দুর্দান্ত কাজের ৩ টি ক্রোম এক্সটেনশন

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে। আপনার পছন্দের ব্রাউজার যদি ক্রোম হয় তাহলে এই টিউনটি আপনার জন্য। আজকে আমরা দরকারি ৩ টি ক্রোম এক্সটেনশন নিয়ে আলোচনা করব।

১. Picture in Picture

নাম শুনেই হয়তো এর কাজ সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছেন। হ্যাঁ, ব্রাউজারে এই Picture in Picture ফিচার ব্যবহার করে আপনি ইউটিউব সহ অন্যান্য ভিডিও প্ল্যাটফর্ম গুলো মিনি প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন।

Picture in Picture এক্সটেনশনটি ইন্সটল করুন, যেকোনো ওয়েবসাইটে প্রবেশ করে আইকনে ক্লিক করুন।

Picture in Picture

ক্রোম এক্সটেনশন লিংক @ Picture in Picture

২. Text Blaze

টেক্সট শর্টকাট হিসেবে সুপার ইউজফুল হতে পারে Text Blaze। আপনি এটি দিয়ে দ্রুত যেকোনো কিছু লিখতে পারবেন। যেমন আপনি আপনার এড্রেস কোথাও লিখবেন সেক্ষেত্রে পুরো এড্রেস লিখার দরকার নাই, address/ লিখে দিলেই হবে।

এক্সটেনশন আইকনে ক্লিক করে অ্যাপ ওপেন করুন। লগইন করে ইচ্ছেমত শর্টকাট লিখুন।

Text Blaze

ক্রোম এক্সটেনশন লিংক @ Text Blaze

৩. Word tune

এই AI টুলটি আপনার ইংরেজি রাইটিংকে কয়েকগুণ এডভান্সড করে তুলতে পারে। যেকোনো অ্যাপে লিখতে গেলে এই Word tune টুলটি আপনাকে সাজেশন দেবে। আপনি সব কিছু রিরাইট করতে পারবেন। উপযুক্ত পরিস্থিতি বিবেচনায় এখানে আপনি টোনও সিলেক্ট করতে পারবেন।

Word tune

ক্রোম এক্সটেনশন লিংক @ Word tune

শেষ কথা

প্রতিদিনের ব্যবহারে এই টুল গুলো আপনাকে দারুণ ভাবে সাহায্য করতে পারে। যাদের ইংরেজিতে সমস্যা তারা Word tune অ্যাপটি ব্যবহার করতে পারেন, দ্রুত লিখতে ব্যবহার করতে পারেন Text Blaze।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস