিট করলে এখানে আপনার সামনে শো করবে। এখন মেইন কথা হলো এগুলো আপনি বন্ধ করবেন, বন্ধ করার আগে আপনাকে একটা কাজ করতে হবে Clear History তে ক্লিক করে পূর্বের যত ডাটা আছে সবকিছু ক্লিয়ার করতে হবে। তারপর আপনাকে মেইন অপশনটি বন্ধ করার জন্য Manage Future Activity তে ক্লিক করবেন।

৬. তারপর এখানে আপনি দুটি অপশন পেয়ে যাবেন, একটি হলো Connect Future Activity এবং Disconnect Future Activit। এখান থেকে আপনাকে Disconnect Future Activity এর ডান দিকে একটি অপশন পাবেন এটির উপর ক্লিক করে এটি অন করে দিন।

এখন কিন্তু ফেসবুক আপনাকে আর নজরদারি করতে পারবে না, আপনি সারাদিন আপনার স্মার্টফোনে যাই করেন না কেন ফেসবুক কিন্তু আর নজরদারি করতে পারবে না তাদের কাছে আপনার আর কোন ডাটা ও থাকবে না। এখন এটা কিন্তু একটা সুবিধা পাশাপাশি অ্যাডও আসবেনা এটাও কিন্তু আরেকটা সুবিধা।

এই অপশন বন্ধ করার জন্য যে অসুবিধা গুলো সৃষ্টি হবে

এখন আরেকটা অসুবিধা হচ্ছে এই যে অ্যাড কম আসবে তাতে একটা সমস্যা আছে যেমন আপনি একটা জিনিস খুঁজছেন, মনে করেন আপনি একটা স্মার্টফোন খুঁজে বেড়াচ্ছেন ত্রিশ হাজার টাকার মধ্যে, Samsung ও হতে পারে আবার Huawei বা যে কোন কোম্পানির স্মার্টফোন এরকম অনেক অ্যাড কিন্তু ফেসবুক আপনার সামনে এনে দিত যার সাহায্যে কিন্তু আপনি সহজেই আপনার বাজেটের মধ্যে প্রিয় স্মার্টফোন এর ধারণা নিয়ে নিতে পারেন। এই সেটিংস টা অফ করার পর ফেসবুক আর এরকম অ্যাড আপনার সামনে শো করাবে না। এখন আপনার কাছে যা ভালো লাগে আপনি যদি মনে করেন আপনার এরকম এড প্রয়োজন তাহলে আপনি এটা অন করে রাখতে পারেন, আর আপনি যদি মনে করেন এরকম এড এর প্রয়োজন আপনার নেই তাহলে এটি অফ করে রাখতে পারেন।

শেষ কথা

এখন অনেকেই মনে করতে পারেন এটা অন থাকলে Facebook হয়ত আপনার স্মার্টফোনের গ্যালারি থেকে কোন ছবি ভিডিও বা কোন গুরুত্বপূর্ণ ফাইল চুরি করে নিতে পারে কিন্তু এটা ভুল ধারণা, ফেসবুক শুধু এড এর জন্য এটা ব্যবহার করে থাকে।

এখন ডিসিশন সম্পূর্ণ আপনার আপনার, আপনার কাছে যা ভালো লাগে আপনি তাই করতে পারেন। কিন্তু আমার মনে হয় এটা বন্ধ রাখা সব থেকে ভালো কারণ আপনি যে-রকম নিরাপদ থাকতে পারবেন ঠিক সেইম ভাবে আপনাকে আপনার সামনে বিরক্তিকর এডও শো করবে না ফেসবুক।

আশাকরি আজকের এই টিউনটি আপনাদের বুঝাতে পেরেছি। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস