লেখাকে অডিও হবে ফ্রিতেও

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

লেখাকে অডিও হবে ফ্রিতেও

  • বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আমাদের জীবন অনেক সহজ হয়ে গিয়েছে। একের পর এক সহজ সরলতা তথ্যপ্রযুক্তি সত্যি অবাক করার মতো অনেক কান্ড দেখাচ্ছে। এমন একটি কান্ড আপনি যে কোন লেখা বা টেক্সকে অডিও আকারে বানিয়ে ফেলতে পারবেন সহজ মাধ্যমে অবলম্বন করে।

ওয়েলকাম TechTunes এ- আশাকরি সবাই ভালো সুস্থ ও নিরাপদে রয়েছেন। আবারো আজকে হাজির হয়ে গেলাম নতুন একটি টিউনস নিয়ে! এই টিউনস বা আর্টিকেল থেকে আপনারা আশাকরি একটু হলেও উপকৃত হবেন!

একটু ধৈর্য ধরে আর্টিকেলটি পড়তে না পারলেও শেষ পর্যন্ত দেখে নিবেন। আশাকরি আর্টিকেলের মূল ধারণাটি সহজ ভাবে বুঝতে সক্ষম হবেন। আর ভুল ত্রুটি হয়তো এই টিউনস এর ভিতর থাকাটা স্বাভাবিক!

তবে আমি আশাকরি কেউ কিছু মনে করবেন না সংশোধনের সুযোগ দিবেন। আমরা কোনভাবে ভুলত্রুটির সুযোগ আর্টিকেলের ভিতরে বা টিউনস এর ভিতর দিব না। আমাদের চেষ্টা এবং আপনাদের সচেতনতা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে! যাইহোক অলরেডি অনেক কথা বলে ফেলেছি চলুন আজকের এই নতুন টিউনস বিস্তারিত জেনে নেওয়া যায়!

  • যদিও লেখা আপনি সাবমিট করবেন আর সেটা অডিও আকারে আপনার কাছে প্রস্তুত করা হবে। আপনি চাইলে সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন বা শুনতে পারবেন। আমার কাছে বিষয়টা ইন্টারেস্টিং লেগেছে এ কারণে আজকের এই আর্টিকেলটি, তৈরি করতে বসলাম চলুন কথা না বাড়িও আজকের আর্টিকেলটি শুরু করা যাক!

লেখাকে অডিও হবে ফ্রিতেও অনলাইনে?

আপনি যে কোন বাক্য অথবা গান যাই কিছু লিখবেন সেটি অনলাইনে সাবমিট করলে আপনার সামনে সেটা অডিও আকারে উপস্থাপন করা হবে। আর এই কাজগুলি অর্থাৎ লেখাকে অডিও করতে হলে আপনাকে অনলাইনে করতে হবে।

অনলাইনের মাধ্যমে লেখাকে যেকোনো লেখা আপনার মন যা চায় তাই লিখবেন, আর আপনার কাছে সেটা অডিও আকারে উপস্থাপন করে দিবে আপনি চাইলে সেটি ডাউনলোড করে নিতে সক্ষম হবেন। এই কাজটি মূলত একটি ওয়েবসাইট করে থাকে যার লিংক একটু পরেই দেখতে পারবেন।

লেখাকে অডিও হবে ফ্রিতেও যেকোনো ভাষায়?

আমরা একে ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, এই ওয়েবসাইট এর মাধ্যমে যে কোন লেখাকে অডিও ফরমেটে রূপান্তরণ করা সম্ভব। অনেকে বলবেন কয়টি ভাষা সাপোর্ট করতে পারে? আমি কি বাংলা ভাষাতে কোন লেখা দিয়ে অডিও আকারে রূপান্তরণ করতে পারবো?

এক বাক্যে উত্তর হচ্ছে শুধু একটি নির্দিষ্ট কোন ভাষা নয় আপনি চাইলে একাধিক ভাষা, ব্যবহার করে যে কোন লেখাকে অডিও রূপে রূপান্তরণ করতে সক্ষম হবেন। এমনকি বাংলাতে চাইলেও সেটিও সম্ভব হবে আশা রাখি!

লেখাকে অডিও হবে ফ্রিতেও কোনো টাকা পয়সা ছাড়াই?

একটি মজার বিষয় হচ্ছে, আপনি যে কোন আপনার নির্দিষ্ট লেখার অডিও ভার্সন সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তবে সম্পূর্ণ ফ্রিতে বলাটা ঠিক হবে না, যেহেতু এই কাজটি আপনাকে তারা ফ্রিতে করার সুযোগ দিবে সে তো এটা আপনি ব্যবহার করতে পারবেন। আলাদা তাদের কোন লাভ হবে না তাই তারা সাবস্ক্রাইপশন বা পেইড ভার্সন একটি অপশন রেখেছে।

তবে ফ্রিতে করতে পারবেন না বিষয়টা এমন নয়। আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন তবে অল্প পরিমাণে লেখা সাবমিট করার সুযোগ দিবে। আর পেইড ভার্সন না গেলে তাদের অন্যান্য সার্ভিস সহ তাদের নির্দিষ্ট সাবস্ক্রাইবশন এর সকল সেবা উপভোগ করতে সক্ষম হবেন।

লেখাকে অডিও হবে ফ্রিতেও এক ওয়েবসাইটে!

এতক্ষণে আমরা একটা কথায় স্পষ্টভাবে বলা এবং বোঝানোর চেষ্টা করছি সেটা হল একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে যেকোন লেখা কে অডিওতে রূপান্তরণ করা যায়। এবং সেটা ফ্রিতেও ব্যবহার করার সুযোগ পাওয়া যায়।

যে কেউ চাইলে কোন টাকা পয়সা ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে যে কোন লেখাকে অডিওতে কনভার্ট করতে পারবেন। এমনকি ছেলে অথবা মেয়ের কন্ঠ দিয়ে এই অডিও কনভার্ট এডিট করতে পারবেন। সত্যি বেশ ভালই লেগেছে এ কারণে আপনাদের কাছে শেয়ার করা আশাকরি ভাল আপনারও লাগবে।

লেখাকে অডিও হবে ফ্রিতেও চলুন শিখি!

এবার আমরা টিউটোরিয়াল কথা বলব যার মাধ্যমে যে কোন লেখাকে অডিও করতে পারবেন ফ্রিতেই। বলেছিলাম শুধু ফ্রিতে নয় আপনি চাইলে পেইড ভার্সনে গিয়েও, তাদের এই সেবা লেখাকে অডিও করে দিবে সেটি উপভোগ করতে সক্ষম হবেন আরো প্রফেশনাল ভাবে।

শুধু আপনাকে ওয়েব সাইটে ভিজিট করতে হবে যেখানে তারা সরাসরি নির্দিষ্ট লেখার অডিও সেবা প্রদান করে থাকে। যার লিংক নিচে দেওয়া হলোঃ

লেখাকে অডিও হবে ফ্রিতেও ওয়েবসাইট লিংক: https://www.narakeet.com/app/text-to-audio

ওয়েবসাইটে ভিজিট করে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে নতুন কিছু অপশন পাবেন। এই অপশনগুলি আপনাকে ফুলফিল করতে হবে যেমনটি আমি করেছি নিচের স্ক্রিনশটে ভালোভাবে লক্ষ্য করুন।


আপনি শুরুতে অল্প লিখে সাবমিট করবেন তাহলে আপনার ধারণাটি ভালো হবে। আমি বেশি কিছু লিখি নাই অল্প লিখেছি, Create audio বাটনে ক্লিক করেছি।


কিছুক্ষণ অপেক্ষার পর উপরে ছবির মত আমার কাছে উপস্থাপন হলো। এখন আপনি চাইলে অডিওতে প্লে করে দেখতে পারেন অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

মনে রাখবেনঃ ফ্রি ভার্সন বেশি সময়ের জন্য হয় না এই ওয়েবসাইটটিও তাই! একটু টেকনিক খাটিয়ে আপনি অন্য ব্রাউজার দিয়ে বারবার চাইলে ব্যবহার করতে পারবেন কারণ এখানে কোন অ্যাকাউন্ট তৈরি করতে হয় না। ফ্রিতে আনলিমিটেড ব্যবহার করার জন্য টেকনিক খাটানো উচিত!

  • আর্টিকেলটি ভালো লাগলে উৎসাহ দিবেন লাইক টিউমেন্ট করে সাথেই থাকবেন। এতক্ষন আপনারা যে টিউনস করলেন সেটা সম্পূর্ণ হলো। আশাকরি একটি হলে উপকৃত হয়েছেন আজকের এই টিউনস থেকে। আজকের এই টিউনস আপনার কাছে উপযোগী মনে হলে অবশ্যই একটি লাইক ও টিউমেন্ট করে মন্তব্য জানাতে ভুলবেন না।

শেষ পর্যন্ত আর্টিকেলটি করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর সাথেই থাকুন আমাদের ওয়েবসাইটের। আশাকরি নতুন নতুন প্রয়োজন এখান থেকেই পেয়ে যাবেন। শেষ পর্যন্ত আর্টিকেলটি সম্পন্ন করার জন্য আবার ধন্যবাদ।

Level 2

আমি মোহাম্মদ মুন্না। Author, TechTunes, Jashore sadar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Student!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস