এক্সটেনশন হচ্ছে এমন এক সেবা, যেটা ব্যবহার সহজভাবে করা যায়। যেকোনো জায়গা থেকে আপনি সহজে এক্সটেনশন দিয়ে অল্প সময়ে নির্দিষ্ট বিষয়ের সেবা উপভোগ করতে সক্ষম হবেন।
আর Chrome extension হচ্ছে গুগলের একটি ব্রাউজিং সার্ভিস। আমরা অনলাইনে বেশিরভাগ সময়ই ওয়েবসাইটে ব্রাউজিং করে থাকি। আর সেটা যদি ক্রোম ব্রাউজারে হয়, তাহলে আপনার অবশ্যই ক্রোম এক্সটেনশন ব্যবহার করা উচিত। কারণ এই Chrome extension দিয়ে এমন কিছু সেবা উপভোগ করা যায় যেগুলি, অনলাইন ব্যবহারকারীদের জন্য খুবই দরকার হয়।
এক কথায় ক্রোম এক্সটেনশন, গুগলের ব্রাউজিং নির্দিষ্ট এক সেবা। যে সেবাটি উপভোগ যেকোনো ওয়েবসাইটে যখন খুশি তখনই ব্যবহার করার সুযোগ করে দেয় ক্রম।
লাভ বলতে আমরা সুবিধা খুঁজি, আর এই সুবিধাটি যারা ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তারা উপভোগ করতে পারবেন। কারণ আমরা ক্রোম ব্রাউজার এর কিছু এক্সটেনশন নিয়ে আলোচনা আজকের এই ব্লগে দেখতে চলেছি।
এই ক্রমে এক্সটেনশন ব্যবহার করে বিভিন্ন ধরনের লাভ হতে পারে যেমনঃ
20. Chrome Extension- SCREEN SHADER LINK : https://chrome.google.com/webstore/detail/screen-shader-smart-scree/fmlboobidmkelggdainpknloccojpppi?hl=en
উপরের এক্সটেনশন টি ব্যবহার করে, আপনি আপনার কম্পিউটার অথবা পিসির রাতের স্ক্রিনের সেবা উপভোগ করতে পারবেন। অর্থাৎ আমরা যে চোখ দিয়ে কম্পিউটার, পিসির ডিসপ্লের দিকে তাকিয়ে থাকি এর থেকে প্রটেক্ট করবে।
21. Chrome Extension- GOOGLE DICTIONARY LINK : https://chrome.google.com/webstore/detail//mgijmajocgfcbeboacabfgobmjgjcoja
আপনি উপরের এক্সটেনশন টি ব্যবহার করে আপনার কম্পিউটারের, শুধু ডবল ক্লিকে যেকোনো শব্দের সংজ্ঞা এবং মানে সহজে দেখতে সক্ষম হবেন। খুব দুর্দান্ত এবং কার্যকারী একটি এক্সটেনশন, google এর নিজস্ব এক্সটেনশন এটি। তাই যে কেউ এই এক্সটেনশন টি ব্যবহার করে গুগলের নির্দিষ্ট সেবা টি উপভোগ করতে পারেন।
22. Chrome Extension- Return Youtube Dislike
LINK : https://chrome.google.com/webstore/detail/return-youtube-dislike/gebbhagfogifgggkldgodflihgfeippi
ইউটিউবে এখন যেকোনো ভিডিও ডিসলাইক দেখাটা কষ্টকর। কারণ এটা এডমিন চাইলে লুকিয়ে রাখতে পারে তাছাড়া আরো অনেক বিষয় থাকে। কিন্তু আপনি উপরের এই এক্সটেনশন টি ব্যবহার করার ফলে ইউটিউবের যে কোন ভিডিও ডিসলাইক দেখে নিতে পারবেন।
23. Chrome Extension- SHAZAM
LINK : https://chrome.google.com/webstore/detail/shazam/mmioliijnhnoblpgimnlajmefafdfilb/
এই এক্সটেনশনটি এমন যেটা দিয়ে আপনি অরজিনাল গানের, টাইটেল লিংক ইত্যাদি খুঁজে বের করে ফেলতে পারবেন। সেবাটি অনেক বছর থেকেই রয়েছে যার ফলে যে কেউ এখনো এই সেবাটি উপভোগ করতে পারেন।
24. Chrome Extension- RITETAG
অনলাইনের যুগে আমরা বিভিন্ন সময় টিউন করে থাকি, সেটা ফেসবুক ইউটিউব বা সোশ্যাল মিডিয়া অন্যান্য হতে পারে। এই সোশ্যাল মিডিয়াতে টিউন করার জন্য আপনার কোন হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত ভাইরাল হতে, কিংবা সকলের কাছে আপনার নির্দিষ্ট টিউনে পৌঁছাতে সেটা এই এক্সটেনশন টি বলে দিবে।
