আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।
সময়ের সাথে সাথে Telegram বেশ জনপ্রিয় হয়ে উঠছে। অন্যান্য মেসেজিং অ্যাপ থেকে নির্দিষ্ট একটি ফিচার টেলিগ্রামকে সবার থেকে আলাদা করেছে আর সেটা হল বট। টেলিগ্রামের বিভিন্ন বট আপনার বিভিন্ন কাজ দ্রুত করে দিতে পারে। আজকের এই টিউনে আমরা ৩ টি কাজের টেলিগ্রাম বট নিয়ে আলোচনা করব।
WhatsApp এ কোন নাম্বারে মেসেজ করতে প্রথমে সেই নাম্বারটি ফোনের কন্টাক্ট লিস্টে সেভ করতে হয়, যা একটু বিরক্তিকর। এই সমস্যার সমাধান দিতে পারে টেলিগ্রামের বট।
Open in WhatsApp বটটি সার্চ করে এড করুন। Open in WhatsApp বটটিতে আপনি যেকোনো WhatsApp নাম্বার সেন্ড করুন। নাম্বারটিতে ক্লিক করে আপনি এখান থেকে সরাসরি WhatsApp এ মেসেজ করতে পারবেন।
TrueCaller সম্পর্কে আমরা সবাই জানি, অপরিচিত নাম্বার সম্পর্কে জানা যায় এই অ্যাপ এর মাধ্যমে। যদিও আরও অনেক ফিচারই আছে এতে। এখন থেকে অপরিচিত নাম্বারের ইনফরমেশন দেখতে আপনার আর truecaller ইন্সটল করতে হবে না। দারুণ টেলিগ্রাম বটের মাধ্যমেই সেটা আপনি দেখতে পারবেন।
TrueCaller বটটি সার্চ করে এড করুন। নাম্বার দিয়ে চেক করুন এটি কার নাম্বার।
ফ্লাইটের আপডেট ভাড়া শিডিউল ইত্যাদি তথ্য সহজে জানতে ব্যবহার করতে পারেন Airtrack টেলিগ্রাম বট। নির্দিষ্ট বিমানের প্রয়োজনীয় সকল তথ্য এখানে পেয়ে যাবেন।
Airtrack বটটিতে যান এবং মেসেজ গুলোতে ক্লিক করুন।
আপনি টেলিগ্রাম অ্যাপ এর একজন নিয়মিত ইউজার হলে এই বট গুলো আপনার কাজে আসতে পারে। যেহেতু আপনি টেলিগ্রাম এমনিতেই ইউজ করেন সেহেতু এই কাজ গুলো করতে আপনাকে অন্য অ্যাপের সাহায্য নিতে হবে না।
আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।