WhatsApp এর স্ক্রিন শেয়ারিং ফিচার – শেয়ার করুন আপনার ফোনস্ক্রিন

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।

WhatsApp এ সম্প্রতি এসেছে বহুল প্রত্যাশিত স্ক্রিন শেয়ার ফিচার। এখন থেকে ইউজাররা ভিডিও কল চলা কালে চাইলে তাদের স্ক্রিন অপর পক্ষের সাথে শেয়ার করতে পারবে। এই টিউনে আমরা জানব কীভাবে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন।

কীভাবে WhatsApp এ স্ক্রিন শেয়ার করবেন

WhatsApp এ স্ক্রিন শেয়ার করতে চাইলে প্রথমে আপনাকে ভিডিও কলে যুক্ত হতে হবে এর পর দুই প্রান্তের দুইজন তাদের স্ক্রিন শেয়ার করার সুযোগ পাবে।

প্রথমে WhatsApp ওপেন করুন, নির্দিষ্ট ব্যক্তিকে ভিডিও কল দিতে ভিডিও কল আইকনে ক্লিক করুন।

ভিডিও কল চলাকালে আপনি স্ক্রিন শেয়ার অপশনটি পাবেন। ডিভাইস ও ভার্সন অনুযায়ী কিছুটা ভিন্ন হতে পারে।

ভিডিও কল চলাকালে নিচের দিকে স্ক্রিনে স্ক্রিন শেয়ার আইকন দেখতে পাবেন। স্ক্রিন শেয়ার আইকনটিতে ক্লিক করুন। Start Now এ ট্যাপ করুন।

কিছু ডিভাইসে এই আইকনটি থ্রিডটে ক্লিক করার পরেও পেতে পারেন। যে ডিভাইসই হোক, কল দিয়ে খুঁজতে থাকুন কোথায় স্ক্রিন শেয়ার অপশন বা আইকন রয়েছে।

কীভাবে স্ক্রিন শেয়ার বন্ধ করবেন

স্ক্রিন শেয়ার হতে থাকলে সেখানে একটা বাটন অবশ্যই পাবেন যেখানে লেখা থাকবে “Stop sharing”। যেকোনো সময় স্ক্রিন শেয়ার অফ করতে এই বাটনটিতে ট্যাপ করুন। স্ক্রিন শেয়ার বন্ধ করার নিয়মটি সব ডিভাইসের ক্ষেত্রেই এক।

WhatsApp এ স্ক্রিন শেয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় খেয়াল রাখবেন, WhatsApp এর স্ক্রিন শেয়ার ফিচারটির মাধ্যমে কেবল স্ক্রিনই শেয়ার হবে, অ্যাপ থেকে কোন অডিও অপর প্রান্তে যাবে না, এই ফিচারটি আপনাকে আলাদা করে একটিভ করার প্রয়োজন নেই, আস্তে আস্তে সবাই এই ফিচারটি পেয়ে যাবেন।

নতুন এই আপডেটে যা যা পাচ্ছে ইউজাররা

  • এখন ইউজাররা কেবল ভিডিও কল নিজেদেরকেই নয় বরং রিয়েল টাইমে একে অপরের ফোন দেখতে পারবে।
  • স্ক্রিন শেয়ারের সময় ইউজাররা চাইলে তাদের ফোন Landscape মুডেও ব্যবহার করতে পারবে। ফোন রুটেড করে স্ক্রিনে অনেক কিছু দেখতে পারবে।
  • স্ক্রিন শেয়ার ফিচারটি ইউজ করা খুবই সহজ যেকেউ নির্দিষ্ট আইকনে ক্লিক করে স্ক্রিন শেয়ার শুরু করতে পারে।
  • এই ফিচারটি এক সাথে সবাই না পেলেও আস্তে আস্তে সবাই পেয়ে যাবে। এখন বেটা ভার্সন পরীক্ষা চলছে আশা করা যায় আগামী কয়েক মাসের মধ্যে সবাই এই ফিচার পেয়ে যাবে।

কী কী কাজে এই ফিচার ব্যবহৃত হবে

এখন ভিডিও কলে অনেক কাজ করা যাবে যেমন,

  • ইউজাররা চাইলে একে অপরের সাথে কোলাবোরেশান করতে পারবে। এক সাথে গুরুত্বপূর্ণ কোন ডিসকাশন করার সময় ফোনে নির্দিষ্ট বিষয় উপস্থাপন করতে পারবে।
  • কারো ফোনে কোন সমস্যা দেখা দিলে তার ফোন দেখে দেখে টেকনিক্যাল সাপোর্ট দেয়া যাবে।
  • ইমেজ ভিডিও আরও ইন্টারেক্টিভ ওয়েতে শেয়ার করা যাবে।

শেষ কথা

নিঃসন্দেহে WhatsApp বর্তমানে অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। প্রথম দিকে ফিচার কম থাকলেও আস্তে আস্তে ইউজারের চাহিদা মাথায় রেখে অ্যাপটিতে অনেক ফিচার যুক্ত করা হচ্ছে। নতুন স্ক্রিন শেয়ার ফিচারটি, কোলাবোরেশান, টেকনিক্যাল সাপোর্ট এবং মিডিয়া কন্টেন্ট শেয়ারে চমৎকার ভাবে সাহায্য করবে।

তো কেমন হল এই টিউনটি জানাতে টিউমেন্ট করুন। আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস