আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।
অনলাইনে পড়াশুনা, ইউটিউব থেকে কোন কিছু শেখা ইত্যাদি কাজে শিশুদের ল্যাপটপ বা কম্পিউটার জরুরি হয়ে পড়ছে। বাচ্চাদের এই সমস্ত ডিভাইস থেকে দূরে রাখাই বুদ্ধিমানের কাজ, তবে একেবারে ল্যাপটপ ছাড়া না চললে আপনাকে ভেবে দেখতে হবে কীভাবে ক্ষতি কমানো যায়। তো শিশুদের জন্য দামী ল্যাপটপ কেনার আগে চলুন জেনে নেয়া যাক তদের জন্য ল্যাপটপ ভাল হবে নাকি Chromebook।
এই টিউনে আমরা বিস্তারিত আলোচনা করব কোনটি আপনার শিশুর জন্য উপযুক্ত হতে পারে।
উইন্ডোজ এবং ম্যাকবুকের জগতে ক্রোমবুক সব সময় আলোচনার বাইরে থাকে। অনেকে আছে ক্রোমবুককে ভুল ভাবে অন্য গুলোর সাথে তুলনা করে যেমন কনফিগারেশনের দিক থেকে চিন্তা করলে ক্রোমবুক কখনো ল্যাপটপ বা ম্যাকবুকের সাথে ম্যাচ করবে না। কিন্তু আপনাকে বুঝতে হবে ক্রোমবুক ল্যাপটপকে রিপ্লেস করতে আসেও নি। নির্দিষ্ট উদ্দেশ্য ক্রোমবুক তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য কতটা সফল হচ্ছে সেটা বিবেচনা করা উচিৎ।
Chromebook একটি লাইটওয়েট কম্পিউটার যা গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়। এর মুল ইন্টারফেসটি হচ্ছে ক্রোম ব্রাউজার। যদিও এতে বিভিন্ন অ্যাপ যেমন ওয়ার্ড অ্যাপ ও আরও কিছু অফলাইন অ্যাপ রান করানো যায়।
ক্রোমবুক প্রাথমিকভাবে ব্রাউজিং হালকা কাজের জন্য তৈরি করা হয়েছে। তো আপনাকে বলা যেতে পারে, ক্রোমবুক রিসার্চ, পড়াশোনার জন্য ভাল যদি আপনি বাজেটের মধ্যে এই কাজ গুলো করতে চান।
Chromebook এর ইন্টারনাল বিষয় গুলো একটু হালকা। ক্রোমবুকের লোকাল স্টোরেজকে আপনি ফোন বা ট্যাবলেটের সাথে তুলনা করতে পারেন। প্রসেসর ট্রেডিশনাল ল্যাপটপ গুলো থেকে অনেক দুর্বল আর এই জন্য উইন্ডোজ বা ম্যাক থেকে খুব কম দামে ক্রোমবুক পাওয়া যায়।
আমরা জানি বাচ্চারা কখনোই ডিভাইসের কেয়ার বুঝে না তো তদের জন্য বেশি টাকা খরচ না করে, বাজেটের মধ্যে ১৫০ থেকে ৩০০ ডলার দিয়ে ভাল মানের ক্রোমবুক কিনতে পারেন। এর মধ্যেই শিশুদের প্রয়োজনীয় কাজ করে ফেলা যাবে।
আবার আপনি এই দামে যদি কোন ল্যাপটপ কিনতে জান তাহলে সেটার পারফরম্যান্স কখনোই ভাল হবে না। আর তাই স্কুলের বাচ্চাদের জন্য বাজেট বিবেচনায় সেরা হতে পারে ক্রোমবুক।
ল্যাপটপ এবং ক্রোমবুক উভয়ই পোর্টেবল ডিভাইস তবে ক্রোমবুক বেশি লাইট-ওয়েট এবং সাইজেও ছোট। বাচ্চারা এটি সহজেই যেখানে সেখানে বহন করে নিয়ে যেতে পারবে।
ক্রোমবুকে তেমন কোন হার্ডওয়্যার থাকে না এবং স্ক্রিনও ছোট হবার কারণে সেগুলো ম্যাক-বুক এয়ারের মত পাতলা হয়। ক্রোমবুকে প্যাসিভ কোলিং থাকার কারণে এখানে কোন ফ্যানেরও দরকার হয় না।
ব্যাটারি লাইফ বিবেচনায় ক্রোমবুক এগিয়ে থাকবে। অনলাইন ক্লাস এসাইনমেন্ট ইত্যাদি কাজে শিশুদের দরকার লং ব্যাটারি লাইফের একটি ডিভাইস। ক্রোমবুকে ভারী হার্ডওয়্যার না থাকায় এখানে ভাল এনার্জি সেভ হয়।
যেখানে ল্যাপটপে কেবল কয়েক ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায় সেখানে ক্রোমবুকে ১০ ঘণ্টারও বেশি ব্যাকআপ পাওয়া যায়।
ক্রোমবুকে রয়েছে সব ইউজার ফ্রেন্ডলি টুল তাই এটি ব্যবহার করা খুবই সহজ। ল্যাপটপ ম্যাকবুক ইউজ করা শিশুদের জন্য কিছুটা জটিল হতে পারে তবে ক্রোমবুকে সহজেই তারা ব্যবহার করতে পারবে।
ল্যাপটপে অনেক অনেক ফাংশন থাকায় বাচ্চারা বিভিন্ন সেটিংস এলোমেলো করে ফেলতে পারে, জটিলতা তৈরি হতে পারে কিন্তু ক্রোমবুকে এমনটি হবার সুযোগ নাই।
ক্রোমবুক অনেক সিম্পল এখানে অনেক অনেক অ্যাপ নেই ফলে বাচ্চারা সহজে ডিসট্রাক হয়ে যাবে না। পড়াশুনা ব্রাউজিং ফোকাস টুল থাকায় শিশুরা পড়াশুনার মধ্যেই ফোকাস থাকবে।
বাচ্চারা না বুঝে বিভিন্ন ক্ষতিকর ওয়েবসাইটে চলে যেতে পারে ভাইরাস ম্যালওয়্যার ডাউনলোড করে ফেলতে পারে। আপনার ব্যক্তিগত তথ্য পড়তে পারে ঝুঁকিতে কিন্তু ক্রোম বুকে এমনটি হবার চান্স নেই।
প্রথমত এই ক্রোমবুক বেশ সিকিউর কারণ এখনো এটা এতটা জনপ্রিয় হয় নি যে এই ডিভাইস টার্গেট করে ভাইরাস তৈরি করা হবে দ্বিতীয়ত গুগল একাউন্টের সাথে কানেক্ট থাকে বলে এটাতে আপনার ব্যক্তিগত ডেটা একক্রিপ্ট করা থাকে। কেউ চাইলেই সহজে চুরি করতে পারবে না আপনার ডেটা।
এর দারুণ একটি সিকিউরিটি সিস্টেম হচ্ছে sandboxing। প্রতিটি অ্যাপই এখানে sandboxed, থাকে ফলে এক প্রোগ্রাম ভাইরাস আক্রান্ত হলে অন্যটি হয় না। তাছাড়া নিয়মিত আপডেট হয় বলে শিশুদের জন্য এই ডিভাইস বেশ সিকিউর থাকে।
সব মেজর অপারেটিং সিস্টেম গুলোতেই প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম থাকে। শিশুরা কী দেখতে পারবেন কী ব্রাউজ করতে পারবে সব কিছু নিয়ন্ত্রণ করা যায়। উইন্ডোজ, ম্যাকবুকের মত ক্রোমবুকেও পাবেন দারুণ প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম।
বাজেট, সহজে ব্যবহার ইত্যাদি কারণে ল্যাপটপ থেকে ক্রোমবুকই ভাল তবে আরও কিছু কারণ আছে যেগুলোর জন্য ক্রোমবুক বা ল্যাপটপ বাছাই করতে পারেন।
বয়স
আপনার শিশু প্রাইমারি লেভেলে থাকলে ক্রোমবুকই ভাল হতে পারে কারণ এখানে অতিরিক্ত কোন অ্যাপ ইন্সটল করতে পারবেন না যেগুলো তাদের সময় নষ্ট করবে সব সময় পড়াশোনার কাজই এখানে নিরবচ্ছিন্ন ভাবে করতে পারবে।
রিকুয়ারমেন্ট
আপনার শিশুর জন্য ক্রোমবুক নাকি ল্যাপটপ ভাল হবে সেটা ডিপেন্ট করবে তার রিকুয়ারমেন্টের উপর সে যদি ইন্টারনেট ব্রাউজিং এবং এসাইনমেন্টের মত কাজ করে তবে তার জন্য ক্রোমবুকই ভাল। কিন্তু সে যদি প্রোগ্রামিং বা কোডিং শিখতে চায় তবে তাকে ল্যাপটপ কিনে দেয়া যেতে পারে।
বাজেট
আপনার বাজেট যদি অনেক বেশি টাইট থাকে এবং সেই বাজেট ভাল মানের ল্যাপটপের জন্য উপযুক্ত না হয় তাহলে আপনার ক্রোমবুক কেনায় বুদ্ধিমানের কাজ হবে।
তো এখন আপনার সিদ্ধান্ত নেবার পালা, ক্রোমবুক কিনবেন নাকি ল্যাপটপ কিনবেন। আশা করছি এই টিউনটি, আপনার ক্রোমবুক নিয়ে ধারণা অনেকটাই পরিষ্কার করে দিয়েছে।
আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।