মাসখানেক আগে থেকে অনলাইন থেকে টাকা রিচার্জ কিভাবে করা যায় এই ভূত মাথায় চেপেছিল, তবে আমাদের দেশে যারা অনলাইনে এই ফ্লেক্সী সার্ভিসটা দেয় তাদের রেট দেখে খুব দ্রুতই ভূতটা মাথা থেকে পালিয়ে যায় । তবে এবার ঈদের ছুটিতে বাড়িতে থাকার সময় একটা ম্যাসেজ পেলাম টেলিটক থেকে । ওরা অনলাইন-এ অফিসিয়ালি রিচার্জ সিস্টেম চালু করেছে । আজকে কেন জানি মেসেজটার কথা মনে হলো, ভাবলাম দেখি একটু চেষ্টা করে, হয় কী না । আর এখন এই ব্লগ লিখছি ৫০টাকা successfully recharge করার পর । এই হচ্ছে ভূমিকা । অনেকেই জানতে পারেন বিষয়টা, তবে আমি এটা লিখছি তাদের জন্য যারা জানেন না ।
এই পোস্টের থিম – “অনলাইন থেকে টেলিটকে রিচার্জ করুন কোনরকমের অতিরিক্ত চার্জ বাদে (যে ভাবে সাধারণত আমরা ফ্লেক্সী করে থাকি)
০১. অবশই টেলিটক সীম ( অন্য কোন অপারেটর নয়)
০২. DBBL Nexus Debit Card/VISA/MasterCard
০৩. সীম চালু করে রিচার্জের জন্য প্রস্তুত হয়ে যান ।
০১. http://paypoint.com.bd/teletalk/ এই ওয়েবসাইটে যান ।
(বাকি প্রসেস আপনি নিজেই খুব সহজে বুঝতে পারবেন, তবু আমি বলছি)
০২. রিচার্জ এ্যামাউন্ট মিনিমাম ৫০ টাকা এবং সবোর্চ্চ ১০০০ টাকা ।
০৩. আপনার টেলিটক নাম্বার, টাকার পরিমাণ এবং কার্ড টাইপ ঠিক করে রিচার্জ বাটনে চাপ দেন ।
০৪. ক্যাপচা পূরণ করে “confirm and place order button” এ ক্লিক করুন ।
০৫. এবার আপনার কার্ডের তথ্য দিয়ে রিচার্জ বাটনে চাপ দেয়ার সাথে সাথে রিচার্জ হয়ে যাবে ।
কার ও প্রশ্ন থাকলে বলবেন । আমি আমার DBBL Nexus card দিয়ে রিচার্জ করেছি ।
আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
DBBL apnake charge na kete chhere debe eta pagoleo bilieve korbe na, apni koyekdin wait koren, dekhben month sheshe othoba puro ortho bochhor sheshe 2 taka holeo charge katbe, er naam DBBL, tobe joruri muhurter jonno service ta khubbi bhalo, tobe bina charge e ora service dibe ,ei kotha ta thik na,