25. Chrome Extension- BITLY
যেকোনো ধরনের বড় লিংক আপনি যদি ছোট আকারে রূপান্তরণ করতে চান, তাহলে উপরের এক্সটেনশন টি ব্যবহার করতে পারেন। উপরের এক্সটেনশন টি সাধারণত অনেক বড় লিংক ছোট করে দিতে সক্ষম হয়।
1. Chrome Extension- PRIVACY BADGER
LINK : https://chrome.google.com/webstore/detail/privacy-badger/pkehgijcmpdhfbdbbnkijodmdjhbjlgp?hl=en
আপনার ব্যক্তিগত বিষয় অনুযায়ী, আপনি যখন কোন ওয়েব সাইটে ব্রাউজিং করবেন তখন অনেক কন্ট্রোল আপনি নিজেই ব্যবহার করতে পারবেন উপরের এক্সটেনশন টি ব্যবহার করে। কারণ উপরের এক্সটেনশন দিয়ে যেকোনো ওয়েবসাইটের থার্ড পার্টি এন্ড এমনকি আপনার তথ্য অনুযায়ী বিভিন্ন সেবা প্রদান করবে।
2. Chrome Extension- Ublock Origin
LINK : https://chrome.google.com/webstore/detail/ublock-origin/cjpalhdlnbpafiamejdnhcphjbkeiagm?hl=en
ব্রাউজিং করার জন্য আপনি কোন ওয়েবসাইটে প্রবেশ করলেন, এই ওয়েবসাইটে ডাইরেক দেওয়া বিজ্ঞাপনগুলি ব্লক করতে পারবেন। কারণ অনেক সময় ডাইরেক্ট বিজ্ঞাপনগুলি বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেকের সমস্যা হয়তো করতে পারে। এই সেবা টু উপভোগ করতে নিচের এক্সটেনশন টি ব্যবহার করতে পারেন।
3. Chrome Extension- DUCKDUCKGO PRIVACY ESSENTIALS
LINK : https://chrome.google.com/webstore/detail/ublock-origin/cjpalhdlnbpafiamejdnhcphjbkeiagm?hl=en
এই এক্সটেনশনটি আপনার প্রাইভেসির জন্য তৈরি করা হয়েছে। google আপনার কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে নেয় আপনি যেখানেই ব্রাউজিং করেন না কেন। কিন্তু এই এক্সটেনশন টি ব্যবহার করে আপনি আপনার যেকোন বিষয়ের ব্রাউজিংয়ের কোন তথ্যই কেউ সংরক্ষণ হতে দিবে না।
4. Chrome Extension- DARK READER
LINK : https://chrome.google.com/webstore/detail/dark-reader/eimadpbcbfnmbkopoojfekhnkhdbieeh/related?hl=en
আপনার নির্দিষ্ট কোন ওয়েবসাইটে যদি ডায়েট মোড না থাকে, তাহলে এই এক্সটেনশন টি ব্যবহার করে আপনি আপনার যেকোনো ওয়েবসাইটের ডার্ক মোড ভার্সনে ব্যবহার করতে পারবেন। কারণ এক্সটেনশন টি এমনভাবে তৈরি যেটা কোন ওয়েবসাইটের ডার্ক মোড সাপোর্টেড না থাকলেও ডার্ক মোড এনাবেল করতে সক্ষম হয়।
5. Chrome Extension- YOUTUBE RABBIT HOLE
LINK : https://chrome.google.com/webstore/detail/youtube-rabbit-hole/nlddakjbmpidooplakalfoogdincflfh
আপনি ইউটিউবের ভিডিও দেখছেন নির্দিষ্ট ভাবে, শুধুমাত্র এই নির্দিষ্ট ভিডিও ছাড়া কোন ধরনের রিকমেন্ডেড ভিডিও, পেন্ডিং ভিডিও ইত্যাদি সহ এই সম্পর্কিত আরো অনেক তথ্য রিমুভ করতে সহযোগিতা করবে। অর্থাৎ এক্সটেনশন টি ব্যবহার করে আপনি নির্দিষ্ট ভিডিওটি খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন ইউটিউব থেকে।
6. Chrome Extension- Picture In Picture Extension (By Google)
