কয়েক ক্লিকে রিমুভ করুন জিমেইলের সব স্প্যাম মেসেজ

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে। আপনার জিমেইল কী স্প্যাম মেসেজে ভরে যাচ্ছে তাহলে এই এই টিউনটি আপনারই জন্য।

বিভিন্ন কোম্পানি প্রতিনিয়ত আমাদের ইমেইলে পাঠায় প্রমোশনাল মেসেজ এবং স্প্যাম মেসেজ। আমরা জানি জিমেইলে স্টোরেজ লিমিটেশন রয়েছে এবং অপ্রয়োজনীয় ইমেইল আমাদের স্টোরেজ ফুল করে দিতে পারে। অন্যদিকে প্রমোশনাল মেসেজের ভীরে কখনো কখনো আমরা গুরুত্বপূর্ণ ইমেইলও হারিয়ে ফেলি। তো এর সমাধান স্প্যাম মেসেজ থেকে মুক্তি পাওয়া।

কীভাবে দ্রুত Spam ইমেইল রিমুভ করবেন?

বিভিন্ন ভাবেই আপনার স্প্যাম ইমেইল থেকে মুক্তি পেতে পারেন তবে আজকে আমি দেখাব এই কাজটি কীভাবে সহজে এবং দ্রুত করা যায়।

প্রথমে চলে যান আপনার ইমেইলে এবং All Mail এ সিলেক্ট করুন।

Advanced Search এ ক্লিক করে, Includes the words বক্সে Unsubscribe লিখে সার্চ দিন যেসব ইমেইলে এই ওয়ার্ডটি থাকবে সেসব ইমেইলে বেশিরভাগই স্প্যাম হতে পারে।

একনজর ইমেইল গুলো দেখে নিন।

এবার Create Filter এ ক্লিক করুন।

এখন চাইলে Delete অথবা Skip the inbox  ক্লিক করে ডিলিট বা ইনবক্স থেকে সরিয়ে ফেলতে পারেন।

তবে আপনার ব্যাংক রিলেটেড মেইল গুলো যেন রিমুভ না সেদিকে খেয়াল রাখবেন। এজন্য Doesn't have ফিল্ডে আপনার ব্যাংকের নাম দিয়ে দিতে পারেন।

শেষ কথা

এই ট্রিকসটি ফলো করে আপনি সহজেই স্প্যাম ইমেইল গুলো রিমুভ করে ফেলতে পারবেন কোন ধরনের থার্ডপার্টি অ্যাপ ছাড়া। আশা করছি ট্রিকসটি আপনাদের উপকারে আসবে।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস