আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।
আমরা ব্যক্তিগত ও ব্যবসায়িক বিভিন্ন যোগাযোগ ক্ষেত্রে WhatsApp ব্যবহার করি৷ কখনো কখনো নির্দিষ্ট মেসেজ পুনরায় দেখার প্রয়োজন পড়ে। তো হঠাৎ করে কোন মেসেজ দেখতে চাইলে কীভাবে সেটা বের করবেন এটা নিয়ে আজকের এই টিউন।
কোন মেসেজ খুঁজে পেতে কনভারসেশনে সার্চ অপশন থাকলেও আরও কয়েক ভাবে সেটা বের করা যায়।
সম্প্রতি WhatsApp নতুন একটি ফিচার নিয়ে এসেছে যার মাধ্যমে আপনি Date অনুযায়ী মেসেজ খুঁজে বের করতে পারবেন। এই ফিচারটি এখন পর্যন্ত কেবল iOS এ এভেইলেবল। আশা করা যায় ভবিষ্যতে এন্ড্রয়েডও ফিচার এভেইলেবল হবে।
WhatsApp এ আপনি কন্টেন্ট টাইপ অনুযায়ী মেসেজ ফিল্টার করতে পারবেন, যেমন photos, videos, documents, GIFs, links, audio। ফিচারটি অ্যান্ড্রয়েড, iOS উভয় ভার্সনে সাপোর্ট করে।
WhatsApp ওপেন করুন সার্চ আইকনে ক্লিক করুন। নিচে দেখবেন কন্টেন্ট টাইপ দেখাচ্ছে। যেকোনো টাইপে ক্লিক করলে WhatsApp এর সকল মেসেজ দেখাবে, সবার চ্যাট থেকে নির্দিষ্ট টাইপ মেসেজ দেখতে পাবেন।
Unread এ ক্লিক করে আপনি সবগুলো আনরিড মেসেজ দেখতে পারবেন।
আপনি যদি নির্দিষ্ট একটি চ্যাট থেকে কন্টেন্ট টাইপ মেসেজ বের করতে চান তাহলে নিচের মেথড ফলো করুন।
যেকোনো চ্যাট ওপেন করুন, হতে পারে নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপ। নামের উপর ক্লিক করুন।
ইনফো স্ক্রিন থেকে Media, Links and Docs এ ট্যাপ করুন
নতুন স্ক্রিনে আপনি তিনটি ট্যাব দেখতে পাবেন, Media, Links, Docs
নির্দিষ্ট ট্যাবে ক্লিক করে নির্দিষ্ট কন্টেন্ট খুঁজে বের করুন
আপনি যদি WhatsApp এর ওয়েব ভার্সন ব্যবহার করেন তাহলে ডেট বা কন্টেন্ট অনুযায়ী মেসেজ সার্চ করতে পারবেন না। আপনি কেবল মাত্র সার্চ বার থেকে কীওয়ার্ডের মাধ্যমে মেসেজ সার্চ করতে পারবেন।
WhatsApp এর ওয়েব ভার্সনে গিয়ে সার্চ আইকনে ক্লিক করে নির্দিষ্ট কীওয়ার্ড দিয়ে মেসেজ সার্চ করতে পারবেন, Unsend অনুযায়ী চাইলে ফিল্টার করতে পারেন।
আশা করছি WhatsApp এ মেসেজ সার্চ করার সব গুলো ওয়ে সম্পর্কে আপনি জেনে গিয়েছেন। এখন চাইলেই প্রয়োজনমত মেসেজ আপনি যত তখন খুঁজে বের করতে পারবেন।
আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।