LINK : https://chrome.google.com/webstore/detail/picture-in-picture-extens/hkgfoiooedgoejojocmhlaklaeopbecg
এই এক্সটেনশনটি আপনাকে যেকোন ভিডিও ছোট সাইজে তৈরি করে দিবে এবং আপনি এই ভিডিওটি ওপেন করে অন্যান্য কাজও আপনার ডিভাইসে করতে পারবেন। অর্থাৎ এক্সটেনশনটি ব্যবহার করার ফলশ্রুতিতে আপনি ভিডিও সহ অন্যান্য কাজও আপনার উইন্ডোতে করতে সক্ষম হবেন সেটা সহজেই।
7. Chrome Extension- READ ALOUD
যেকোনো ওয়েবসাইটের বড় কোন কিছু লেখা, এই লেখা আপনাকে সময় নিয়ে পড়তে হবে না। আপনি চাইলে ওই লেখাটি অডিও আকারে শুনে নিতে সক্ষম হবেন উপরে এক্সটেনশন টি ব্যবহার করে।
8. Chrome Extension- TURN OFF THE LIGHTS
উপরের এক্সটেনশন এভাবে সেবা প্রদান করে যেটা আপনার নির্দিষ্ট ভিডিও ছাড়া অন্যান্য সকল ধরনের তথ্য রিমুভ করে দিবে। অর্থাৎ আপনি শুধু ভিডিও দেখতে পারবেন এবং সেটা শুধুই ভিডিওর পেজ হিসেবে আপনার কাছে উপস্থাপন হবে।
9. Chrome Extension- Hoverzoom+
LINK : https://chrome.google.com/webstore/detail/hover-zoom+/pccckmaobkjjboncdfnnofkonhgpceea?hl=en
যেকোনো ওয়েবসাইটের প্রিভিউ এই ওয়েবসাইট তৈরি করতে সক্ষম হয়। ওয়েবসাইটে যদি ভিডিও ইমেজ ইত্যাদি থাকে সেগুলি এক্সটেনশন এর মাধ্যমে প্রিভিউ করা যায় অতি সহজে।
10. Chrome Extension- Stay Focused / Blocksite
LINKS :
Stay Focused – https://chrome.google.com/webstore/detail/stayfocusd/laankejkbhbdhmipfmgcngdelahlfoji
BlockSite – https://chrome.google.com/webstore/detail/blocksite-stay-focused-co/eiimnmioipafcokbfikbljfdeojpcgbh?hl=en
এক্সটেনশন দুটি ব্যবহার করে আপনি বিভিন্ন নির্দিষ্ট ওয়েবসাইটের ব্লক এবং আটকে রাখতে সক্ষম হবেন। অর্থাৎ আপনার প্রয়োজনীয় সময়ের ডাটা কানেকশন অন্য ওয়েবসাইট অটোমেটিক্যালি কেটে নেয় সেটা আপনি বুঝতে পারেন না। এই সাইটগুলি আপনি আলাদাভাবে বন্ধ করে রাখতে সক্ষম হবেন এক্সটেনশন টি ব্যবহার করে।
11. Chrome Extension- RAINDROP.IO
LINK : https://chrome.google.com/webstore/detail/raindropio/ldgfbffkinooeloadekpmfoklnobpien?hl=en
আপনার নির্দিষ্ট কোন ওয়েবসাইটের বুক মার্ক প্রয়োজন। তবে সেটা আলাদা আলাদা নয় সকল বুকমার্ক এক জায়গায় এই এক্সটেনশন টি করে দিতে সক্ষম। অর্থাৎ আপনি যতগুলো বুকমার্ক করবেন যাচ্ছে তাই, সবকিছু এক জায়গায় বুকমার্ক হিসেবে জমা করে দেয় এক্সটেনশনটি।
12. Chrome Extension- NOISII / ROFOCUS
LINKS : https://chrome.google.com/webstore/detail/noisli/klejemegaoblahjdpcajmpcnjjmkmkkf
সাউন্ড পাওয়ার জন্য উপরোক্ত এক্সটেনশন গুলি দুর্দান্ত। আপনার মন মেজাজ অনুযায়ী বিভিন্ন ধরনের সাউন্ড উপরোক্ত এক্সটেনশন গুলিতে পেয়ে যাবেন।
13. Chrome Extension- GRAMMARLY
LINK : https://chrome.google.com/webstore/detail/grammarly-for-chrome/kbfnbcaeplbcioakkpcpgfkobkghlhen
যারা আমরা লেখালেখি কাজ করি তাদের জন্য উপরের এক্সটেনশন টি আসলে খুবই দরকারী। কারণ এই এক্সটেনশন টি ব্যবহার করার কারণে ইংরেজির গ্রামারের বানান ভুল ধরিয়ে দেয় এবং সঠিক বিষয় জানিয়ে দেয়।
14. Chrome Extension- DISTILL
LINK : https://chrome.google.com/webstore/detail/distill-web-monitor/inlikjemeeknofckkjolnjbpehgadgge
আপনার নির্দিষ্ট কোন ওয়েবসাইটের প্রকাশিত কোন টিউন, ইমেজ ভিডিও ইত্যাদি পৌঁছে দিতে সক্ষম হবে। অর্থাৎ এক্সটেনশন টি ব্যবহার করে নির্দিষ্ট কোন ওয়েবসাইটের তথ্য প্রকাশ হলেই আপনার কাছে পৌঁছাতে পারবেন।
15. Chrome Extension- Mailtrack
LINK : https://chrome.google.com/webstore/detail/email-tracking-for-gmail/ndnaehgpjlnokgebbaldlmgkapkpjkkb
আপনার নির্দিষ্ট কোন ইমেইল পাঠক পড়েছে কিনা সেটি এই এক্সটেনশন বলে দিতে সক্ষম। এক্সটেনশন টি ব্যবহার করে দেখুন আসলেই ইমেইল ব্যবহারকারীদের জন্য দারুন হবে।
16. Chrome Extension- THE GREAT SUSPENDER LINK : https://chrome.google.com/webstore/detail/the-great-suspender-origi/ahmkjjgdligadogjedmnogbpbcpofeeo?hl=en
উপরের এক্সটেনশন কম্পিউটার ডিভাইসের ram খাওয়ার হাত থেকে মুক্তি দিতে সক্ষম হয়। অর্থাৎ অতিরিক্ত ফাইল প্রয়োজন কিংবা বেশি হলে আপনার কম্পিউটার হ্যাং হতে পারে, এর থেকে মুক্তি উপরের এক্সটেনশনটি হয়তো দিতে সক্ষম হবে।
17. Chrome Extension- Loom / Screenity
LINKS :
Loom – https://chrome.google.com/webstore/detail/loom-video-recorder-scree/liecbddmkiiihnedobmlmillhodjkdmb
Screenity – https://chrome.google.com/webstore/detail/screenity-screen-recorder/kbbdabhdfibnancpjfhlkhafgdilcnji?hl=en
ভিডিওর কাজ যারা করে থাকেন তাদের জন্য উপরের এক্সটেনশন দুটি খুবই কার্যকারী ও প্রয়োজনীয়। আপনার ভিডিও ভালোভাবে উপস্থাপন, এডিটিং ইত্যাদির বিভিন্ন সেবা উপরের এক্সটেনশনগুলি দিয়ে থাকে।
18. Chrome Extension- SMALLPDF
কনভার্টার সহ বিভিন্ন ফাইলকে রূপান্তরণ করার জন্য এক্সটেনশন তৈরি করা। এমনকি pdf ফাইলেরও বিভিন্ন আকার আকৃতি ও সাইজ পরিবর্তনের জন্য জনপ্রিয় এই এক্সটেনশন। এই এক্সটেনশন টি ব্যবহার করে আপনি অনলাইনের বিভিন্ন কনভার্টার ও ফাইলের আকার পরিবর্তন করতে সক্ষম হবেন।
19.Chrome Extension- Clickbait Remover For Youtube
LINK : https://chrome.google.com/webstore/detail/clickbait-remover-for-you/omoinegiohhgbikclijaniebjpkeopip
এই এক্সটেনশন ব্যবহার করে আপনি আপনার নির্দিষ্ট সঠিক ভিডিওটি খুঁজে পাবেন। বিশেষ করে এক ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা ইউটিউবে হাজার হাজার দেখতে পাই, তবে সত্যিকার অর্থে ইনফরমেটিভ আসলে কোন ভিডিওটি সেটা আপনার কাছে উপস্থাপন করতে সক্ষম হবে উপরে এক্সটেনশন।
সুতরাং বলাই যাই আপনি আজকের এই ব্লগ থেকে যে ক্রম এক্সটেনশনগুলি সম্পর্কে জেনেছেন। এগুলি খুব বেশি নয় তবে অহরহর এখনো ক্রম extension পড়ে রয়েছে যেগুলি ব্যবহার করার ফলশ্রুতিতে, অনেক বড় বড় কাজ সহজ ভাবে করা সম্ভব হয়ে থাকে।
আমি মোহাম্মদ মুন্না। Author, TechTunes, Jashore sadar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Student!