Jagonews ওয়েবসাইটে ভিজিট না করে দৈনিক খবর দেখার টিপস

Jagonews ওয়েবসাইটে ভিজিট না করে দৈনিক খবর প্রকাশ দেখার টিপস

টেকটিউনসে দৈনিক অনেক ধরনের টিউনস প্রকাশ করা হয়। আজকেও এমন একটি পড়তে যাচ্ছেন যেখানে আপনারা দারুন একটি ট্রিক সম্বন্ধে বুঝতে পারবেন। আজকে আমাদের এই কনটেন্টের মূল বিষয়টি একটি ওয়েবসাইট যার নাম, Jagonews এই ওয়েবসাইটে আপনি ভিজিট না করেই দৈনিক প্রবেশ করতে পারবেন।

  • Jagonews এই ওয়েবসাইটটি যেমন তেমন কোন ওয়েবসাইট নয়। এই ওয়েবসাইটটি বাংলাদেশি নিউজ পোর্টাল খুবই জনপ্রিয় এক ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি প্রতিদিনের খবরা খবর এবং আন্তর্জাতিক বিশ্বের প্রেক্ষাপট সম্বন্ধে সকল কনটেন্ট পেয়ে যাবেন।
  • নিউজ পোর্টাল ওয়েবসাইট সাধারণত আমাদের বিভিন্নভাবে উপকার করে। এবং দৈনিক নিউজ পোর্টাল ওয়েবসাইটে অনেক বিষয়ের কনটেন্ট প্রকাশ করা হয়। আর আমাদের আর্টিকেলের মূল ওয়েবসাইটটি হচ্ছে Jagonews সুতরাং এই ওয়েবসাইটে আপনি দৈনিক ভিজিট করলে অনেক অনেক কনটেন্ট যেগুলো প্রতিদিন প্রকাশ হতেই আছে।

এখন আপনি যদি এই Jagonews ওয়েব সাইটে দৈনিক ভিজিট করেন তাহলে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। এমনকি দেশের অবস্থা করণীয় এ সম্বন্ধে সচেতন ও বিনোদনমূলক অনেক কন্টেন্ট পেয়ে যাবেন।

তাই আজকের এই আর্টিকেলে, আমরা সরাসরি Jagonews ওয়েবসাইটে প্রবেশ না করেই প্রতিদিন এই ওয়েবসাইটের সকল কন্টেন্ট দেখতে সক্ষম হব। চলুন এখন ঠিক সম্বন্ধে পাশাপাশি Jagonews ওয়েবসাইট সম্পর্কেও আরো বিস্তারিত তথ্য জানি।

Jagonews ওয়েবসাইট কি?

টিউনস এর শুরুর দিকেও বলা হয়েছিল Jagonews হল বাংলাদেশি খুবই জনপ্রিয় একটি নিউজ পোর্টাল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে দেশ-বিদেশের সকল প্রকার খবর, এবং নিয়মিত আপডেট সহ মানুষের প্রয়োজনীয় সকল কন্টেন্ট এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়। অর্থাৎ এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করা মাত্রই যে কনটেন্ট গুলি শুরুতেই দেখতে পারবেন সেগুলো নিউজ পোর্টাল কনটেন্ট।

এই নিউজ পোর্টাল কনটেন্ট এর ভিতর লুকিয়ে থাকে মানুষের দৈনিক জীবনের করণীয় ও সচেতনতা। দেশ বিদেশের অবস্থা এবং প্রেক্ষাপট, তাছাড়াও এই ওয়েবসাইটটি বাংলাদেশ একটি ওয়েবসাইট। সরাসরি আপনি এই ওয়েবসাইটের সকল কন্টেন্ট বাংলাতে পড়তে সক্ষম হবে। অন্যদিকে ইংরেজিতেও আপনি চাইলে এই ওয়েবসাইটের মেইন এড্রেসে গিয়ে ইংরেজি কনটেন্টও পড়তে পারবেন।

  • এক কথায় Jagonews এমন ওয়েবসাইট যেখানে নিউজ পোর্টাল থেকে সকল ধরনের কন্টেন্ট প্রকাশ করা হয়। এমনকি সকল ধরনের কনটেন্ট নিয়মিত আপডেট ও নতুন নতুন বিষয়ের সচেতনতা বজায় রাখার জন্য প্রকাশ করা হয়। আপনি যদি ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে ওয়েবসাইটের সকল কন্টাক্ট উপভোগসহ আপনার বিভিন্ন দিকে উপকার আসতে পারে!

