আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।
আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারেন তবে হয়তো কিছু Gesture সম্পর্কে আপনি জানেন না। আজকে আমি ৪ টি দারুণ Gesture নিয়ে আলোচনা করব যেগুলো ব্যবহার করে আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন।
প্রায় সব ফোনেই আপনি এই ফিচারটি পেয়ে যাবেন। এক হতে ফোন ব্যবহার করা সহজ করে দিতে পারে এই ফিচারটি। এই ফিচারটি এনেভল করলে আপনার ফোনের স্ক্রিন কিছুটা ছোট হয়ে আসবে ফলে এক হতে কন্ট্রোল করা আপনার জন্য সহজ হবে।
Settings এ গিয়ে One hand Mode লিখে সার্চ দিন। এনেভল করে Gesture অথবা এনেভল করার অন্য উপায় সিলেক্ট করুন।
ইংরেজি একটি বাক্য লিখার পর সেখানে যদি আপার কেস বা লোয়ার কেস সমস্যা থাকে তাহলে সেটার সমাধান করতে পারেন মুহূর্তেই। এজন্য বাক্য নতুন করে লিখতে হবে না বা এডিটও করার প্রয়োজন নেই।
পুরো বাক্যটি লিখুন, এবং পুরো বাক্যটি সিলেক্ট করে Shift বাটমে ক্লিক করতে থাকুন। ক্লিক করে ম্যাজিক দেখতে পাবেন, কখনো সব গুলো অক্ষর আপার কেসে হবে কখনো লোয়ার কেসে হবে আবার কখনো স্ট্যান্ডার্ড ফরমেটে হবে।
অ্যান্ড্রয়েড ফোনে আপনি চাইলে এক আঙুলে যেকোনো ইমেজ জুম ইন জুম আউট করতে পারবেন। এটা করার জন্য যেকোনো একটি ইমেজে একবার ট্যাপ করে, নিচের দিকে নিন অথবা উপরের দিকে সোয়াপ করুন। দেখবেন জুম ইন, জুম আউট হচ্ছে।
অ্যান্ড্রয়েড ফোনে আমাদের সবারই একাধিক গুগল একাউন্ট লগইন করা থাকে। বিভিন্ন গুগল অ্যাপ ব্যবহারের সময় এই অ্যাপ গুলো চেঞ্জ করার প্রয়োজন পড়ে। যেমন জিমেইল অ্যাপ ওপেন করে আপনি অন্য একাউন্টের মেইল গুলো চেক করতে চাইতে পারেন। সেক্ষেত্রে একাধিক ক্লিকের প্রয়োজন পড়ে, প্রথমে ইমেজ আইকনে ক্লিক করে তারপর একাউন্ট সিলেক্ট করা।
একাউন্ট চেঞ্জ করতে এখন আর এত কিছু করতে হবে না। সিম্পল Gesture এর মাধ্যমেই আপনি একাউন্ট চেঞ্জ করতে পারবেন। গুগল একাউন্ট ইমেজে ট্যাপ করে নিচের দিকে সোয়াপ করুন, দেখবেন ভিন্ন একাউন্টে সুইচ করছে।
আশা করছি এই টিউনটি আপনার বেশ উপকারে এসেছে। Gesture গুলো আপনার সময় বাঁচিয়ে আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করবে।
আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।
ভালো লাগলো। ধন্যবাদ