আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।
আমরা টিভি সিরিজ সবাই দেখি, কখনো কখনো এমন হয় কোন অভিনেতার পোশাক আমাদের ভাল লেগে যায়। ইন্টারনেটে সার্চ করেও কখনো সেগুলো খুঁজে পাওয়া যায় না। আপনার সাথেও যদি এমনটি হয় তাহলে এই টিউনটি আপনারই জন্য। আজকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি পছন্দের ক্যারেক্টার গুলোর ড্রেস-আপ কালেক্ট করতে পারবেন।
Worn On TV এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন টিভি সিরিজের ড্রেস-আপ গুলোর ক্যাটালগ খুঁজে পাবেন এবং কেনার লিংকে গিয়ে সেগুলো কিনতে পারবেন। নেটফ্লিক্স সহ বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্মের টিভি শো, সিরিজের এপিসোডে গিয়ে এই এপিসোডে অভিনেতাদের পরা ড্রেস গুলো কেনা যাবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Worn On TV
প্রথমে Worn On TV ওয়েবসাইটে চলে যান
পছন্দের সিরিজ সার্চ করুন
ক্যারেক্টারে ক্লিক করুন। আপনি এপিসোড অনুযায়ীও সার্চ করতে পারেন।
যে ড্রেসটি পছন্দ সেখানে ক্লিক করুন
ড্রেসটি কিনতে ড্রেসটিতে ক্লিক করুন, ফাইনালি এটি আপনাকে শপিং ওয়েবসাইটে নিয়ে যাবে।
আশা করছি এই ওয়েবসাইটটি একই সাথে আপনার জন্য উপকারী হয়েছে এবং আপনাকে অবাক করেছে। এখন আর আপনাকে ইন্টারনেট জুড়ে ফেব্রিট ক্যারেক্টারের ড্রেস সার্চ করতে হবে না। আপনার চাহিদার সেরা সলিউশন হতে পারে Worn On TV।
আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।