ল্যাপটপ কেনার ৩ টি হ্যাকস

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে। আপনি যদি ল্যাপটপ কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে এই টিউনটি আপনার জন্য।

ল্যাপটপ কেনার আগে ৩ টি বিষয়

ল্যাপটপ কেনার আগে ৩ টি বিষয় আপনাকে অবশ্যই দেখা উচিৎ। বিষয় গুলো জানা থাকলে ভবিষ্যতেও এগুলো আপনার কাজে আসতে পারে।

ইন্টেল U সিরিজ ল্যাপটপ

ইন্টেলের প্রতিটি সিরিজ এর ল্যাপটপের আলাদা আলদা বৈশিষ্ট্য রয়েছে। U সিরিজের ল্যাপটপ গুলোর মধ্যে যে বৈশিষ্ট্য গুলো আপনি পাবেন, লো পাওয়ার প্রসেসর (9W Base), ডিসেন্ট পারফরম্যান্স, সেরা ব্যাটারি লাইফ এবং আলট্রা থিন ল্যাপটপ।

এই ল্যাপটপ গুলোর প্রসেসর খুব বেশি পাওয়ার ফুল নয় তবে প্রসেসর অনুযায়ী এখানে আপনি ডিসেন্ট পারফরম্যান্স পাবেন, ব্যাটারি লাইফও ভাল হবে। ল্যাপটপ গুলোতে থাকবে টু ইন ওয়ান কনভার্ট সুবিধা।

ইন্টেল P সিরিজ

এই সিরিজের ল্যাপটপ গুলোতেও দেয়া হয়েছে লো পারওয়ার প্রসেসর (28W Base) তবে এখানে পাওয়া যাবে ফাস্ট পারফরম্যান্স। ব্যাটারি ব্যাকআপ ভালই পাওয়া যাবে, ডিসেন্ট ব্যাটারি পারফরম্যান্স এতে আপনি পাবেন। এই ল্যাপটপ গুলোও যথেষ্ট থিন এবং ডিজাইন করা হয়েছে ওয়ার্ক ল্যাপটপ হিসেবে।

ইন্টেল H সিরিজ

এবার আমরা জানব ইন্টেল H সিরিজের ল্যাপটপ গুলোতে কী কী থাকবে। ইন্টেলের H সিরিজ মানে এই ল্যাপটপ গুলো মূলত হাই এন্ড ল্যাপটপ, গেমিং এবং ওয়ার্ক স্টেশনের মত টাস্ক গুলোর জন্য এই ল্যাপটপ ডিজাইন করা হয়েছে।

H সিরিজে আপনি পাবেন হাই পাওয়ার প্রসেসর (45W Base), যেহেতু প্রসেসর উন্নত মানের সেহেতু পারফরম্যান্সও হবে দুর্দান্ত। তবে এর ব্যাটারি লাইফ তেমন ভাল হবে না। ওয়ার্ক স্টেশন এবং গেমিং এর জন্য উপযুক্ত এই সিরিজ।

শেষ কথা

এখন থেকে আপনি সিরিজের নাম শুনেই একটা আইডিয়া করে ফেলতে পারবেন ল্যাপটপটি কোন কাজের জন্য উপযুক্ত এবং এর পারফরম্যান্স কেমন হবে। সুতরাং হালকা কাজের জন্য আপনি পছন্দ করতে পারেন U সিরিজ, মোটামুটি কাজের জন্য P এবং গেমিং এর মত ভারী টাস্কের জন্য H।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস