ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সেরা ৪ টি টুল

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।

কখনো আমাদের অনেক ভাল ভাল ছবি খারাপ ব্যাকগ্রাউন্ডের জন্য বাদ দিতে হয়। সমাধান হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, একটা সময় ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগলেও এখন বিষয়টি আর এত কঠিন নয়। ইন্টারনেটে এমন অনেক টুল পাওয়া যায় যেগুলো ব্যবহার করে মুহূর্তেই যেকোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলা যায়।

আজকের এই টিউনে আমি সেরা কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভার নিয়ে আলোচনা করব। আমাদের লিস্টের সেরা ব্যাকগ্রাউন্ড রিমুভারের বৈশিষ্ট্য হবে, ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে, ফুল সাইজ ইমেজ ডাউনলোড করা যাবে, কোন ধরনের ওয়াটার-মার্ক থাকবে না এবং আনলিমিটেড ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে।

চলুন এবার আমদের টেস্ট করা ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল গুলো দেখে নেয়া যাক,

১. সেরা অনলাইন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার : FocoClipping.com

অনলাইন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার হিসেবে FocoClipping আমাদের সব ক্রাইটেরিয়া ফিলআপ করে। এই টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিসাইজ হয়, ফুল সাইজে.png অথবা.jpg ফরমেটে ডাউনলোড করা যায়।

শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভই নয় এটা দারুণ ভাবে ব্যাকগ্রাউন্ড রিপ্লেসও করতে পারে। এটি ইমেজকে ব্রাইটও করতে পারে অরিজিনাল থেকে।

ফিচার

  • স্মার্ট ব্যাকগ্রাউন্ড রিমুভার
  • ম্যানুয়াল ব্যাকগ্রাউন্ড রিমুভার
  • রিফাইন এডজ
  • ডিফাইন এডজ
  • হেয়ার টাচআপ
  • Portrait, Products এবং graphic মুড

FocoClipping

অফিসিয়াল ওয়েবসাইট @ FocoClipping

২. সেরা অ্যান্ড্রয়েড ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার : Background Eraser

যদিও এই Background Eraser অ্যাপে আপনাকে এড দেখতে হবে তারপরেও এন্ড্রয়েডের জন্য সেরা ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল এটি। এই টুলটি তৈরি করেছে handyCloset Inc। প্রো ভার্সন আপনি ৪ ডলারেরও কমে আপনি কিনতে পারবেন। এটি ইমেজের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাকগ্রাউন্ডও যোগ করতে পারে।

আপনি এখানে কোন প্রোডাক্টের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে এটি একই সাথে এড করতে পারবে চমৎকার ব্যাকগ্রাউন্ড যা ই-কমার্স ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় ব্যবহার উপযোগী হবে। এখান থেকে ইমেজ ফুল রেজুলেশনে ডাউনলোড করতে পারবেন এবং থাকবে না কোন ওয়াটার মার্ক।

ফিচার

  • স্মার্ট ব্যাকগ্রাউন্ড রিমুভার
  • এক্সট্রাক্ট অবজেক্ট
  • ইমেজ রিপেয়ার
  • স্মুথিং
  • ইমেজ ফ্লিপ
  • সোশ্যাল মিডিয়া সাইজিং

Background Eraser

প্লেস্টোর লিংক @ Background Eraser

৩. সেরা iOS ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার : ProKnockOut-Cut Photo Editor

iOS এর জন্য ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভার খুঁজে বের করা সহজ ব্যাপার নয়। ফাইনালি আমরা একটি টুল পেয়েছি যা আমাদের চাহিদা পূরণ করতে পারে। iOS এর জন্য সেরা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার হচ্ছে ProKnockOut-Cut Photo Editor। খুব সহজেই টুলটির মাধ্যমে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলা যায়।

প্রোডাক্ট ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে এখানে কিছুটা সময় লেগেছে। ইমেজ যদি সাদাকালো হয় তাহলে কিছু ইস্যু দেখা দিতে পারে তবে ম্যানুয়ালি ঠিক করে নিতে পারবেন।

ফ্রি ভার্সনে আপনি স্ট্যান্ডার্ড রেজুলেশনে ইমেজ ডাউনলোড এবং শেয়ার করতে পারবেন। এই টুলে আরও কিছু ফিচার আছে ফুল ভার্সন ব্যবহার করতে আপনাকে ৬০ ডলার পে করতে হবে।

ফিচার

  • স্মার্ট ব্যাকগ্রাউন্ড রিমুভার
  • ম্যানুয়াল ব্যাকগ্রাউন্ড রিমুভার
  • ব্যাচ প্রসেসিং
  • লেয়ারস অপশন
  • হেয়ার টাচআপ
  • Flip, Rotate, Resize অপশন
  • এড টেক্সট
  • ফিল্টার

ProKnockOut-Cut Photo Editor

অ্যাপস্টোর লিংক @ ProKnockOut-Cut Photo Editor

৪. সেরা ফ্রি উইন্ডোজ ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার : BgEraser

উইন্ডোজের জন্য সেরা ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভার হচ্ছে BgEraser। সহজেই এই অ্যাপটি ব্যবহার করা যায়৷ এটি AI এর মাধ্যমে ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। অ্যাপটি BgErager এর অনলাইন ভার্সনের API ব্যবহার করে কাজ করবে।

অ্যাপটিতে আপনি 1080 x 1080 পিক্সেল লিমিট পাবেন। আপনাকে ফ্রি একাউন্টে সাইনআপ করতে হবে। সাইনআপ না করতে চাইলে 700 x 700 পিক্সেলে লিমিট থাকবে। এই অ্যাপে ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপ্লেসমেন্টের ব্যবস্থা নেই।

ব্যাকগ্রাউন্ড রিমুভ স্পীড নির্ভর করবে আপনার ইন্টারনেট স্পীডের উপর, রেজাল্ট অন্যান্য অ্যাপ গুলো থেকে ভাল।

ফিচার

  • AI ব্যাকগ্রাউন্ড রিমুভার
  • ম্যানুয়াল ব্যাকগ্রাউন্ড রিমুভার
  • ব্যাচ প্রসেসিং
  • ৩ এম্বি সাইজ

BgEraser

অ্যাপ ডাউনলোড লিংক @ BgEraser

macOS এর জন্য ভাল কোন অ্যাপ পাওয়া যায় নি। এটা আমরা সবাই জানি অ্যাপলের ইকো সিস্টেমটাই এমন ফ্রি অ্যাপ ব্যবহারের সুযোগ এখানে খুব বেশি নাই। BgEraser ম্যাকে ইন্সটল হবার কথা থাকলেও ইন্সটল করা যায় নি। সুতরাং ম্যাকে ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনি অনলাইন টুল ব্যবহার করতে পারেন অথবা পেইড ইমেজ এডিটর ব্যবহার করতে পারেন।

বোনাস ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার

ইমেজ এডিট নিয়ে কথা হলে Adobe এর কথা বলতেই হবে। Adobe এর রয়েছে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল Adobe Spark। ফ্রিতেই আপনি এটি ব্যবহার করতে পারবেন তবে এটি ব্যবহার করতে আপনার সাইনইন করতে হবে। আগে থেকে Adobe একাউন্ট থাকলে এটা অবশ্য কোন সমস্যা না।

ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং রিপ্লেস করতে Adobe Spark টুলটি ভালই কাজ করে, এখানে অবশ্য ওয়াটারমার্ক পাবেন তবে এটা এড দেখে রিমুভ করে ফেলতে পারবেন। এটার মাধ্যমে ইমেজ ফুল রেজুলেশনেই ডাউনলোড করা যাবে।

Adobe Spark

অফিসিয়াল ওয়েবসাইট @ Adobe Spark

শেষ কথা

অনেক অনেক টুলের মধ্যে টিউনে উল্লেখিত টুল গুলোই বিভিন্ন ভাবে সেরা। অপারেটিং সিস্টেম অনুযায়ী টুল গুলো ব্যবহার করতে পারেন অথবা অনলাইন টুল গুলোও ব্যবহার করতে পারেন।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস