My TV Original Live Tv ব্লগারে সেটআপ With M3u8

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

My TV Original Live Tv ব্লগারে সেটআপ With M3u8

My TV Original Live Tv ব্লগারে সেটআপ করতে বেশি সময় প্রয়োজন নেই। কিছু সময় ব্যয় করে আপনি My TV Original Live Tv ব্লগারে সেটআপ করতে পারবেন।

  • Techtunes এ স্বাগতম নতুন এক আর্টিকেলে! উপকারী একটি আর্টিকেল আজকে আশাকরি আপনি পড়তে বসেছেন! যদিও সহজ সরল ভাবে আর্টিকেল সুন্দরভাবে উপস্থাপন করার দায়িত্ব আমার।
  • তাই হয়তো ভুলত্রুটি কিছুটা হতে পারে! আমার প্রচেষ্টা থাকবে তবে আপনারা সংশোধনের সুযোগ করে দিবেন আশা রাখি। যাতে করে পরবর্তীতে আপনাদের কাছ থেকে নতুন কিছু শিখতে এবং শেখাতে পারি।

যাই হোক আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন ও পড়ার চেষ্টা করবেন। আমি আমার পক্ষ থেকে সহজ সরল ভাবে আর্টিকেল উপস্থাপন করার, চেষ্টা করব! কথা না বাড়িয়ে এবার মূল আলোচনায় আর্টিকেলটি শুরু করে চলুন!

My TV Original Live Tv ব্লগারে সেটআপ করতে কয়েকটি ধাপ পার করতে হয়!

যেমনঃ

  1. মাই টিভি অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ।
  2. মাই জিপি অফিসিয়াল ওয়েবসাইটের লাইভ টিভির লিংক বের করা।
  3. লাইভ টিভি লিংকের সোর্স কোড বের করা।
  4. এবং নির্দিষ্ট কোড কপি করে ব্লগার এ প্রবেশ করা।
  5. ব্লগার প্ল্যাটফর্মে নির্দিষ্ট ওয়েবসাইটে টিউন অথবা পেজ তৈরি করা।
  6. এইচডিএমএল মুডে নির্দিষ্ট কপি কৃত কোড পেস্ট করা।
  7. সর্বশেষে আপনার ব্লগার ওয়েবসাইটের সকল কাস্টমাইজ করে প্রকাশ করার উপযোগী করা।
  8. ব্যাস এই কয়েকটি কাজ এর মাধ্যমে, খুব সহজে My TV Original Live Tv ব্লগারে সেটআপ করতে সক্ষম হব।

তাই এবার চলুন, My TV Original Live Tv ব্লগারে সেটআপ করার বিস্তারিত ধাপসমূহ কমপ্লিট করে নিই!

কমপ্লিট প্রথম ধাপঃ মাই টিভি অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ।

গুগলে MyTV লিখে অনুসন্ধান করলে অফিসিয়াল অরজিনাল ওয়েবসাইটটি পাওয়া যাবে।

Home

কমপ্লিট দ্বিতীয় ধাপঃ মাই জিপি অফিসিয়াল ওয়েবসাইটের লাইভ টিভির লিংক বের করা।

  • ওয়েবসাইটের হোম পেজে লাইভ টিভির লিংকটি খুঁজে পেলাম না তাই,

mytv live tv গুগলে সার্চ বা অনুসন্ধান করলে শুরুতে পাওয়া যাবে।

MYTV LIVE

কমপ্লিট তৃতীয় ধাপঃ লাইভ টিভি লিংকের সোর্স কোড বের করা।

  • View-source: এর সাথে লাইভ টিভি অরিজিনাল লিংকটি সংযুক্ত করতে হবে কোন স্থানে ফাকা রাখা যাবে না।

যেমন উদাহরণঃ view-source:https://mytvbd.tv/live/

কমপ্লিট চতুর্থ ধাপঃ এবং নির্দিষ্ট কোড কপি করে ব্লগার এ প্রবেশ করা।

  1. কোড আমাদের বেশি কপি করতে হবে না অল্প একটুখানি করলেই হবে। এই নির্দিষ্ট সোর্স কোড 172 মাঝ বরাবর শেষের দিকে পাওয়া যাবে। এই কোড কপি করতে হবে! (কারণ আমরা মাই টিভির অরজিনাল অফিসিয়াল ওয়েবসাইটের লাইভ প্রকাশ করব)

<h1 class="entry-title td-page-title"> <span>MYTV LIVE</span> </h1> <div class="td-page-content tagdiv-type">

<pre class="wp-block-code"><code><iframe src="//www.mcaster.tv/channel/mytv.php?u=mytv&amp;vw=100%&amp;vh=400" name="ifram2" width="100%" frameborder="0" scrolling="no" allowfullscreen="allowfullscreen"></iframe>

কমপ্লিট পঞ্চম ধাপঃ ব্লগার প্ল্যাটফর্মে নির্দিষ্ট ওয়েবসাইটে টিউন অথবা পেজ তৈরি করা।

  • ব্লগার প্ল্যাটফর্ম এর নির্দিষ্ট ওয়েবসাইটের ডাস্টবোর্ডে New Post ক্লিক করলাম।

কমপ্লিট ষষ্ঠ ধাপঃ এইচডিএমএল মুডে নির্দিষ্ট কপি কৃত কোড পেস্ট করা।

আমি নির্দিষ্ট করে এক অংশ মুছে দিয়েছি তবে এটা বড় কোন বিষয় নয় না মুছলেও চলবে!

কমপ্লিট ৭তম ধাপঃ সর্বশেষে আপনার ব্লগার ওয়েবসাইটের সকল কাস্টমাইজ করে প্রকাশ করার উপযোগী করা।

আমি এটি প্রকাশ করছি না তাই Preview আকারে রেজাল্ট দেখালাম!

  1. আশ্চর্যজনক ব্যাপার হলো এই লাইভ টিভি এখন চলছে না!কিছুদিন আগে এটা চলছিল। তবে ঘাবড়ানোর কিছু নেই এই সমস্যাটাও একটু সমাধান আমি করার চেষ্টা করছি।

M3u8 ফরম্যাট হলো লাইভ টিভির দারুন একটা মাধ্যম। তাই আমি এখন চলে গেলাম, জাগো বিডি ওয়েবসাইটে যেখানে অনেক লাইভ টিভি রয়েছে। এই কাজটি শুধু আমি আপনাদের জন্য করেছি কারণ, মাই টিভি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা লাইভ টিভি সংগ্রহ করতে পারলেও সেটা এখন চলছে না।

আমার চোখে বাধার কারণে আমি সরাসরি আপনাকে, M3u8 ফরম্যাটে মাই টিভি লাইভ চ্যানেল Link সংগ্রহ করে নিচে দিয়ে দিলাম।

My TV Original Live M3u8 Link: http://iptvbd.jagobd.com:1931/live-orgin/mytv-up-off.stream/chunks.m3u8

উপরের মাই টিভি লিংক এর সরাসরি লাইভ টিভি, কোড যেখানে ক্লিক করলে ব্রাউজারে মাই টিভি সরাসরি চলবে। আশাকরি কমপক্ষে আর্টিকেলটি শুরু থেকে এ পর্যন্ত একটু দ্বিধাবোধ থাকলেও গুটিয়ে নিতে সক্ষম হয়েছি।

যে আর্টিকেলটি পড়লেন এটি আমার কাছে উপযোগী এবং শিক্ষনীয় মনে হয়েছিল, আমার কাছে ইন্টারেস্টিং লাগার কারণে আপনাদের কাছে শেয়ার করলাম! কোথাও ভুল ত্রুটি দেখা দিলে অবশ্য সংশোধনের সুযোগ আপনাদের কাছ থেকে আশাকরি!

আপনার কোন বিষয়ের আর্টিকেল? Techtunes প্ল্যাটফর্মে প্রকাশ হোক সেটি পছন্দ! যেটা টিউমেন্টে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনার মানসম্মত মতামতকে গ্রহণ করার চেষ্টা করব এবং নিয়মিত আর্টিকেল প্রকাশ করার চেষ্টা করব!

  • আজকের এই আর্টিকেল আপনার কাছে কতটা ভালো লেগেছে জানিনা! (যদি পারেন টিউমেন্টে সেটি বলে উৎসাহ দিতে পারেন বা নির্দিষ্ট বিষয়টি জানাতে পারেন)
  • আর্টিকেল এর কোন অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবেন। আমার আর্টিকেল সম্বন্ধিত যেকোনো ধরনের প্রশ্ন অথবা নির্দিষ্ট বিষয়ের সমস্যার সমাধান, , , আমি পারলে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব!

আজকের আর্টিকেলটি সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ। Techtunes প্ল্যাটফর্মে বিভিন্ন রাইটার সুন্দর সুন্দর আর্টিকেল নিয়মিত লিখে থাকে। সুতরাং এই আর্টিকেল গুলি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। আমরা Techtunes প্ল্যাটফর্মে আরো ভালো ভালো আর্টিকেল প্রকাশ করার চেষ্টা করবো! আবারো আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Level 2

আমি মোহাম্মদ মুন্না। Author, TechTunes, Jashore sadar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Student!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস