আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।
আপনারা অবশ্য Chrome ফ্ল্যাগ নিয়ে পরিচিত। আজকের টিউনে দারুণ ২ টি Flags নিয়ে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
পাসওয়ার্ড ম্যানেজার ফিচারটি সবার জন্যই বেশ প্রয়োজনীয় তবে এতে অসুবিধা হচ্ছে যেকেউ আপনার ফোন নিয়ে পাসওয়ার্ড জেনে নিতে পারে বা নির্দিষ্ট একাউন্টে লগইন করে ফেলতে পারে। এই সমস্যা এখন আর হবে না। অটো ফিল করতে গেলে এখন থেকে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে।
ফ্ল্যাগটি এনেভল করতে যান chrome://flags/ এবং Biometric reauth লিখে সার্চ দিন এবং ফিচারটি এনেভল করে দিন।
ফিচারটি এনেভল করে ধরুন টেকটিউনস এর লগইন পেজে গেলাম। আগে থেকে পাসওয়ার্ড গুলো সেভ ছিল।
ফিচারটি এনেভল করে ধরুন টেকটিউনস এর লগইন পেজে গেলাম। আগে থেকে পাসওয়ার্ড গুলো সেভ ছিল। এখন Sign in এ ক্লিক করার সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট চাইবে।
আর এভাবেই আপনি অটোফিলকে প্রটেক্ট করতে পারবেন, কেউ চাইলেও আর অটো-ফিলের মাধ্যমে লগইন করে ফেলতে পারবে না।
ক্রোমে ঢুকার সময় আপনি নির্ধারণ করতে পারবেন কোন মুডে আপনি ব্রাউজ করবেন। একটি ফ্ল্যাগ এনেভল করলে, আপনি প্রতিবার অন্য অ্যাপ দিয়ে যখন ক্রোম ওপেন করবেন তখন সিলেক্ট করতে পারবেন নরমাল মুড নাকি incognito মুডে ব্রাউজার ওপেন হবে।
ফ্ল্যাগটি এনেভল করতে যান chrome://flags/ এবং Allow Third party to open লিখে সার্চ দিন। ফিচারটি এনেভল করে দিন।
এবার Chrome ব্রাউজারের সেটিংস থেকে Privacy & Security তে যান এবং Ask to open links from other app. অপশনটি এনেভল করে দিন। এখন থেকে অন্য কোন অ্যাপ থেকে লিংক ওপেন হলে, আগেই নির্ধারণ করতে পারবেন এটি কোন মুডে ওপেন হবে।
টিউনের এই তিনটা ফ্ল্যাগ আপনার ব্রাউজিং এ নতুন অভিজ্ঞতা যোগ করতে পারে। ফ্ল্যাগ গুলো দিয়ে আপনার সিকিউরিটিও বাড়বে, ব্যাটারিও সেভ হবে।
আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।