আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।
একটি ডোমেইন নেম ইন্টারনেট ভিত্তিক বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধরুন একটি মেইল পেলেন আপনার ডোমেইন নেম এক্সপায়ার্ড হয় যাচ্ছে, তারাহুরোর মধ্যে ডোমেইন রিনিউ করে ফেললেন কারণ ইমেইলটি দেখে অফিসিয়ালই মনে হয়েছিল। কিন্তু পরে জানতে পারলেন আপনি একটি স্ক্যামে ফেঁসে গিয়েছেন যাকে বলা হয় Domain Slamming।
তো আজকের এই টিউনে আমরা আলোচনা করব Domain Slamming নিয়ে।
"domain slamming" টার্মটি এসেছে Telephone slamming থেকে যেখানে ফোন কোম্পানি আপনাকে তাদের সার্ভিসে যেতে বিভিন্ন ভাবে প্রলুব্ধ করতো। কিন্তু Domain Slamming এ ভিক্টিম এই বিষয়ে না জেনেই নিজের ডোমেইন অন্য Registrar এ ট্রান্সফার করে দেয়।
আপনি টেক্সটে, ইমেইলে এমনকি সোশ্যাল মিডিয়া মেসেজে ডোমেইন এক্সপায়ার সম্পর্কে মেসেজ পেতে পারেন। আপনাকে বলা হতে পারে ডোমেইন এক্সপায়ার হয়ে যাচ্ছে দ্রুত রিনিউ করুন। মেসেজটি খুবই সুন্দর করে লিখা হবে এমনি ভাবতেও পারবেন না এটা স্ক্যাম
ধরুন না বুঝে আপনার ডোমেইন অন্য Registrar এ ট্রান্সফার করে দিলেন, সেক্ষেত্রে কী কী সমস্যায় আপনি পড়তে পারেন এটাই এখন জানব,
ডোমেইনের মালিকানা হারাতে পারেন
Domain Slamming এর ফলে আপনার Registrar ই কেবল চেঞ্জ হয়ে যাবে এমন নয়, আপনার ডোমেইনের মালিকানা চলে যেতে পারে। আপনি ডোমেইনের এক্সেস হারাতে পারেন।
ওয়েবসাইট ও ইমেইল হারাতে পারেন
কনফিগারেশনের ভিত্তিতে আপনি এই ধরনের এটাকের ফলে গুরুত্বপূর্ণ ডিজিটাল এসেস্ট এমনকি ইমেইলও হারাতে পারেন। আপনার ওয়েবসাইট অফলাইনে চলে যেতে পারে।
অধিক মূল্যে রিনিউ
এই ধরনের ডোমেইন রিনিউ এ সাধারণ ভাবে আপনাকে অধিক মূল্যে ডোমেইন ট্রান্সফার করতে হবে। যেহেতু এটি একটি স্ক্যাম সুতরাং এখানে অপর পাশের ব্যক্তি লাভবান হবার চেষ্টা করবেই।
আর্থিক ক্ষতি
কখনো কখনো ট্রানজেকশন কমপ্লিট হবার, Domain Registrar হাওয়া হয়ে যেতে পারে। কোন কোন কোম্পানি ভিন্ন দেশ থেকে পরিচালিত হয় তারা পুরো লেনদেনটি অস্বীকারও করতে পারে। নিজেদের ডোমেইন সার্ভিসে রাখতে তারা অন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারে।
সহজেই আপনি এই ফাঁদে পা দিতে পারেন তাই কীভাবে বুঝবেন এটা স্ক্যাম কিনা? কিছু বিষয় খেয়াল রাখলে আপনি নিরাপদে থাকতে পারেন। কিছু মেইলের ধরন আপনাকে Domain Slamming এর ইঙ্গিত দিতে পারে। উদাহরণ হিসেবে,
“Domain Registration Expiration Notice”, "You must renew your domain name to retain exclusive rights to it on the Web", and "Failure to renew your domain name by the expiration may result in a loss of your online identity making it difficult for your customers and friends to locate you on the Web.”
এই ধরনের মেইল কিছুটা সন্দেহজনক। খুব বেশি তাড়া খুব বেশি গুরুত্ব বুঝালে এবং কনফিউশন থাকলে আগে থেকে সতর্ক হয়ে যান। যে কোম্পানির ডোমেইন নিয়েছেন সে কোম্পানি ছাড়া অন্য কোম্পানির মেসেজ এড়িয়ে যান। মনে না থাকলে WHOIS সার্চের মাধ্যমে চেক করে নিন। ডোমেইন এক্সপায়ার ডেটও চেক করে নিতে পারেন৷
স্বাভাবিকের চেয়ে অধিক চার্জ দেখলে সতর্ক হয়ে যান। অন্যান্য কোম্পানি কেমন চার্জ করছে জেনে নিন। ওয়েবসাইটের র্যাংকিং কমে যাবে এই সংক্রান্ত নোটিফিকেশন এড়িয়ে চলুন।
আপনি যদি কিছু বিষয়ে সর্তক থাকতে পারেন তাহলে খুব সহজেই এমন স্ক্যাম থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন।
ডোমেইন কেনার সময় এবং রিনিউ করার সময় অবশ্যই সতর্ক থাকুন এবং নিশ্চিত হয় নিন আপনি নির্দিষ্ট কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সমস্ত কাজ করছেন৷ তাছাড়া আগে থেকে কয়েক বছরের রিনিউ একবারে করে রাখতে পারেন অথবা অটোরিনিউ এনেভল করে রাখতে পারেন।
আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।