Dhakatribune ওয়েবসাইটে ভিজিট না করে দৈনিক খবর দেখা সম্ভব?

হ্যাঁ! Jagonews ওয়েবসাইটে ভিজিট না করে দৈনিক খবর দেখা সম্ভব। তবে অনেক ধরনের বড় বড় প্রোগ্রামিং কাজ ও টেকনিককে কাজে লাগিয়ে এই কাজ করতে হয়। বড় বড় কাজ করে আপনি চাইলেই Jagonews ওয়েবসাইটে ভিজিট না করে দৈনিক খবর দেখা সম্ভব হবে তবে, আমি এই ধরনের বড় কাজ করে এখন সেটা দেখাতে পারব না।

  • কিন্তু ছোট্ট একটা টেকনিক কাজে লাগিয়ে আপনি চাইলে Jagonews ওয়েবসাইটে ভিজিট না করে দৈনিক খবর দেখতে পারবেন। এবং এই ট্রিক আমি আপনাদেরকে আজকের আর্টিকেলের মূল আকর্ষণ হিসেবে রেখেছি। সুতরাং একটু ধৈর্য ধরবেন এবং এখন থেকেই, আর্টিকেলের মনোযোগ আরেকটু বাড়িয়ে দিন যাতে করে আর্টিকেলের মূল বিষয়টি বুঝতে পারেন।
  • দেখুন এই ট্রিক আপনি কাজে লাগাতে পারেন অন্যান্য বিভিন্ন এমডেটেবল লিংক থেকেও। তবে সব ক্ষেত্রে ইমভেটেবল কাজ নাও হতে পারে, কিন্তু আমরা আজকে যে নিউজ পোর্টাল ওয়েবসাইটের সঙ্গে এই ইমভিটেবল কাজ করব সেখানে কাজ হবে। অর্থাৎ আপনি আমাদের ট্রিক্স ফলো করে, Jagonews ওয়েবসাইটে ভিজিট না করে দৈনিক খবর দেখতে পারবেন।

আমরা সাধারণত Jagonews ওয়েবসাইটে ভিজিট না করে দৈনিক খবর দেখতে কয়েকটা প্রোগ্রামিং কাজ করব। যেখানে কিছু প্রোগ্রামিং কোডিং থাকবে, এবং আমাদের নির্দিষ্ট ওয়েবসাইটের লিংকটা সংযুক্ত থাকবে। তারই ফলশ্রুতিতে আমরা, Jagonews ওয়েবসাইটে ভিজিট না করে দৈনিক খবর দেখতে সক্ষম হব।

Jagonews ওয়েবসাইটে ভিজিট না করে দৈনিক খবর প্রকাশ দেখার টিপস

যেহেতু আমরা প্রোগ্রামিং বিষয়ের কথা বলেছি, এই প্রোগ্রামিং বিষয়টি হচ্ছে অনলাইন জগতের এক ধরনের ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ বিভিন্ন শব্দ, অক্ষর, চিহ্ন, প্রতীক ইত্যাদি হয়ে থাকে। এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে আমরা আমাদের উপযুক্ত, নিউজ পোর্টাল ওয়েব সাইটের মূল লিংকটা সংযুক্ত করব।

যদিও অনেকেই বলতে পারেন, Jagonews ওয়েবসাইটে ভিজিট না করে দৈনিক খবর দেখা কিভাবে যাই তার ডেমো কেমন? সুতরাং আপনি ডেমশহ নিজের লিংকে ব্যবহার করে প্রোগ্রামিং এর মূল কোড গুলি সংগ্রহ করতে পারবেন!

Demo

  • উপরোক্ত লিঙ্কটা ভিজিট করলে আপনারা একটি ডেমো দেখতে পারবেন। এবং ডেমোর ভিতরে দেখতে পারবেন Jagonews ওয়েবসাইট লোড হচ্ছে। এই হচ্ছে আমাদের আজকের আর্টিকেলের মূল বিষয়, যেখানে আপনি সরাসরি জাগো নিউজ ওয়েবসাইটটি নিজের ওয়েবসাইটেই দেখতে পারবেন।
  • আপনার যদি এ ধরনের নিজস্ব কোন ওয়েবসাইট থাকে তাহলে সরাসরি, উপরের লিংক থেকে প্রোগ্রামিং সম্পূর্ণ কোড কপি করে আপনার ওয়েবসাইটে বসিয়ে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার ওয়েবসাইট থেকেই আপনি সরাসরি জাগো বিডি নিউজ ওয়েবসাইটের সকল কন্টেন্ট দেখতে পারবেন, জাগো বিডিতে ভিজিট না করেই।
  • আমি ব্লগার প্ল্যাটফর্মকে ব্যবহার করে, একটি থার্ড পার্টি ওয়েবসাইট তৈরি করেছি আপনাদেরকে দেখাবো বলে। আমার ওয়েবসাইটে আপনারা এখন চাইলেই দেখতে পারেন, জাগো বিডি ওয়েবসাইটে ভিজিট না করে সরাসরি আমার ওয়েবসাইটেই জাগো বিডি ওয়েবসাইটের সকল আর্টিকেল বা কনটেন্ট দেখা যাবে।

যদি ওয়েবসাইট আপনার যদি না থাকে তাহলে, আপনি বিভিন্ন প্ল্যাটফর্মের মত google প্ল্যাটফর্মেও ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার সুযোগ পাবেন, এই প্ল্যাটফর্ম গুলি ব্যবহার করে আপনিও আপনার ওয়েবসাইট তৈরি করে নিবেন। ব্লগার ডট কম ওয়েবসাইটে আপনি চাইলে আমার মতন ওয়েবসাইট তৈরি করে, আমার দেওয়া লিংকে যে প্রোগ্রামিং কোড রয়েছে সেটা আপনার ওয়েবসাইটের গেজেটের ভিতর দিলে সেই জায়গায়, , ,

জাগো বিডি নিউজ ওয়েবসাইট সরাসরি দেখা যাবে। আপনি জাগো বিডি ওয়েবসাইটে ভিজিট না করেই, উপভোগ করতে পারবেন জাগো বিডি নিউজ ওয়েবসাইটের সকল প্রকার কনটেন্ট সমূহ।

Jagonews ওয়েবসাইটে ভিজিট না করে দৈনিক খবর প্রকাশ দেখার টিপস সমন্ধিত শেষ কথা

জাগো নিউজ ওয়েবসাইটে আমরা যে ধরনের কনটেন্ট সমূহ দেখতে পাই, এখন আমরা এই প্রোগ্রামিং কাজ করে জাগো নিউজ ওয়েবসাইটে ভিজিট না করে নিজের ওয়েবসাইটে দেখতে সক্ষম হব। এই ছিল আমাদের আজকের আর্টিকেলের মূল ট্রিক, সহজভাবে উপস্থাপন ও বোঝানোর জন্য যথা সম্ভবত চেষ্টা করা হয়েছে।

  • পাশাপাশি এই জাগো নিউজ ওয়েবসাইট সম্বন্ধে তো আমাদের বেশ কিছু তথ্য জেনে রাখা ভালো। কারণ জাগো নিউজ বাংলাদেশী খুবই জনপ্রিয় একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট। আমরা যে প্রোগ্রামিং এর মাধ্যমে জাগো নিউজ ওয়েবসাইটের লোড নিজের ওয়েবসাইটে করছি এটা সম্পূর্ণ তাদের আর সুযোগ দেওয়া।

এই সুযোগটা অনেক ওয়েবসাইট দেয় না সুতরাং এটা দিয়েছে পরবর্তীতে সমস্যা হইলেও হতে পারে। এর জন্য টেকটিউনস বা আমি দায়ী থাকবো না শুধু শিক্ষার জন্য এখন প্রকাশ করা আজকের এই টিউনস।

Level 2

আমি মোহাম্মদ মুন্না। Author, TechTunes, Jashore sadar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Student!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস